পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নতুন ভ্যাকেন্সি লিস্ট 2024 || WBP Constable New Vacancy List 2024
সুপ্রিয় বন্ধুরা,
গত কয়েকদিন আগে ১০,২২৫টি শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার আবেদন পর্ব আজ থেকে শুরু হচ্ছে। এখন বিষয় হচ্ছে গত কাল বোর্ড এর পক্ষ থেকে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে শূন্যপদের বাড়ানো হয়। যেটা সকল আবেদন কারীর জন্য খুবই খুশির খবর কিন্তু একটা খারাপ খবরও এর মধ্যে আছে সেটা হল, জেনারেল দের সিট সংখ্যা অনেকটাই কমানো হয়েছে।
এখন আমরা নীচে সেই সিট সংখ্যা আগে কত ছিল এবং এখন কত করা হয়েছে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করছি।
বিজ্ঞপ্তি নং :: WBPRB/NOTICE – 2024/16 (CONS._WBP_24)
অনলাইনে আবেদন করা যাবে :: ৭ই মার্চ ২০২৪ থেকে ৫ই এপ্রিল ২০২৪ পর্যন্ত
মোট শূন্যপদ :: ১১,৭৪৯টি যেটা আগে ছিল ১০,২৫৫টি অর্থাৎ ১৪৯৪টি সিট বাড়ানো হয়েছে।
শূন্যপদের বিন্যাস ::
কনস্টেবল - ৮২১২টি যেটা আগে ছিল ৭২২৮টি অর্থাৎ ৯৮৪টি সিট বাড়াবো হয়েছে।
লেডি কনস্টেবল - ৩৫৩৭টি যেটা আগে ছিল ৩০২৭টি অর্থাৎ ৫১০টি সিট বাড়ানো হয়।
জেনারেল দের সিট সংখ্যা :: আগের নোটিশে জেনারেল দের সিট সংখ্যা ছিলো ১৭৩৪টি যেটা বাদ দিয়ে করা হয়েছে ১২০০টি অর্থাৎ ৫৩৪টি সিট কমানো হয়েছে। যার মধ্যে কনস্টেবল পদের জন্য ৩৮৪টি এবং লেডি কনস্টেবল পদের জন্য ১৫০টি সিট কমানো হয়েছে।
শূন্যপদের পূর্ণাঙ্গ বিবরণ নীচে দেওয়া হল –
![]() |
শূন্যপদের পূর্ণাঙ্গ বিবরণ |
আরও পড়ুন - পঞ্চায়েতের ফর্ম পূরণ করার পদ্ধতি
No comments:
Post a Comment