PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF 2024 || PSC Food Sub Inspector Practice Set PDF 2024
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে WBPSC 2024 -এর Food SI পরীক্ষার দিন প্রকাশ করে দিয়েছে। অতিরিক্ত আবেদনপত্র জমা পড়ার কারণে এই বারের পরীক্ষাটি দুটি দিনে অনুষ্ঠিত হবে। তাই যারা উক্ত পদের জন্য আবেদন করেছো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF 2024 এই পোস্টটি নিয়ে।
যে পোস্টটির মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং নতুন নতুন প্রশ্ন দিয়েছি, যে সেটটি তোমরা প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের একটি অন্যরকম অভিজ্ঞতা তৈরি হবে, তাই আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং PDF-টি সংগ্রহ করে উত্তর গুলি মিলিয়ে নাও।
PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024
01. ভারত ও চীনের সীমারেখার নাম কি ?
[A] ম্যাকমোহন লাইন
[B] র্যাডক্লিফ লাইন
[C] ডুরান্ড লাইন
[D] কোনোটিই নয়
02. "ডেনড্রোফোবিয়া" বলতে কোন সম্পর্কের ভীতি বোঝানো হয় ?
[A] বায়ু ভীতি
[B] আগুন ভীতি
[C] নদী ভীতি
[D] গাছ ভীতি
03. ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
[A] দ্বারকানাথ ঠাকুর
[B] চন্দ্রশেখর দেব
[C] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[D] হেনরি ভিভিয়ান ডিরোজিও
04. পুরুষদের টি-20 ক্রিকেটে দ্রুততম 4000 রান সম্পূর্ণকারী ভারতীয় হলেন কে ?
[A] রুতুরাজ গাইকওয়ার
[B] কে.এল. রাহুল
[C] বিরাট কোহলি
[D] রোহিত শর্মা
05. ভারতকে ভোটে পরাজিত করে UNESCO-এর ভাইস চেয়ার পদ অর্জন করলো কে ?
[A] পাকিস্তান
[B] বাংলাদেশ
[C] ইন্দোনেশিয়া
[D] শ্রীলঙ্কা
06. দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহ রেজিষ্টার করলো কে ?
[A] ভুটান
[B] নেপাল
[C] ভারত
[D] বাংলাদেশ
07. ভারতের সবথেকে নিরাপদ শহরের তকমা পেল কে ?
[A] কলকাতা
[B] বেঙ্গালুরু
[C] চেন্নাই
[D] দিল্লি
08. মানব দেহের কোন অংশে টিবিয়া নামক হাড় থাকে ?
[A] মাথার খুলি
[B] পা
[C] মুখ
[D] হাত
09. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
[A] 6 এপ্রিল
[B] 7 এপ্রিল
[C] 8 এপ্রিল
[D] 9 এপ্রিল
10. নিষেক ছাড়া ফল সৃষ্টি হওয়াকে কী বলে ?
[A] অপুংজনি
[B] পুংজনি
[C] অঙ্গজ জনন
[D] অযৌন জনন
11. "ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন" এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
[A] দ্য হেগ
[B] ম্যানিলা
[C] জেনেভা
[D] ওয়াশিংটন ডিসি
12. ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য কত ছিল ?
[A] 389
[B] 310
[C] 304
[D] 300
13. কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন ?
[A] স্বরাষ্ট্রমন্ত্রী
[B] রাষ্ট্রপতি
[C] লোকসভা
[D] সংসদ
14. বক্সা জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] হরিয়ানা
[C] পশ্চিমবঙ্গ
[D] নাগাল্যান্ড
15. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ?
[A] লিভার
[B] কিডনী
[C] চামড়া
[D] হৃদপিন্ড
16. নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস -এর উদাহরণ ?
[A] মনিটর
[B] প্রিন্টার
[C] কি-বোর্ড
[D] স্পিকার
17. সুমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক ?
[A] কম
[B] বেশি
[C] উভয়েই সমান
[D] জলের ঘনত্বের উপর নির্ভরশীল
18. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ?
[A] পারদ
[B] LPG
[C] শুষ্ক বরফ
[D] প্লাজমা
19. কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় ?
[A] 1889 সালে
[B] 1876 সালে
[C] 1878 সালে
[D] 1875 সালে
20. ভারতের গভীরতম বন্দর কোনটি ?
[A] হলদিয়া
[B] কোচি
[C] কান্ডালা
[D] বিশাখাপত্তনম
21. শ্রীনিরপেক্ষ কার ছদ্মনাম ?
[A] আনন্দ বাগচী
[B] অরবিন্দ গুহ
[C] কালিদাস রায়
[D] অমিতাভ চৌধুরী
22. ছৌ নৃত্য কোন জেলার সংস্কৃতি ?
[A] নদিয়া
[B] বীরভূম
[C] পুরুলিয়া
[D] বাঁকুড়া
23. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী ?
[A] বট
[B] পেয়ারা
[C] আম
[D] ছাতিম
24. আধুনিক কার্টুনের জনক কে ?
[A] উইলিয়াম ডিজনি
[B] মার্টিন কুপার
[C] হেনরিক ইসবেন
[D] কার্ল রিটার
25. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
[A] বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে
[B] বাবার ও রানা সংগ্রামের মধ্যে
[C] বাবর ও তৈমুর লং এর মধ্যে
[D] কোনোটিই নয়
26. 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে ?
[A] 27
[B] 34
[C] 17
[D] 19
27. কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
[A] 12
[B] 15
[C] 21
[D] 25
28. এক ব্যক্তি একটি রেডিও 355 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 425 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, রেডিওটির ক্রয়মূল্য কত ?
