Breaking




Friday 12 April 2024

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF || Sources of Indian Constitution in Bengali PDF

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF
ডিয়ার ভারতবাসী,
তোমাদের সঙ্গে আজ আমরা শেয়ার করছি ভারতীয় সংবিধানের উৎস তালিকা PDF ভারতীয় সংবিধানের একটি খুবি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটি সাধারণ জ্ঞানের পাশাপাশি জিকে বিষয়ের ক্ষেত্রে দারুন কাজে আসবে তোমাদের। তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়বে এবং মুখস্থ করে রাখবে।
আমরা পোস্টটি তোমাদের প্রশ্ন আকারে শেয়ার করছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং PDF-টি তালিকা আকারে দিলাম। তোমরা পোস্টটি মুখস্থ করার সঙ্গে সঙ্গে PDF-টিও সংগ্রহ করে রাখবে যে কোন সময় অফলাইনে যাতে পড়তে সুবিধা হয়। 
সুতরাং তোমরা আর কোনো রকম সময়ের অপচয় না করে তাড়াতাড়ি পড়া শুরু করে দাও কারন যত সময় নষ্ট করবে তত পিছিয়ে পড়বে তোমরা। 

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ? 
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের প্রধানমন্ত্রী কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের শক্তিশালী নিম্ন কক্ষ কোন দেশের সংবিধান থেকে গৃহীত ? 
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের লোকসভার স্পিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আয়ারল্যান্ড

 ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আয়ারল্যান্ড

 ভারতীয় সংবিধানের রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- আয়ারল্যান্ড

 ভারতীয় সংবিধানের ন্যায় বিচার কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- সোভিয়েত রাশিয়া

 ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- সোভিয়েত রাশিয়া

 ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- সোভিয়েত রাশিয়া

 ভারতীয় সংবিধানের রাজ্যপাল কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- ভারত শাসন আইন, ১৯৩৫

 ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- ভারত শাসন আইন, ১৯৩৫

 ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- ভারত শাসন আইন, ১৯৩৫

 ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- অস্ট্রেলিয়া

 ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- অস্ট্রেলিয়া

 ভারতীয় সংবিধানের যৌথ অধিবেশন কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- অস্ট্রেলিয়া

 ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- কানাডা

 ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- কানাডা

 ভারতীয় সংবিধানের জরুরী অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- জার্মানি

 ভারতীয় সংবিধানের জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- জার্মানি

 ভারতীয় সংবিধানের সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- জাপান

 ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
Ans :- দক্ষিণ আফ্রিকা

 ভারতীয় সংবিধানের লোকপাল বিল কোন দেশের সংবিধান থেকে গৃহীত ? 
Ans :- সুইডেন

সংবিধানের বিভিন্ন উৎস PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  120 KB


No comments:

Post a Comment