Breaking




Thursday, 29 February 2024

PSC ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট 2024 PDF || PSC Food SI Bengali Practice Set Part :: 13

PSC ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট 2024 PDF || PSC Food SI Bengali Practice Set Part :: 13

PSC ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট, পর্ব-১৩
PSC ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট, পর্ব-১৩
সুপ্রিয় বন্ধুরা,
আজ আবার তোমাদের জন্য নিয়ে হাজির গেলাম PSC ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট 2024 এই পোস্টটি নিয়ে। আমরা এই মিনি সেটের ১৩ নম্বর পর্বটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তোমাদের কাছ থেকে এই সেট গুলির জন্য দারুন প্রতিক্রিয়া পেয়েছি, তাই আমরা প্রতিদিন দেবার চেষ্টা করে থাকি।
তাই বন্ধুরা তোমাদের হাতে যেহেতু বেশিদিন সময় নেই সেহেতু দেরি না করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও।

ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট, পর্ব-১৩

01. হাওয়া মহল কোথায় অবস্থিত ?
[A] মাদুরাই
[B] মুসৌরি
[C] আলীগড়
[D] জয়পুর 

02. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় ?
[A] ইউরেনাস
[B] বৃহস্পতি 
[C] নেপচুন
[D] মঙ্গল

03. Badminton Asia Team Championships 2024 জিতলো কোন দেশের মহিলা টিম ?
[A] ডেনমার্ক
[B] ভারত 
[C] থাইল্যান্ড
[D] ইন্দোনেশিয়া

04. ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন ?
[A] চাণক্য
[B] সমুদ্রগুপ্ত
[C] কালিদাস 
[D] বাল্মীকি

05. ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটির লেখক কে ?
[A] সরোজিনী নাইডু
[B] জহরলাল নেহেরু
[C] অমৃতা প্রীতম
[D] আবুল কালাম আজাদ 

06. ৫ সেকেন্ডের ভিডিও বানানোর জন্য "Lumiere" নামে AI টুল লঞ্চ করলো কে ?
[A] GOOGLE 
[B] REMINI
[C] MICROSOFT
[D] META

07. গঙ্গার একটি ডানদিকের উপনদীর নাম কি ?
[A] শোন 
[B] কোশী
[C] রামগঙ্গা
[D] মহানন্দা

08. ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশ
[B] তামিলনাড়ু
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক 

09. জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশ ?
[A] ভারত
[B] দক্ষিণ কোরিয়া
[C] রাশিয়া
[D] জার্মানি 

10. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] কৃষ্ণা
[B] গঙ্গা
[C] শিপ্রা 
[D] সরস্বতী

11. এক ব্যাক্তি তার মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, ¼ অংশ 8% হারে এবং বাকি অংশ 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তাঁর মূলধন কত ছিল ?
[A] 6600 টাকা 
[B] 6000 টাকা
[C] 5400 টাকা
[D] 7200 টাকা

12. 12 কেজি চিনির মূল্য,6 কেজি চালের মূল্যের সমান। 10 কেজি চিনি ও 8 কেজি চালের মিলিত মূল্য 1040 টাকা। 1 কেজি চিনির মূল্য কত ?
[A] 80 টাকা
[B] 70 টাকা
[C] 60 টাকা
[D] 40 টাকা 

13. 88935 সংখ্যাটির সঙ্গে কোন সংখ্যা গুণ বা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যাতে পরিণত হবে ?
[A] 3
[B] 5
[C] 15 
[D] উপরের কোনটিই নয়

14. এক ব্যক্তি 5 দিনে 100 টি আঙ্গুর খায়। প্রতিদিন সে পূর্বের দিনের তুলনায় 6 টি আঙ্গুর বেশি খায়। প্রথম দিন সে ক'টি আঙ্গুর খেয়েছিল ?
[A] 8 
[B] 12
[C] 54
[D] 76

15. X বস্তুর মূল্য প্রতি বছর 40 টাকা করে বাড়ে এবং Y বস্তুর মূল্য প্রতি বছর 15 টাকা করে বাড়ে।  যদি 1998 সালে X এবং Y বস্তুর মূল্য যথাক্রমে 420 টাকা ও 630 টাকা হয় তবে কোন বছরে X বস্তুর মূল্য Y বস্তুর মূল্য অপেক্ষা 40 টাকা বেশি হবে ?
[A] 2007
[B] 2008 
[C] 2009
[D] 2010

16. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয়, তা মূল সংখ্যা থেকে 18 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 8। সংখ্যাটির তিনগুণ এর মান কত ?
[A] 159
[B] 78
[C] 105 
[D] 109

17. 74 কে দুটি অংশে এমনভাবে বিভক্ত করা হোল যাতে করে প্রথম অংশের 5 গুন এবং দ্বিতিয় অংশের 11 গুনের সমষ্টি হয় 454।  অংশ দুটির মান কত ?
[A] 14,60
[B] 60,14 
[C] 30,44
[D] উপরের কোনটি নয়

18. একটি ব্যাগে সমান সংখ্যক 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা আছে। যদি ব্যাগের মধ্যে 22.50 টাকা থাকে তবে প্রতিটি মুদ্রার সংখ্যা কত ?
[A] 30 
[B] 35
[C] 40
[D] 45

19. 1 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তায় ল্যাম্পপোস্ট লাগাতে হবে। রাস্তাটির শুরু এবং শেষে অবশ্যই একটি করে ল্যাম্পপোস্ট থাকবে। যদি 25 মিটার অন্তর ল্যাম্পপোস্ট গুলো বসানো হয় তবে ল্যাম্পপোস্টের সংখ্যা কটি ?
[A] 41 
[B] 51
[C] 61
[D] 42

20. 60 জন বালক বালিকার মধ্যে 43.50 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে প্রত্যেক বালক 75 পয়সা এবং প্রত্যেক বালিকা 60 পয়সা পায়।  বালিকার সংখ্যা নির্ণয় করো।
[A] 15
[B] 12
[C] 10 
[D] 8

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-১৩ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details :: 

File Name: Food SI Practice Set Part :: 13

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  242 KB  



No comments:

Post a Comment