[A] 375 টাকা
[B] 390 টাকা
[C] 305 টাকা
[D] 385 টাকা
29. 15 টি বস্তুর ক্রয়মূল্য 12 টি বস্তুর বিক্রয়মূল্যের সমান হলে, লাভের শতকরা হার কত হবে ?
[A] 20%
[B] 15%
[C] 25%
[D] 30%
30. 25 জন মানুষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 850 টাকা আয় করে, তাহলে 40 জন মানুষ প্রত্যহ 6 ঘন্টা কাজ করে কত টাকা আয় করবে ?
[A] 1010 টাকা
[B] 1030 টাকা
[C] 1020 টাকা
[D] 1000 টাকা
31. A এর আয় B এর থেকে 10% বেশি হলে, B এর আয় A এর থেকে শতকরা কত কম ?
[A] 9 1/11%
[B] 11 1/9%
[C] 10%
[D] 5%
32. রতন একটি কাজ 18 দিনে শেষ করার জন্য 12 জন লোক নিযুক্ত করল। কিন্তু কাজ শুরু করার 12 দিন পর দেখল মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ যথাসময়ে শেষ করতে আর কতজন লোক নিয়োগ করতে হবে ?
[A] 18 জন
[B] 12 জন
[C] 16 জন
[D] 10 জন
33. দুটি সংখ্যার গুনফল 243 ও একটি সংখ্যা অন্যটির 3 গুণ। বড় সংখ্যাটি কত ?
[A] 18
[B] 27
[C] 19
[D] 36
34. 5 টাকায় 6 টি করে কমলা ক্রয় করে 6 টাকায় 5 টি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
[A] 44
[B] 66
[C] 80
[D] 35
35. রহিম পরীক্ষায় 8 টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরোও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হত ?
[A] 24
[B] 25
[C] 26
[D] 28
36. এক ব্যক্তি 4000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের ওপর সুদের হার কত ?
[A] 15%
[B] 16%
[C] 15.6%
[D] 13.86%
37. একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার ও কর্ণের দৈর্ঘ্য 15 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে ?
[A] 51√5
[B] 50√5
[C] 52√5
[D] 48√5
38. 75 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি/ঘণ্টা গতিতে 60 কিমি/ঘণ্টা বেগে বিপরীত দিক থেকে আসা 100 মিটার লম্বা অপর একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে ?
[A] 6 সেকেন্ডে
[B] 6.4 সেকেন্ডে
[C] 6.5 সেকেন্ডে
[D] 6.3 সেকেন্ডে
39. 12টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, লাভের হার কত ?
[A] 11⅓%
[B] 44⅓%
[C] 33⅓%
[D] 22⅓%
40. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25√2 মিটার তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
[A] 600
[B] 625
[C] 676
[D] 650
41. কোনও দূর্গে 1400 জন মানুষের 28 দিনের খাদ্য আছে। 3 দিন পর 400 জন লোক চলে গেল। তাহলে ওই খাদ্যে বাকি মানিকের আর কতদিন চলবে ?
[A] 29 দিন
[B] 35 দিন
[C] 38 দিন
[D] 45 দিন
42. একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 8:3, এই মিশ্রণে 3 লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 2:1 হবে। মিশ্রণের মোট পরিমাণ কত লিটার ছিল ?
[A] 33
[B] 25
[C] 28
[D] 30
43. 8 জন পুরুষ ও 5 জন মহিলা একটি কাজ একত্রে 6 দিনে করে। 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে একই কাজ 9 দিনে করে। 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কতদিনে করবে ?
[A] 4 দিনে
[B] 3 দিনে
[C] 8 দিনে
[D] 12 দিনে
44. একটি ত্রিভুজের কোণ গুলির অনুপাত 2:1:1 , ত্রিভুজটির প্রকৃতি কেমন ?
[A] সমকোণী ত্রিভুজ
[B] সমবাহু ত্রিভুজ
[C] বিষমবাহু ত্রিভুজ
[D] কোনোটিই নয়
45. সরল সুদে একটি মূলধন 4 বছরে দ্বিগুন হলে, কত বছরে 8 গুন হবে ?
[A] 28
[B] 32
[C] 16
[D] 24
46. পিতা পুত্রের বয়সের অনুপাত 3:2 হলে তাদের বয়সের সমষ্টি কত হতে পারে ?
[A] 921
[B] 166
[C] 200
[D] কোনটাই নয়
47. ঝড়ে একটি তালগাছ 10 মিটার উঁচু থেকে ভেঙে পড়ে ভূমির সাথে 30° উন্নতি কোণ উৎপন্ন করেছে। গাছটির সম্পূর্ণ উচ্চতা কত ?
[A] 25
[B] 121
[C] 30
[D] 50
48. একটি বহুভুজের কর্ণের সংখ্যা 5 টি। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত ?
[A] 4
[B] 5
[C] 7
[D] কোনটাই নয়
49. কজন লোক একটি টিভি 5500 টাকায় বিক্রি করে ক্রয়মূল্যের উপর 10% লাভ করে। টিভির ক্রয়মূল্য কত টাকা ?
[A] 5000
[B] 5500
[C] 6500
[D] 7000
50. এক ব্যক্তি সমবেগে 8 ঘণ্টায় কোনো দূরত্ব যায়। দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে, ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত ?
[A] 40 কিমি/ঘন্টা
[B] 35 কিমি/ঘন্টা
[C] 30 কিমি/ঘন্টা
[D] 25 কিমি/ঘন্টা
বিঃ দ্রঃ- প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করতে এবং উত্তর গুলি জানতে PDF-টি সংগ্রহ করতে হবে।
PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
No comments:
Post a Comment