Breaking




Wednesday, 9 April 2025

ভারতীয় সেনাতে অগ্নিবীর নিয়োগ 2025 : Indian Army Agniveer Recruitment 2025

ভারতীয় সেনাতে অগ্নিবীর নিয়োগ 2025 : Indian Army Agniveer Recruitment 2025

ভারতীয় সেনাতে অগ্নিবীর নিয়োগ 2025
ভারতীয় সেনাতে অগ্নিবীর নিয়োগ 2025
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভারতীয় সেনাতে অগ্নিবীর নিয়োগ 2025-এর আবেদনের সকল তথ্য গুলি, যে তথ্য গুলি তোমাদের অবশ্যই জেনে রাখার দরকার আছে উক্ত পদে আবেদনের জন্য। তাই দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া সমস্ত তথ্য গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং সেই মতো আবেদন করে দাও- 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৬শে ফেব্রুয়ারি ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ ১২ মার্চ ২০২৫
আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৫

পদের নাম :: অগ্নিবীর কমন এন্ট্রান্স এক্সামিনেশন (Common Entrance Exam – CEE)

মোট শুন্যপদ :: নোটিশে উল্লেখ নেই

বয়সসীমা :: 
  • অগ্নিবীর জিডি/টেকনিক্যাল/অ্যাসিস্ট্যান্ট/ট্রেডসম্যান: ১৭.৫ – ২১ বছর (০১/১০/২০০৪ থেকে ০১/০৪/২০০৮)
  • সোলজার টেকনিক্যাল: ১৭.৫ – ২৩ বছর (০১/১০/২০০২ থেকে ০১/০৪/২০০৮)
  • সিপাই ফার্মা (Sepoy Pharma): ১৯ – ২৫ বছর (০১/১০/২০০০ থেকে ০১/০৪/২০০৬)
  • জেসিও রিলিজিয়াস টিচার (JCO Religious Teacher): ২৭ – ৩৪ বছর (০১/১০/২০২৫ অনুযায়ী)।
বেতন :: 


যোগ্যতা ও শারীরিক মানদণ্ড :: 

০১. অগ্নিবীর (জেনারেল ডিউটি – GD)
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ ৪৫% নম্বর সহ, প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩% নম্বর।
  • শারীরিক যোগ্যতা:
  • উচ্চতা: ১৬৯ সেমি
  • বুকের মাপ: ৭৭ সেমি (+৫ সেমি প্রসারণ)
  • দৌড়: ১.৬ কিমি ৫ মিনিট ৪৫ সেকেন্ডে
  • পুল আপস: ১০ বার
  • ৯ ফুট ডিচ ও জিগজ্যাগ ব্যালান্স: আবশ্যক

০২. অগ্নিবীর (টেকনিক্যাল)
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (১০+২) বিজ্ঞান বিভাগে ৫০% নম্বরসহ (পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি)।
  • শারীরিক যোগ্যতা:
  • উচ্চতা: ১৬২ সেমি
  • বুকের মাপ: ৭৭ সেমি (+৫ সেমি প্রসারণ)
  • দৌড়: ১.৬ কিমি ৫ মিনিট ৪৫ সেকেন্ডে
  • পুল আপস: ১০ বার
  • ৯ ফুট ডিচ ও জিগজ্যাগ ব্যালান্স: আবশ্যক

০৩. অগ্নিবীর (অফিস সহকারী / স্টোর কিপার টেকনিক্যাল)
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (১০+২) যেকোনো বিভাগে ৬০% নম্বরসহ, প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫০% নম্বর।
  • শারীরিক যোগ্যতা:
  • উচ্চতা: ১৬২ সেমি
  • বুকের মাপ: ৭৭ সেমি (+৫ সেমি প্রসারণ)
  • দৌড়: ১.৬ কিমি ৫ মিনিট ৪৫ সেকেন্ডে
  • পুল আপস: ১০ বার
  • ৯ ফুট ডিচ ও জিগজ্যাগ ব্যালান্স: আবশ্যক

আবেদন মূল্য :: 
  • (General/OBC/EWS): ₹২৫০/-
  • এসসি/এসটি (SC/ST): ₹২৫০/-

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীকে আবেদন করতে হবে অনলানের মাধ্যমে। 

নিয়োগ পদ্ধতি :: 
  1. লিখিত পরীক্ষা (Written Examination) 
  2. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET, PST) 
  3. নথিপত্র যাচাই (Document Verification) ৪. মেডিক্যাল পরীক্ষা (Medical Examination)

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
ওয়েবসাইট Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

আরও পোস্ট - GK Challenger Book PDF (5000 Question)

No comments:

Post a Comment