Breaking




Friday 12 April 2024

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK Question Answers In Bengali PDF

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK Question Answers PDF

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF || Kolkata Police GK Question Answers In Bengali PDF
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF || Kolkata Police GK Question Answers In Bengali PDF
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
তোমরা যারা উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য আমরা আজ নিয়ে হাজির হয়েছি, কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF-টি নিয়ে। যে PDF-টিতে সম্পূর্ণ সিলেবাসকে ভিত্তি করে বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি তোমাদের আজ শেয়ার করছি। 
তোমরা অবশ্যই নীচের প্রশ্ন গুলি ভালোভাবে পড়ো এবং নিজেকে সঠিক ভাবে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুত করে তোল। কারন উক্ত পরীক্ষায় এই বিষয়টি অর্থাৎ জিকে বিষয়টি থেকে বেশি প্রশ্ন আসে। তাই তোমাদের এই বিষয়টিকে একটু বেশি বেশি করে লক্ষ্য দিতে হবে। আমরা তোমাদের সেই সুবিধার জন্য এই PDF-টি শেয়ার করছি। 

কলকাতা পুলিশ জিকে PDF

🔥নিরজ চোপড়া কোন অলিম্পিকে সোনা জিতেছিল ?
Ans :: টোকিও অলিম্পিক

🔥রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans :: ফুটবল

🔥এন. কে. সিং অর্থ কমিশনের কততম চেয়ারম্যান ?
Ans :: ১৫তম

🔥২০২১ সালে কুস্তিতে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছেন ?
Ans :: রবি কুমার দাহিয়া

🔥দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি ?
Ans :: ওনাম

🔥সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
Ans :: নর্মদা

🔥রক্ত জমাট বাঁধতে সাহায্য করে –
Ans :: অণুচক্রিকা

🔥বায়ু শক্তি উৎপাদনের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
Ans :: তামিলনাড়ু

🔥নর্মদাপুরাম শহর কোথায় অবস্থিত ?
Ans :: মধ্যপ্রদেশ

🔥জাতীয় মহিলা দিবস কবে পালিত হয় ?
Ans :: ১৩ই ফেব্রুয়ারি

🔥লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: মণিপুর

🔥আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় ?
Ans :: ১২ই আগস্ট

🔥ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ভারত মোট কতগুলি ODI ম্যাচ খেলেছে ?
Ans :: ১০০০

🔥বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
Ans :: ২২শে মার্চ

🔥হিমালয়ের পূর্বভাগ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
Ans :: ব্রহ্মপুত্র

🔥কে দেশবন্ধু নামে খ্যাত ?
Ans :: চিত্তরঞ্জন দাশ

🔥ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত ?
Ans :: ওড়িশা (চিল্কা হ্রদ)

🔥বাল্বের ফিলামেন্ট কোনটি দ্বারা তৈরি ?
Ans :: টাংস্টেন

🔥CnH2n কার রাসায়নিক ফর্মুলা ?
Ans :: অ্যালকিন

🔥আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে ?
Ans :: ৭টি পর্যায় ও ১৮টি শ্রেণি আছে

🔥মন্ত্রীসভা লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে -এটি কোন ধারায় বর্ণিত রয়েছে ?
Ans :: ৭৫ (৩) ধারায়

🔥রোধাঙ্কের SI একক কি ?
Ans :: ওহম-মিটার

🔥সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?
Ans :: ঋগ্বেদ

🔥পর্যায় সারণির কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থিত ?
Ans :: ১৮

🔥এইডস এর ভাইরাসের নাম কি ?
Ans :: HIV ভাইরাস

🔥কোষের প্রোটিন এবং ফ্যাট কোনটির অংশ ?
Ans :: প্রোটোপ্লাজম

🔥বিড়ি কোন পাতায় তৈরি হয় ?
Ans :: তামাক পাতায়

🔥তামিলনাড়ুতে কোন পার্টির সরকার রয়েছে ?
Ans :: AIADMK.

🔥Global Wind Report 2022 ভারতের স্থান কত ?
Ans :: চতুর্থ

🔥NABARD এর পুরো নাম কি ?
Ans :: National Bank For Agriculture And Rural Development (ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট)

🔥সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা লঞ্চ করা ম্যাসেঞ্জার অ্যাপটির নাম কি ?
Ans :: ASIGMA ( Army Secure IndiGeneous Messaging Application)

🔥বেঙ্গল টাইগার কোন ধরনের অরণ্যে পাওয়া যায় ?
Ans :: ম্যানগ্রোভ অরণ্য

🔥অষ্টম বারের জন্য বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ ২০২২ কে জিতেছেন ?
Ans :: পঙ্কজ আডবাণী

🔥২০২৩ এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক কোথায় হবে ?
Ans :: মুম্বাই

🔥গঙ্গা নদীর জল কোন ব্যাকটেরিয়ার কারণে দূষিত হচ্ছে ?
Ans :: কলিফর্ম

🔥বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans :: পাঞ্জাব

🔥চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans :: উত্তরপ্রদেশ

🔥পোঙ্গল কোন রাজ্যের উৎসব ?
Ans :: তামিলনাড়ু

🔥কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন ?
Ans :: অষ্টম

🔥দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পেশায় কি ছিলেন ?
Ans :: আইনজীবী

🔥পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক্স কে ?
Ans :: দেবেন্দ্র ঝাঝারিয়া

🔥পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কবে ‘Twenty Point Programme’ চালু হয় ?
Ans :: ১৯৭৫ সালে

🔥কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
Ans :: কর্ণাটক

🔥হর্নবিল উৎসব কোথায় পালন করা হয় ?
Ans :: নাগাল্যান্ড

🔥Kala Ghoda Arts উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans :: মহারাষ্ট্র

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তরের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো

File Details :: 

File Name: কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  290 KB


No comments:

Post a Comment