Breaking




Friday, 16 February 2024

সাধারণ বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF || General Science Important Questions Answers PDF

সাধারণ বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF || General Science Important Questions Answers PDF

সাধারণ বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
সাধারণ বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাধারণ বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা বেশকিছু বাছাই করা বিজ্ঞান প্রশ্ন উত্তর তোমাদের জন্য দিলাম, যে প্রশ্ন গুলি আগত Food SI, ICDS, WBP, Kolkata Police, Miscellaneous সহ আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুবই মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে প্রস্তুত করে তোল এই সমস্ত প্রশ্ন গুলি প্র্যাকটিস করে।

সাধারণ বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সিমেন্ট তৈরিতে কোন কাঁচামালটি অপরিহার্য ?
[A] ম্যাঙ্গানিজ
[B] ইউরিয়া
[C] জিপসাম ✔️
[D] অভ্র

প্রশ্নঃ নিম্নের কোনটি লিথিয়াম ধাতুর একটি গুণ ?
[A] সবচেয়ে ভারী ধাতু
[B] এটি জলে ভাসে ✔️
[C] সবচেয়ে ভাল বিদ্যুৎ পরিবাহী
[D] এটি স্বাভাবিক অবস্থায় তরল

প্রশ্নঃ নিম্নের কোন ধাতুটি জলে ভাসে ?
[A] সোডিয়াম ✔️
[B] পারদ
[C] সিলিকন
[D] জার্মেনিয়াম

প্রশ্নঃ নিম্নের কোনটি উচ্চতা পরিমাপক যন্ত্র ?
[A] ভোল্টমিটার
[B] অ্যালটিমিটার ✔️
[C] রিখটার স্কেল
[D] ম্যানোমিটার

প্রশ্নঃ ম্যানোমিটার কোন কাজে ব্যবহৃত হয় ?
[A] ভূমিকম্পের তীব্রতা নির্ণয়
[B] বায়ুর চাপ নির্ণয়
[C] গ্যাসের চাপ নির্ণয় ✔️
[D] ভূগর্ভের তাপ নির্ণয়

প্রশ্নঃ নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবীভূত হয় ?
[A] ভিটামিন – C
[B] ভিটামিন – E
[C] ভিটামিন – A ✔️
[D] ভিটামিন – k

প্রশ্নঃ নিম্নের কোন ধাতুগুলি ক্ষার ধাতু ?
[A] পটাশিয়াম ও সোডিয়াম ✔️
[B] পটাশিয়াম ও বোরন
[C] সোডিয়াম ও সিলিকন
[D] সিলিকন ও বোরন

প্রশ্নঃ নিম্নের ধাতুগুলির মধ্যে কোনটি অপধাতু/উপধাতু ?
[A] আয়োডিন
[B] মার্কারি
[C] ইউরেনিয়াম
[D] আর্সেনিক ✔️

প্রশ্নঃ অ্যান্টিমনি কি জাতীয় মৌল ?
[A] নিষ্ক্রিয় গ্যাস
[B] উপধাতু ✔️
[C] অধাতু
[D] তরল ধাতু

প্রশ্নঃ নিম্নের কোন রক্তের গ্রুপকে ‘সর্বজনীন গ্রহীতা’ বলা হয় ?
[A] A
[B] B
[C] AB ✔️
[D] O

প্রশ্নঃ হৃৎপিণ্ডের সিস্টোল অবস্থান কোনটি ?
[A] সঙ্কুচিত হওয়া ✔️
[B] থেমে যাওয়া
[C] প্রসারিত হওয়া
[D] এদের কোনটিই নয়

প্রশ্নঃ মানবদেহে ডায়াস্টোল কোথায় ঘটে ?
[A] ফুসফুসে
[B] বৃক্কে
[C] যকৃতে
[D] হৃৎপিণ্ডে ✔️

প্রশ্নঃ নিকোটিন কোথায় থাকে ?
[A] মদ
[B] চা
[C] কফি
[D] সিগারেট ✔️

প্রশ্নঃ কফির কোন পদার্থের জন্য কফি খেলে ঘুম কেটে যায় ?
[A] ক্যাফেইন ✔️
[B] রেনিন
[C] কেজিন
[D] নিকোটিন

প্রশ্নঃ নিম্নের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?
[A] ভিটামিন – C
[B] ভিটামিন – B
[C] ভিটামিন – A ✔️
[D] ভিটামিন – P

প্রশ্নঃ নিম্নের কোন ধাতুগুলি নরম ধাতু ?
[A] লেড ও অ্যালুমিনিয়াম
[B] সোডিয়াম ও পটাশিয়াম ✔️
[C] ক্যালিসয়াম ও জিংক
[D] প্লাটিনাম্ ও ইউরেনিয়াম

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় নিম্নের কোন ধাতুটি তরল অবস্থায় থাকে ?
[A] লিথিয়াম
[B] রেডিয়াম
[C] থোরিয়াম
[D] মার্কারী ✔️

প্রশ্নঃ নিম্নের কোন ধাতুগুলি তরল ধাতু ?
[A] গ্যালিয়াম ও টাইটেনিয়াম
[B] ফ্রান্সিয়াম ও সিজিয়াম ✔️
[C] থোরিয়াম ও বেরিয়াম
[D] মার্কারি ও ক্যাডমিয়াম

প্রশ্নঃ নিম্নের কোনটি ভাইরাসঘটিত রোগ নয় ?
[A] পোলিও
[B] জ্বলাতঙ্ক
[C] এইডস
[D] ডিপথেরিয়া ✔️

প্রশ্নঃ ইউফ্লুয়েঞ্জা একটি–
[A] ভাইরাসঘটিত রোগ ✔️
[B] ব্যাকটিরিয়াঘটিত রোগ
[C] ফাংগাসঘটিত রোগ
[D] প্রোটোজোয়াঘটিত রোগ

প্রশ্নঃ ইলেকট্রনের আবিষ্কর্তা হলেন –
[A] ডালটন
[B] নিউটন
[C] আইনস্টাইন
[D] থমসন ✔️

প্রশ্নঃ প্রোটনের আবিষ্কর্তা হলেন –
[A] আইনস্টাইন
[B] রাদারফোর্ড ✔️
[C] চ্যাডউইক
[D] ডালটন

প্রশ্নঃ নিম্নের কোনটি ব্যাকটিরিয়াঘটিত রোগ ?
[A] জ্বলাতঙ্ক
[B] কলেরা ✔️
[C] থ্যালাসেমিয়া
[D] পোলিও

প্রশ্নঃ নিউমোনিয়া হল একটি –
[A] ভাইরাসঘটিতরোগ
[B] প্রোটোজোয়াঘটিত রোগ
[C] ছত্রাকঘটিত রোগ
[D] ব্যাকটেরিয়াঘটিত রোগ ✔️

PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

No comments:

Post a Comment