PSC ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট 2024 PDF || PSC Food SI Bengali Practice Set Part :: 12
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের Food SI পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করেছি, বই, মক টেস্ট, প্র্যাকটিস সেট, প্রশ্ন উত্তর থেকে শুরু করে আরও অনেক রকম ভাবে। তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের একটি অন্যতম প্রয়াস হল, PSC ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি। যে পোস্টের মধ্যে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর দিয়ে থাকি, যাতে তোমরা একটু একটু করে নিজেকে প্রস্তুত করে তুলতে পারো।
তাই দেরি না করে এই সিরিজের ১২ নম্বর সেটটি খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও।
ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট 2024
01. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় ?
[A] গ্লুকাগন
[B] ইনসুলিন
[C] গ্যাস্ট্রিন
[D] ইস্ট্রোজেন
02. নিচের কোনটি উদ্ভিদ হরমোনের প্রকার ?
[A] ইথিলিন
[B] জিব্বেরেলিন
[C] অক্সিন
[D] উপরের সবগুলি
03. বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করছে কে ?
[A] দুবাই
[B] লন্ডন
[C] টোকিও
[D] বেজিং
04. বংশগতির জনক কে ?
[A] মেন্ডেল
[B] মেন্ডেলিফ
[C] ল্যামার্ক
[D] বেনেডেন
05. ঋগবেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল ?
[A] ইন্দ্র
[B] অগ্নি
[C] সাবিত্রী
[D] ঊষা
06. K.P.P. Nambiar Award জিতলেন কে ?
[A] কে. সিভান
[B] সতীশ রেড্ডি
[C] এস. সোমনাথ
[D] সমিধ সরকার
07. বিগ বেন নামক বিরাট ঘড়িটি নিম্নের কোথায় অবস্থিত ?
[A] মুম্বাই
[B] প্যারিস
[C] নিউজিল্যান্ড
[D] ইংল্যান্ড
08. গ্রীন বুক - কোন দেশের গুরুত্বপূর্ণ নথি ?
[A] নেদারল্যান্ড
[B] ইরান
[C] জাপান
[D] ফ্রান্স
09. কোন দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণ নীতি ঘোষণা করলো ইরান সরকার ?
[A] শ্রীলঙ্কা
[B] ভারত
[C] থাইল্যান্ড
[D] বাংলাদেশ
10. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হল ?
[A] রাজস্থান
[B] মহারাষ্ট্র
[C] উত্তর প্রদেশ
[D] মধ্যপ্রদেশ
11. যখন কোন ভগ্নাংশের লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করা হয় তখন তার মান হয় 4। আবার যখন লব ও হর উভয়ের থেকে 1 বিয়োগ করা হয়, তখন তার মান হয় 7। মূল ভগ্নাংশের লবের মান কত ?
[A] 2
[B] 3
[C] 7
[D] 15
12. দুটি সংখ্যার যোগফল 15 এবং তাদের বর্গের যোগফল 113। সংখ্যা দুটির গুণফল কত ?
[A] 48
[B] 54
[C] 56
[D] 50
13. একটি শ্রেণীতে ছাত্ররা যদি 4টি সারিতে বসে, তবে 2 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। আবার যদি ছাত্ররা 3টি সারিতে বসে, তবে 9 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ? (ধরে নাও, প্রতিটি সারিতে সমান সংখ্যক ছাত্র বসে)
[A] 7
[B] 26
[C] 30
[D] 34
14. দুটি সংখ্যার যোগফল 16 এবং গুনফল 55। তাদের অনোন্যক এর যোগফল কত ?
[A] 27/55
[B] 16/55
[C] 37/45
[D] 38/85
15. একটি সংখ্যার তিনগুণ ও 7 গুণ এর পার্থক্য 36। সংখ্যাটি কত ?
[A] 18
[B] 12
[C] 9
[D] 6
16. যদি কোন একটি সংখ্যার 2/3 অংশ, সংখ্যাটির 7/3 অংশের থেকে বিয়োগ করা হয় তবে বিয়োগফল, সংখ্যাটির তুলনায় 2 বেশি হয়। সংখ্যাটি কত ?
[A] 42
[B] 21
[C] 9
[D] 3
17. কোন একটি ভোটে দুজন প্রতিদ্বন্দী আছেন। প্রাপ্ত ভোটের 1/6 অংশ ভোট বাতিল হয়ে যায়। প্রথম প্রতিদ্বন্দী, বৈধ ভোটের 8/15 অংশ এবং দ্বিতীয় প্রতিদ্বন্দী 4900 টি ভোট পান। কতজন ভোটার ভোট দিয়েছিলেন ?
[A] 10,500
[B] 11,800
[C] 12,600
[D] 14,200
18. আমের কেনা দামের 20% কম করার পর একজন ব্যক্তি 15 টাকায় আরো 12 টি বেশি আম কিনতে পারে। দাম কমানোর পূর্বে প্রতিটি আমের কেনা দাম কত ছিল ?
[A] 30.25 পয়সা
[B] 31.05 পয়সা
[C] 21.25 পয়সা
[D] 31.25 পয়সা
19. এক ব্যক্তি তিন লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনে তার 25 % জমি বিক্রি করলেন 25% ক্ষতিতে এবং 40 শতাংশ জমি 25% লাভে বিক্রি করলেন। সামগ্রিক 15% লাভ করতে হলে তাকে অবশিষ্ট জমি বিক্রি করতে হবে কত টাকায় ?
[A] 1,45,000 টাকা
[B] 1,34,500 টাকা
[C] 1,38,750 টাকা
[D] 1,37,500 টাকা
No comments:
Post a Comment