কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর || Kolkata Police Constable Question Answers PDF
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
তোমরা আজ পেতে চলেছ, কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF-টি। যে PDF-টিতে সিলেবাস অনুযায়ী ৪০টি বাছাই করা জিকে প্রশ্ন উত্তর। যে প্রশ্ন উত্তর গুলি তোমাদের MCQ ফরম্যাটে দেওয়া আছে। যাতে করে তোমাদের তোমাদের পরীক্ষার প্রশ্নের সাথে মিল পাও, যাতে করে তোমাদের প্রশ্ন পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়।
তাই তোমরা যারা উক্ত পরীক্ষার জন্য প্রস্তুটি নিচ্ছো তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে পড়ো এবং PDF-টি সংগ্রহ করে নাও। আমরা উক্ত পরীক্ষার অন্যান্য বিষয় গুলিও আসতে আসতে দিয়ে দেবো।
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর
▨ বেঙ্গল গ্যাজেট কত সালে প্রথম প্রকাশিত হয় ?
[ক] ১৭৮০ সালে
[খ] ১৭৮৫ সালে
[গ] ১৭৭০ সালে
[ঘ] ১৭৭৫ সালে
▨ "চারুলতা" - চরিত্র টি কার সৃষ্টি ?
[ক] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[খ] মানিক বন্দ্যোপাধ্যায়
[গ] রবীন্দ্রনাথ ঠাকুর
[ঘ] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
▨ প্রথমবার মহাত্মা গান্ধীর জীবন ও উত্তরাধিকার স্মরণে একটি নতুন ৫ পাউন্ডের মুদ্রা উন্মোচন করেছে কোন দেশ ?
[ক] যুক্তরাজ্য
[খ] যুক্তরাষ্ট্র
[গ] জাপান
[ঘ] দক্ষিণ আফ্রিকা
▨ সৌর জগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি ?
[ক] মঙ্গল
[খ] বুধ
[গ] শুক্র
[ঘ] পৃথিবী
▨ ওড়িশার দামোনজরি কি কারণে বিখ্যাত ?
[ক] এলুমিনিয়াম ফ্যাক্টরি
[খ] লৌহ-ইস্পাত শিল্প
[গ] গ্রাফাইট প্রস্তুতি
[ঘ] অভ্র শিল্প
▨ নিম্নের কোন বই থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান সম্পর্কে জানা যায় ?
[ক] নীলদর্পন
[খ] গীতাঞ্জলি
[গ] প্রিয়দর্শিকা
[ঘ] আনন্দমঠ
▨ নিম্নের কোনটি ভারতের শীতলতম স্থান ?
[ক] দ্রাস
[খ] শ্রীনগর
[গ] অমরনাথ
[ঘ] লেহ
▨ বার্মা ভারত থেকে পৃথক হয় কোন সালে ?
[ক] ১৯৩০ সালে
[খ] ১৯২৫ সালে
[গ] ১৯৩৭ সালে
[ঘ] ১৯৩৫ সালে
▨ কোন স্থানকে ভারতের রূঢ় বলা হয় ?
[ক] হাওড়া
[খ] কলকাতা
[গ] দুর্গাপুর
[ঘ] বর্ধমান
▨ "বিষের বাঁশি" - কার লেখা ?
[ক] যতিন্দ্রনাথ সেনগুপ্ত
[খ] মোহিতলাল মজুমদার
[গ] বিহারিলাল চক্রবর্তী
[ঘ] কাজী নজরুল ইসলাম
▨ টি-২০ ক্রিকেটে ৪০০টি উইকেট নেওয়া কনিষ্ঠতম বোলার হলেন কে ?
[ক] ইমরান তাহির
[খ] রশিদ খান
[গ] সুনীল নারিন
[ঘ] ডয়েন ব্র্যাভো
▨ নিম্নের কোন স্থানের উপনাম অর্কিডের শহর ?
[ক] কার্শিয়াং
[খ] আসানসোল
[গ] রানীগঞ্জ
[ঘ] কলকাতা
▨ নিম্নের কোন মৌলের একটি আকরিকের নাম গ্যালেনা ?
[ক] লেড
[খ] আয়রন
[গ] নিকেল
[ঘ] কপার
▨ ভারতের প্রথম বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট এবং স্টাম্পস তৈরি করলো কোন রাজ্য সরকার ?
[ক] অন্ধ্রপ্রদেশ
[খ] ত্রিপুরা
[গ] আসাম
[ঘ] জম্মু-কাশ্মীর
▨ লোনাক হিমবাহ নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[ক] লাদাখ
[খ] জম্মু-কাশ্মীর
[গ] সিকিম
[ঘ] উত্তরাখন্ড
▨ স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় ?
[ক] রবীন্দ্রনাথ
[খ] রামমোহন
[গ] বঙ্কিমচন্দ্র
[ঘ] বিদ্যাসাগর
▨ "প্রিন্সপিলস অফ পলিটিক্যাল ইকোনমি" - এর লেখক কে ?
[ক] জন স্টুয়ার্ট মিল
[খ] মিলটন ফ্রেডম্যান
[গ] ডেভিড রিকার্ডো
[ঘ] জোসেফ স্কুম্পটার
▨ মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত ?
