Breaking




Friday, 26 January 2024

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা [1950-2024]

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা [1950-2024] || Republic Day Chief Guest of India

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি
প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা
বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করছি, প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত ভারতের প্রজাতন্ত্র দিবসের সমস্ত অথিতিদের নাম এবং তিনি কোন পদে আছেন সেই সম্পর্কিত তথ্য। যে তথ্য গুলি তোমাদের আগত সকল পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের উত্তর গুলি দিতে সাহায্য করবে। তাই আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকাটি মুখস্ত করে নাও। 

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা

সাল অতিথি
1950 ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ
1951 নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ
1952 No Invitation
1953 No Invitation
1954 ভুটানের রাজা জিগমে দোরজি ওয়াংচুক
1955 পাকিস্তানের গভর্নর-জেনারেল মালিক গোলাম মুহাম্মদ
1956 যুক্তরাজ্যের চ্যান্সেলর রাব বাটলার,
জাপানের প্রধান বিচারপতি কোতারো তানাকা
1957 No Invitation
1958 চীনের মার্শাল ইয়ে জিয়ান্‌য়িং
1959 No Invitation
1960 সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ক্লিমেন্ট ভোরোশিলভ
1961 যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ
1962 No Invitation
1963 কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক
1964 যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লর্ড লুই মাউন্টব্যাটেন
1965 পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী রানা আবদুল হামিদ
1966 No Invitation
1967 No Invitation
1968 সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন,
 যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো
1969 বুলগেরিয়ার প্রধানমন্ত্রী টোডোর ঝিভকভ
1970 No Invitation
1971 তানজানিয়ার রাষ্ট্রপতি জুলিয়াস নিয়েরেরে
1972 মরিশাসের প্রধানমন্ত্রী সিউসাগুর রামগুলাম
1973 জাইরের রাষ্ট্রপতি মোবুটু সেসে সেকো
1974 যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো,
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়িকে
1975 জাম্বিয়ার রাষ্ট্রপতি কেনেথ কাউন্ডা
1976 ফ্রান্সের প্রধানমন্ত্রী জাক শিরাক
1977 পোল্যান্ডের মুখ্য সচিব এডওয়ার্ড গিয়েরেক
1978 আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি প্যাট্রিক হিলারি
1979 অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেসার
1980 ফ্রান্সের রাষ্ট্রপতি ভালেরি জিস্কার দেস্তাঁ
1981 মেক্সিকোর রাষ্ট্রপতি হোসে লোপেজ পোর্তিলো
1982 স্পেনের রাজা প্রথম জুয়ান কার্লোস
1983 নাইজেরিয়ার রাষ্ট্রপতি শেহু শাগারি
1984 ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক
1985 আর্জেন্টিনার রাষ্ট্রপতি রাউল আলফোনসিন
1986 গ্রীসের প্রধানমন্ত্রী আন্দ্রিয়াস পাপান্দ্রিউ
1987 পেরুর রাষ্ট্রপতি অ্যালান গার্সিয়া
1988 শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জুনিয়াস জয়বর্ধনে
1989 ভিয়েতনামের সাধারণ সচিব গুঁয়েন ভান লিন
1990 মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুদ জুগনাথ
1991 মালদ্বীপের রাষ্ট্রপতি মাউমুন আবদুল গায়ুম
1992 পর্তুগালের রাষ্ট্রপতি মারিও সোয়ারেস
1993 যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জন মেজর
1994 সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী গো চক তং
1995 দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা
1996 ব্রাজিলের রাষ্ট্রপতি ফেরনান্দো হেনরিক কার্ডসো
1997 ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী বাসদেও পান্ডে
1998 ফ্রান্সের রাষ্ট্রপতি জাক শিরাক
1999 নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব
2000 নাইজেরিয়ার রাষ্ট্রপতি ওলুসেগুন ওবাসাঞ্জো
2001 আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলাজিজ বুতেফ্লিকা
2002 মরিশাসের রাষ্ট্রপতি কাসাম উতীম
2003 ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ খাতামি
2004 ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দ্য সিলভা
2005 ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক
2006 সৌদি আরবের রাজা আবদুল্লা বিন আবদুলাজিজ আল-সৌদ
2007 রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন
2008 ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলা সার্কোজি
2009 কাজাখস্তানের রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ
2010 দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লী মিউং বাক
2011 ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুশিলো বামবাং যুধন্য
2012 থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা
2013 ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
2014 জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে
2015 যুক্তরাজ্যের রাষ্ট্রপতি বারাক ওবামা
2016 ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলঁদ
2017 সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহম্মদ বিন জৈদ আল নাহিয়ান
2018 ব্রুনাই এর সুলতান হাসসানাল বলকিয়াহ,
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন,
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো,
লাওসের প্রধানমন্ত্রী থোঙলূন সিসৌলিথ,
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক,
মায়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি,
 ফিলিপাইনের রাষ্ট্রপতি রড্রিগো দূতেরতে,
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং,
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রযুত চান-ও-চা,
ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন সুয়ান ফুক
2019 দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা
2020 ব্রাজিলের জাইর বলসোনারো
2021 No Chief guest due to COVID-19 pandemic
2022 No Chief guest due to COVID-19 pandemic
2023 ইজিপ্টের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি
2024 ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment