Breaking




Wednesday, 9 April 2025

সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ | General Science Questions Answers PDF

সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ | General Science Questions Answers PDF

সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ
সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের WBP Constable, WBPSC, Kolkata Police, icds পরীক্ষা গুলিতে আশা সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তরের প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য হাজির হয়েছি, সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 PDF এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি। 
যে পোস্টটির মধ্যে উক্ত বিষয়ের কিছু বাছাই করা প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি তোমাদের বিষয়ের প্রস্তুতিতে দারুন ভাবে কাজে আসবে। সুতরাং দেরি না করে নীচের প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি প্রশ্ন গুলি ভালো লাগে অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে। 

সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024
  • এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড়ো উৎস হল Ans: তেল 
  • ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় Ans: তাপবিদ্যুত্ কেন্দ্রে 
  • শব্দ দূষণ পরিমাপক একক হল Ans: ডেসিবেল 
  • যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ হল Ans: সিসা 
  • CFCএর পুরো নাম Ans: ক্লোরো ফ্লুরো কার্বন 
  • মিনেমাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল Ans: পারদ
  • UV বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয় 
  • বিশ্ব পরিবেশ দিবস হল Ans: 5ই জুন 
  • জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হল Ans: প্লাস্টিক 
  • তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি হল Ans: সালফার ডাই অক্সাইড 
  • ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস হল Ans: ধান খেত 
  • SO2 দূষন দ্বারা গাছের Ans: ক্লোরোফিল বিনষ্ট হয় 
  • ওজোনস্তর দেখা যায় Ans: স্ট্র্যাটোস্ফিয়ারে 
  • ওজোনস্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম Ans: CFC 
  • প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম Ans: CO2 
  • ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় Ans: বায়ুদূষণ রোধে 
  • ইউট্রোফিকেশন বলে Ans: জলে শৈবালের বৃদ্ধিকে 
  • বিশুদ্ধ জলে pH এর মান Ans: 
  • জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম Ans: স্ট্রিকনিন 
  • মিনেমাটা বিপর্যয় ঘটে Ans: জাপানে 
  • শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলা হয় Ans:  সিমবায়োসিস 
  • বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র উদ্ভিদের একসঙ্গে বলা হয় Ans: ফ্লোরা
  • প্রাণীগোষ্ঠীকে বলা হয় Ans: ফনা
  • উদ্ভিদের বলা হয় Ans: ফাইটোপ্ল্যাংটন
  • প্রানিদের বলা হয় Ans: জু-প্ল্যাংটন 
  • ফাইটোপ্ল্যাংটন হলো জলজ বাস্তুতন্ত্রের  Ans: উত্পাদক উপাদান 
  • যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের বলে Ans: নেকটন
  • নেকটনের উদাহরণ Ans: মাছ ও তিমি
  • যেসব প্রাণী জলের নীচে বসবাস করেন তাদের বলা হয় Ans: বেনথস
  • বেনথসের উদাহরণ Ans: শামুক ও প্রবাল
  • পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম Ans: জলদাপাড়া
  • ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম Ans: একশৃঙ্গ গন্ডার ও সিংহ 
  • ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম Ans: গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের
  • ফাইটোপ্ল্যাংটনের উদাহরণ Ans: ক্ল্যামাইডোমেনাস ও ভলবক্স
  • জু-প্ল্যাংটনের উদাহরণ Ans: মশার লার্ভা ও ডাফনিয়া
  • নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া Ans: রাইজোবিয়াম ও ক্লসট্রিডিয়াম
  • ডি- নাইট্রিফাইং ব্যাকটেরিয়া Ans: সিউডোমেনাস ও থিওব্যাসিলাস
  • বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রজাতির জীবের অবস্থান ও তার ভুমিকাকে বলা হয় Ans: ইকোলজিক্যাল নিচ্
  • খাদ্য পিরামিড Ans: তিনপ্রকার
  • "ইতাই-ইতাই" রোগ কোন ধাতুর কারনে হয় Ans: ক্যাডমিয়াম
  • মিনামাটা রোগ কোন ধাতুর কারনে হয় ? Ans: পারদ
  • ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারনে হয় ? Ans: আর্সেনিক
  • ফ্লুরোসিস রোগ কেন হয় ? Ans: ফ্লোরাইড দুষন
  • কালো ফুসফুস রোগ কাদের হয় ? Ans: কয়লা কারখানার শ্রমিকদের 
  • প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি ? Ans: কার্বন ডাইঅক্সাইড
  • জৈব গ্রীন হাউস গ্যাস কোনটি ? Ans: মিথেন
  • বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কতো ? Ans: প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রা
  • মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো ? Ans: প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম 

বিশ্বের ক্ষুদ্রতম কিছু

  • পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ Ans: ওশেনিয়া
  • পৃথিবীর ক্ষুদ্রতম দেশ Ans: ভ্যাটিকান সিটি
  • পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ Ans: মালদ্বীপ
  • সবচেয়ে ক্ষুদ্রতম দিন Ans: ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
  • সবচেয়ে রাত Ans: ২১ জুন (উত্তর গোলার্ধে)
  • পৃথিবীর ক্ষুদ্রতম নদী Ans: ডি রিভার (যুক্তরাষ্ট্র)
  • পৃথিবীর ক্ষুদ্রতম পাখি Ans: হামিং বার্ড
  • পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর Ans: আর্কটিক মহাসাগর
  • সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ Ans: বুধ
  • পৃথিবীর ক্ষুদ্রতম গির্জা Ans: চ্যাপেন্স অব সান্তা- ইসাবেল (ভ্যাটিকান সিটি)
  • পৃথিবীর ক্ষুদ্রতম ফুল Ans: পিলিয়া মাইক্রোফোলিয়া
  • পৃথিবীর ক্ষুদ্রতম প্রজাতন্ত্র Ans: নাউরু
  • পৃথিবীর ক্ষুদ্রতম মাছ Ans: ইনষ্ট্যান্ট ফিস (ওজন ১ মি.গ্রাম)
  • পৃথিবীর ক্ষুদ্রতম সাবমেরিন Ans: সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি) 
সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

 File Details ::

File Name:  সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  288 KB  


No comments:

Post a Comment