Breaking




Wednesday, 11 September 2024

PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2024 PDF | WBPSC Miscellaneous Practice Set-03

PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2024 PDF | WBPSC Miscellaneous Practice Set-03

PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2024 PDF
PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2024 PDF
ডিয়ার স্টুডেন্ট,
আজ আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2024 PDF এই পোস্টটি নিয়ে। যে সেটটি আমরা খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটটির মধ্যে আমরা ১০টি জেনারেল স্টাডিজ এবং ১০টি গনিত প্রশ্ন উত্তর দিয়েছি, যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আর দেরি না করে অবিলম্বে প্রশ্ন গুলি প্র্যাকটিস করে নাও।

PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2024

01. বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয় ?
[A] 23 অক্টোবর
[B] 22 অক্টোবর
[C] 25 অক্টোবর
[D] 24 অক্টোবর 

02. নিম্নের কোন শহরকে উৎসবের শহর বলা হয় ?
[A] নাগপুর
[B] বারাণসী
[C] জয়পুর
[D] মাদুরাই 

03. Indian Olympic Association-এর CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] সঞ্জয় সিং
[B] রঘুরাম আইয়ার 
[C] পি. দর্জি
[D] মৃণাল ভট্ট

04. ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত ?
[A] প্রথম
[B] দ্বিতীয় 
[C] তৃতীয়
[D] চতুর্থ

05. 2023 Kuvempu Award জিতলেন কোন বাঙালি লেখক ?
[A] শীর্ষেন্দু মুখোপাধ্যায় 
[B] সমরেশ মজুমদার
[C] চিন্ময় গুহ
[D] চন্দ্রিল ভট্টাচার্য্য

06. ২০২৪ অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি ?
[A] 12th Fail 
[B] Jawan
[C] Animal
[D] Bagha Jatin

07. উত্তর-পশ্চিম ভারতে কোন পর্বতমালা অবস্থিত ?
[A] আরাবল্লী 
[B] বিন্ধ্যাঞ্চল
[C] হিন্দুকুশ
[D] সাতপুরা

08. স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় ?
[A] বিদ্যাসাগর 
[B] রবীন্দ্রনাথ
[C] বঙ্কিমচন্দ্র
[D] রামমোহন

09. নিম্নের কোনটিতে পর্ণ কান্ড দেখা যায় ?
[A] ফনিমনসা 
[B] বাবলা গাছে
[C] সুন্দরী গাছে
[D] পদ্মে

10. পতঙ্গ সম্পর্কিত পড়াশোনা কে কি বলে ?
[A] ইকোলজি
[B] ইটিমোলজি
[C] এন্টোমোলজি 
[D] এনথ্রোলজি

11. ক্রিকেট খেলায় বুলবুল,টিয়া ও এনামূল সর্বমোট 280 রান করলো। বুলবুল ও টিয়ার রানের অনুপাত 2:3, টিয়া ও এনামূলের রানের অনুপাত 3:2 হলে প্রত্যেকে কে কত রান করে ?
[A] 90,100,90
[B] 80,120,80 
[C] 60,90,120
[D] 100,80,100

12. একজন ভদ্রলোক একটি আয়তকার মাঠের কর্ণ বরাবর 20 মি. হাঁটলেন,যদি মাঠটির দৈর্ঘ্য 16 মি. হয়,তাহলে প্রস্থ-
[A] 12 মি. 
[B] 16 মি.
[C] 8 মি.
[D] তথ্য অসুম্পূর্ণ

13. 726 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 হলে, বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত ?
[A] 33 মি.,22 মি. 
[B] 30 মি.,20 মি.
[C] 45 মি.,30 মি.
[D] তথ্য অসুম্পূর্ণ

14. একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 4 মি. এবং কর্ণ 5 মি. হলে,আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
[A] 15 বর্গ মি.
[B] 12 বর্গ মি. 
[C] 45 বর্গ মি.
[D] 20 বর্গ মি.

15. রমেনবাবু তার স্ত্রীর চেয়ে 4 বছরের বড় এবং কন্যার তিনগুণ বয়সি।দশ বছর পরে যদি রমেনবাবুর তার কন্যার দ্বিগুণ বয়সি হয়,তবে তাদের কন্যার এখন কত বয়স হবে ?
[A] 14 বছর 
[B] 13 বছর
[C] 15 বছর
[D] 16 বছর

16. 8 জন লোকের দৈনিক গড় আয় 13.20 টাকা। আরোও 14 জন লোকের দৈনিক গড় আয় 12.10 টাকা; 22 জন লোকের দৈনিক গড় আয় কত ?
[A] 12 টাকা
[B] 13 টাকা
[C] 13.25 টাকা
[D] 12.50 টাকা 

17. একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে,বাগানটির কর্ণের দৈর্ঘ্য -
[A] 16 মিটার
[B] 32 মিটার 
[C] 20 মিটার
[D] 17 মিটার

18. দুটি সংখ্যার গুনফল 4032; তাদের গ.সা.গু. 12 হলে ল.সা.গু. নির্ণয় করুন -
[A] 340
[B] 336 
[C] 346
[D] 330

19. দুটি সংখ্যার অনুপাত 3:4; তাদের ল.সা.গু. 84 ; বড় সংখ্যাটি হবে -
[A] 28 
[B] 25
[C] 21
[D] 29

20. তিন অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে 15 এবং 1800,সংখ্যা জোড়া কত ?
[A] 180,300
[B] 150,300
[C] 120,225 
[D] 150,180

মিসলেনিয়াস প্র্যাকটিস সেট ২০২৪ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment