Breaking




Tuesday, 25 July 2023

পশ্চিমবঙ্গের 23 টি জেলার সদর শহরের নাম

পশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর তালিকা PDF || List of Districts and Capital Cities of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহরের নাম তালিকা PDF
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহরের নাম তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহরের নাম তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে থাকছে পশ্চিমবঙ্গের বর্তমান ২৩টি জেলার নাম এবং তাদের শহর দপ্তরের নাম গুলি। যে তথ্য গুলি তোমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে এবং এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলি খুব সহজে উত্তর দিতে পারো। 
আমরা তোমাদের জন্য পোস্টটি সমস্থ রকম ভাবে তুলে ধরলাম যাতে তোমাদের সমস্থ রকম ভাবে পড়তে সুবিধা হয়। তাই তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও পশ্চিমবঙ্গের 23 টি জেলার সদর শহরের নাম গুলি। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহরের নাম তালিকা

জেলার নাম সদর শহর
হাওড়া হাওড়া
হুগলী চুঁচুড়া
কলকাতা কলকাতা
বাঁকুড়া বাঁকুড়া
বীরভূম সিউড়ি
দার্জিলিং দার্জিলিং
পুরুলিয়া পুরুলিয়া
পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর তমলুক
কোচবিহার কোচবিহার
জলপাইগুড়ি জলপাইগুড়ি
কালিম্পং কালিম্পং
আলিপুরদুয়ার আলিপুরদুয়ার
পূর্ব বর্ধমান বর্ধমান
ঝাড়গ্রাম ঝাড়গ্রাম
পশ্চিম বর্ধমান আসানসোল
দক্ষিন ২৪ পরগনা আলিপুর
উত্তর ২৪ পরগনা বারাসাত
নদীয়া কৃষ্ণনগর
মুর্শিদাবাদ বহরমপুর
মালদা ইংলিশ বাজার
উত্তর দিনাজপুর রায়গঞ্জ
দক্ষিন দিনাজপুর বালুরঘাট

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহরের নাম প্রশ্ন উত্তর

হাওড়ার সদর শহরের নাম কি ?
উত্তরঃ হাওড়া

 হুগলীর সদর শহরের নাম কি ?
উত্তরঃ চুঁচুড়া

 কলকাতার সদর শহরের নাম কি ?
উত্তরঃ কলকাতা

 বাঁকুড়ার সদর শহরের নাম কি ?
উত্তরঃ বাঁকুড়া

 বীরভূমের সদর শহরের নাম কি ?
উত্তরঃ সিউড়ি

 দার্জিলিং-এর সদর শহরের নাম কি ?
উত্তরঃ দার্জিলিং

 পুরুলিয়ার সদর শহরের নাম কি ?
উত্তরঃ পুরুলিয়া

 পশ্চিম মেদিনীপুরের সদর শহরের নাম কি ?
উত্তরঃ মেদিনীপুর

 পূর্ব মেদিনীপুরের সদর শহরের নাম কি ?
উত্তরঃ তমলুক

 কোচবিহারের সদর শহরের নাম কি ?
উত্তরঃ কোচবিহার

 জলপাইগুড়ির সদর শহরের নাম কি ?
উত্তরঃ জলপাইগুড়ি

 কালিম্পং-এর সদর শহরের নাম কি ?
উত্তরঃ কালিম্পং

 আলিপুরদুয়ারের সদর শহরের নাম কি ?
উত্তরঃ আলিপুরদুয়ার

 পূর্ব বর্ধমানের সদর শহরের নাম কি ?
উত্তরঃ বর্ধমান

 ঝাড়গ্রামের সদর শহরের নাম কি ?
উত্তরঃ ঝাড়গ্রাম

 পশ্চিম বর্ধমানের সদর শহরের নাম কি ?
উত্তরঃ আসানসোল

 দক্ষিন ২৪ পরগনার সদর শহরের নাম কি ?
উত্তরঃ আলিপুর

 উত্তর ২৪ পরগনার সদর শহরের নাম কি ?
উত্তরঃ বারাসাত

 নদীয়ার সদর শহরের নাম কি ?
উত্তরঃ কৃষ্ণনগর

 মুর্শিদাবাদের সদর শহরের নাম কি ?
উত্তরঃ বহরমপুর

 মালদার সদর শহরের নাম কি ?
উত্তরঃ ইংলিশ বাজার

 উত্তর দিনাজপুরের সদর শহরের নাম কি ?
উত্তরঃ রায়গঞ্জ

 দক্ষিন দিনাজপুরের সদর শহরের নাম কি ?
উত্তরঃ বালুরঘাট

পশ্চিমবঙ্গের 23 টি জেলার সদর শহরের নাম PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

 File Details :: 

File Name:  পশ্চিমবঙ্গের 23 টি জেলার সদর শহরের নাম

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  141 KB 


No comments:

Post a Comment