প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা [1950-2024] || Republic Day Chief Guest of India
বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করছি, প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত ভারতের প্রজাতন্ত্র দিবসের সমস্ত অথিতিদের নাম এবং তিনি কোন পদে আছেন সেই সম্পর্কিত তথ্য। যে তথ্য গুলি তোমাদের আগত সকল পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের উত্তর গুলি দিতে সাহায্য করবে। তাই আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকাটি মুখস্ত করে নাও।
প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা
| সাল | অতিথি |
|---|---|
| 1950 | ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ |
| 1951 | নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ |
| 1952 | No Invitation |
| 1953 | No Invitation |
| 1954 | ভুটানের রাজা জিগমে দোরজি ওয়াংচুক |
| 1955 | পাকিস্তানের গভর্নর-জেনারেল মালিক গোলাম মুহাম্মদ |
| 1956 | যুক্তরাজ্যের চ্যান্সেলর রাব বাটলার, জাপানের প্রধান বিচারপতি কোতারো তানাকা |
| 1957 | No Invitation |
| 1958 | চীনের মার্শাল ইয়ে জিয়ান্য়িং |
| 1959 | No Invitation |
| 1960 | সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ক্লিমেন্ট ভোরোশিলভ |
| 1961 | যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ |
| 1962 | No Invitation |
| 1963 | কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক |
| 1964 | যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লর্ড লুই মাউন্টব্যাটেন |
| 1965 | পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী রানা আবদুল হামিদ |
| 1966 | No Invitation |
| 1967 | No Invitation |
| 1968 | সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো |
| 1969 | বুলগেরিয়ার প্রধানমন্ত্রী টোডোর ঝিভকভ |
| 1970 | No Invitation |
| 1971 | তানজানিয়ার রাষ্ট্রপতি জুলিয়াস নিয়েরেরে |
| 1972 | মরিশাসের প্রধানমন্ত্রী সিউসাগুর রামগুলাম |
| 1973 | জাইরের রাষ্ট্রপতি মোবুটু সেসে সেকো |
| 1974 | যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়িকে |
| 1975 | জাম্বিয়ার রাষ্ট্রপতি কেনেথ কাউন্ডা |
| 1976 | ফ্রান্সের প্রধানমন্ত্রী জাক শিরাক |
| 1977 | পোল্যান্ডের মুখ্য সচিব এডওয়ার্ড গিয়েরেক |
| 1978 | আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি প্যাট্রিক হিলারি |
| 1979 | অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেসার |
| 1980 | ফ্রান্সের রাষ্ট্রপতি ভালেরি জিস্কার দেস্তাঁ |
| 1981 | মেক্সিকোর রাষ্ট্রপতি হোসে লোপেজ পোর্তিলো |
| 1982 | স্পেনের রাজা প্রথম জুয়ান কার্লোস |
| 1983 | নাইজেরিয়ার রাষ্ট্রপতি শেহু শাগারি |
| 1984 | ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক |
| 1985 | আর্জেন্টিনার রাষ্ট্রপতি রাউল আলফোনসিন |
| 1986 | গ্রীসের প্রধানমন্ত্রী আন্দ্রিয়াস পাপান্দ্রিউ |
| 1987 | পেরুর রাষ্ট্রপতি অ্যালান গার্সিয়া |
| 1988 | শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জুনিয়াস জয়বর্ধনে |
| 1989 | ভিয়েতনামের সাধারণ সচিব গুঁয়েন ভান লিন |
| 1990 | মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুদ জুগনাথ |
| 1991 | মালদ্বীপের রাষ্ট্রপতি মাউমুন আবদুল গায়ুম |
| 1992 | পর্তুগালের রাষ্ট্রপতি মারিও সোয়ারেস |
| 1993 | যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জন মেজর |
| 1994 | সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী গো চক তং |
| 1995 | দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা |
| 1996 | ব্রাজিলের রাষ্ট্রপতি ফেরনান্দো হেনরিক কার্ডসো |
| 1997 | ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী বাসদেও পান্ডে |
| 1998 | ফ্রান্সের রাষ্ট্রপতি জাক শিরাক |
| 1999 | নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব |
| 2000 | নাইজেরিয়ার রাষ্ট্রপতি ওলুসেগুন ওবাসাঞ্জো |
| 2001 | আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলাজিজ বুতেফ্লিকা |
| 2002 | মরিশাসের রাষ্ট্রপতি কাসাম উতীম |
| 2003 | ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ খাতামি |
| 2004 | ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দ্য সিলভা |
| 2005 | ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক |
| 2006 | সৌদি আরবের রাজা আবদুল্লা বিন আবদুলাজিজ আল-সৌদ |
| 2007 | রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন |
| 2008 | ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলা সার্কোজি |
| 2009 | কাজাখস্তানের রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ |
| 2010 | দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লী মিউং বাক |
| 2011 | ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুশিলো বামবাং যুধন্য |
| 2012 | থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা |
| 2013 | ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক |
| 2014 | জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে |
| 2015 | যুক্তরাজ্যের রাষ্ট্রপতি বারাক ওবামা |
| 2016 | ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলঁদ |
| 2017 | সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহম্মদ বিন জৈদ আল নাহিয়ান |
| 2018 | ব্রুনাই এর সুলতান হাসসানাল বলকিয়াহ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো, লাওসের প্রধানমন্ত্রী থোঙলূন সিসৌলিথ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, মায়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, ফিলিপাইনের রাষ্ট্রপতি রড্রিগো দূতেরতে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রযুত চান-ও-চা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন সুয়ান ফুক |
| 2019 | দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা |
| 2020 | ব্রাজিলের জাইর বলসোনারো |
| 2021 | No Chief guest due to COVID-19 pandemic |
| 2022 | No Chief guest due to COVID-19 pandemic |
| 2023 | ইজিপ্টের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি |
| 2024 | ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন |
প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:
Post a Comment