Breaking




Wednesday, 13 March 2024

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল তালিকা PDF

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল তালিকা PDF || Establishment year list of various districts of West Bengal PDF

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল তালিকা PDF
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল তালিকা PDF এই পোস্টটি শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার কোড এবং সেই জেলাটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই তথ্য গুলি দেওয়া আছে। সুতরাং দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া তালিকাটি অতি মনোযোগ সহকারে পড়ে নাও, কেননা এই টপিকটি থেকে অনেক সময় দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলাটি কোন সালে গঠন করা হয় ? দার্জিলিং জেলাটি কবে প্রতিষ্ঠা করা হয় ? কোচবিহার জেলাটি কবে প্রতিষ্ঠা করা হয় ? এই ধরনের প্রশ্ন দেখা যায়। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল তালিকা

কোড জেলা প্রতিষ্ঠা সাল
KO কলকাতা ১৯৪৭
PN উত্তর চব্বিশ পরগনা ১৯৮৬
PS দক্ষিণ চব্বিশ পরগনা ১৯৮৬
HR হাওড়া ১৯৪৭
NA নদিয়া ১৯৪৭
MU মুর্শিদাবাদ ১৯৪৭
PU পুরুলিয়া ১৯৫৬
BI বীরভূম ১৯৪৭
BN বাঁকুড়া ১৯৪৭
BR পূর্ব বর্ধমান ১৯৪৭
*** পশ্চিম বর্ধমান ২০১৭
HG হুগলি ১৯৪৭
ME পূর্ব মেদিনীপুর ২০০২
ME পশ্চিম মেদিনীপুর ২০০২
KB কোচবিহার ১৯৫০
KA কালিম্পং ২০১৭
AD আলিপুরদুয়ার ২০১৪
DA দার্জিলিং ১৯৪৭
JA জলপাইগুড়ি ১৯৪৭
JH ঝাড়গ্রাম ২০১৭
UD উত্তর দিনাজপুর ১৯৯২
DD দক্ষিণ দিনাজপুর ১৯৯২
MA মালদহ ১৯৪৭

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিষ্ঠা সাল

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  177 KB  


No comments:

Post a Comment