পঞ্চায়েতের ফর্ম পূরণ করার পদ্ধতি || how to Fill UP Panchayet Form
সুপ্রিয় বন্ধুরা,
গত কয়েকদিন আগেই রাজ্যের পঞ্চায়েত গুলিতে প্রচুর কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। আজকে আমরা সেই বিজ্ঞপ্তিতে অর্থাৎ পঞ্চায়েত ফর্মে আবেদন করার পদ্ধতি গুলি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর ভাবে সহজ ভাবে শেয়ার করছি। যেহেতু আবেদন করা শুরু হয়ে গেছে সেহেতু এই দেরি না করে নীচে উল্লেখিত তথ্য গুলি অনুসরণ করে নিজেই নিজের ফোন অথবা কম্পিউটার থেকে আবেদন করে দাও, তবে নিজে আবেদন করার সময় সাবধানতার সাথে ভালোভাবে পড়ে পড়ে আবেদন করবে।
আবেদন করার পদ্ধতি :: আবেদন করার সময় ব্যাক্তিকে ৪টি স্টেপ অতিক্রম করতে হবে। ৪টি স্টেপ অতিক্রম করলেই আপেদন পর্ব সম্পন্ন হবে।
- রেজিস্ট্রেশন/Registration
- লগইন/Login
- এডিট প্রোফাইল/Edit profile
- চাকরির জন্য আবেদন করুন/Apply For Jobs
রেজিস্ট্রেশন/Registration
রেজিস্ট্রেশন করার জন্য নীচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের বৈধ মোবাইল নম্বর, ইমেইল আইডি সহ উল্লেখিত নির্দেশিকা গুলি পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
লগইন/Login
বৈধ মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচার কর্ড দেবার পর নিজের ইডি ওপেন হবে।
এডিট প্রোফাইল/Edit profile
নিজের ড্যাশবোর্ডটি ওপেন হবার পর Edit Profile ক্লিক করে নিজের ছবি, নিজের সাক্ষরের ছবি এবং কিছু সাধারণ বিভাগ গুলি পূরণ করতে হবে। (* দেওয়া প্রতিটি ক্ষেত্রের জন্য বাধ্যতামূলক)
চাকরির জন্য আবেদন করুন/Apply For Jobs
প্রকাশিত উপলব্ধ শূন্যপদ গুলিতে ক্লিক করে আবেদন করতে হবে। নিজের প্রফাইলের ডানদিকে Apply লেখায় ক্লিক করে নির্দিষ্ট বিভাগ গুলি সঠিক ভাবে পূরণ করে নিজের আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।
বিঃ দ্রঃ- যদি কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নীচে আবেদন করার পদ্ধতি গুলি স্টেপ বাই স্টেপ PDF, Video আকারে দেওয়া সেখান থেকে দেখে নিতে পারো (PDF & Videoটি অফিশিয়াল অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া)
আবেদন করার পদ্ধতি PDF | Click Here |
আবেদন করার পদ্ধতি Video | Click Here |
FAX (প্রশ্ন ও উত্তর) | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আরও পড়ুন - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024
No comments:
Post a Comment