[ক] ভারত ও সুমাত্রা
[খ] ইউরোপ ও আফ্রিকা
[গ] মালয়েশিয়া ও সুমাত্রা
[ঘ] ভারত ও চীন
▨ বোদ বা হিউমাস মাটিতে নিম্নের কোনটি উৎপন্ন হয় ?
[ক] ধান
[খ] আম
[গ] তরমুজ
[ঘ] চা
▨ নিম্নের কোনটিতে পর্ব কান্ড দেখা যায় ?
[ক] বাবলা গাছে
[খ] পদ্মে
[গ] ফনিমনসা
[ঘ] সুন্দরী গাছে
▨ "জয় জওয়ান জয় কিষান" - উক্তিটি প্রবক্তা কে ?
[ক] রাজীব গান্ধী
[খ] লাল বাহাদুর শাস্ত্রী
[গ] জওহরলাল নেহেরু
[ঘ] ইন্দিরা গান্ধী
▨ তবকত-ই-আকবরি - গ্রন্থটি কার লেখা ?
[ক] আব্দুল হামিদ লাহরী
[খ] নিজামউদ্দিন আহমেদ
[গ] আবুল ফজল
[ঘ] গুলবদন বেগম
▨ রক্সওল বিমান বন্দর কোথায় অবস্থিত ?
[ক] উত্তর প্রদেশ
[খ] বিহার
[গ] ঝাড়খন্ড
[ঘ] ওড়িশা
▨ হেলসিঙ্কি কোন দেশের রাজধানী ?
[ক] হার্জেগোভিনা
[খ] তাইওয়ান
[গ] ফিনল্যান্ড
[ঘ] জর্জিয়া
▨ বারিন্দ্র কুমার ঘোষ কত সালে যুগান্তর দল গঠন করেন ?
[ক] ১৯০৩ সালে
[খ] ১৯০৪ সালে
[গ] ১৯০৫ সালে
[ঘ] ১৯০৬ সালে
▨ নিউগিনি দ্বীপটি কোন মহাসাগরের বুকে অবস্থিত ?
[ক] কুমেরু মহাসাগর
[খ] ভারত মহাসাগর
[গ] প্রশান্ত মহাসাগর
[ঘ] সুমেরু মহাসাগর
▨ জাপাভো পর্বত শৃঙ্গ টি কোন রাজ্যে অবস্থিত ?
[ক] মেঘালয়
[খ] নাগাল্যান্ড
[গ] মনিপুর
[ঘ] ত্রিপুরা
▨ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
[ক] নারায়ণ যোশী
[খ] উইলিয়াম জোন্স
[গ] দয়ানন্দ সরস্বতী
[ঘ] সতীশচন্দ্র মুখোপাধ্যায়
▨ মুঘল আমলে সরকারী ভাষা কি ছিল ?
[ক] ফরাসী
[খ] উর্দু
[গ] আরবি
[ঘ] সংস্কৃত
▨ বিহারের ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[ক] চম্বল
[খ] ব্রহ্মপুত্র
[গ] গঙ্গা
[ঘ] মহানদী
▨ চিরহরিৎ অরণ্যের উল্লেখযোগ্য উদ্ভিদ কোনটি ?
[ক] মেহগনি
[খ] সেগুন
[গ] বাঁশ
[ঘ] উপরের সবগুলি
▨ মহাকাশে হাঁটা প্রথম চাইনিজ মহিলা মহাকাশচারী হলেন কে ?
[ক] TASHI YANGJOM
[খ] FEI JUNGLUNG
[গ] WANG YAPING
[ঘ] LIU YANG
▨ শোলাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত ?
[ক] তামাক
[খ] তুলজাত বস্ত্র
[গ] জরির কাজ
[ঘ] কার্পেট শিল্প
▨ "বিরহোর" উপজাতি দেখা যায় কোন রাজ্যে ?
[ক] বিহার
[খ] মধ্য প্রদেশ
[গ] পশ্চিমবঙ্গ
[ঘ] ঝাড়খন্ড
▨ পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
[ক] গ্ৰীনল্যান্ড
[খ] নেদারল্যান্ডস
[গ] আইসল্যান্ড
[ঘ] নিউজিল্যান্ড
▨ ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত ?
[ক] ৭টি
[খ] ৮টি
[গ] ৯টি
[ঘ] ১০টি
▨ ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি ?
[ক] ১৪টি
[খ] ১৫টি
[গ] ১৭টি
[ঘ] ১৮টি
▨ ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয় ?
[ক] ৫১নং ধারাকে
[খ] প্রস্তাবনা কে
[গ] ৪২নং ধারাকে
[ঘ] ৭৩নং ধারাকে
▨ কালিদাস কার সভাকবি ছিলেন ?
[ক] দ্বিতীয় চন্দ্রগুপ্তের
[খ] অশোকের
[গ] কনিষ্কের
[ঘ] বিম্বিসারের
▨ "পাঞ্চেত বাঁধ" কোন নদীর ওপর তৈরি হয়েছে ?
[ক] মুন্ডেশ্বরী
[খ] কোপাই
[গ] রুপনারায়ন
[ঘ] দামোদর
KP জিকে MCQ প্রশ্ন উত্তরের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো
File Details ::
File Name: কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 07
File Size: 260 KB
No comments:
Post a Comment