Breaking




Tuesday, 23 January 2024

ভারতের বিভিন্ন ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF || List of Tiger Projects in India PDF

ভারতের বিভিন্ন ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF || List of Tiger Projects in India PDF

ভারতের ব্যাঘ্র প্রকল্পের নাম তালিকা PDF
 ভারতের ব্যাঘ্র প্রকল্পের নাম তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভারতের ব্যাঘ্র প্রকল্পের নাম তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা ৫১টি ভারতের ব্যাঘ্র প্রকল্পের নাম, সাল এবং অবস্থান এই সমস্ত তথ্য গুলি খুব সুন্দর ভাবে তালিকা আকারে তোমাদের সামনে তুলে ধরলাম। তাই তোমরা অবশ্যই নীচের তালিকাটি মনোযোগ সহকারে পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে রাখো কেননা এই পোস্টটি সমস্ত রকম চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্ট। 

ভারতের বিভিন্ন ব্যাঘ্র প্রকল্পের তালিকা

ব্যাঘ্র প্রকল্প সাল অবস্থান
সুন্দরবন 1973-74 পশ্চিমবঙ্গ
বক্সা 1982-83 পশ্চিমবঙ্গ
বন্দিপুর 1973-74 কর্নাটক
করবেট 1973-74 উত্তরাখণ্ড
আমানগড় 2012 উত্তরপ্রদেশ
কানহা 1973-74 মধ্যপ্রদেশ
মানস 1973-74 আসাম
মেলঘাট 1973-74 মহারাষ্ট্র
পালামৌ 1973-74 ঝাড়খন্ড
রণথম্বোর 1973-74 রাজস্থান
সিমলিপাল 1973-74 উড়িষ্যা
পেরিয়ার 1978-79 কেরালা
সরিস্কা 1978-79 রাজস্থান
ইন্দ্রাবতী 1982-83 ছত্তিসগড়
নামদাফা 1982-83 অরুনাচল প্রদেশ
দুধওয়া 1987-88 উত্তর প্রদেশ
কালাক্কাদ মুনদানথুরাই 1988-89 তামিলনাড়ু
বাল্মীকি 1989-90 বিহার
পেঞ্চ 1992-93 মধ্যপ্রদেশ
তাদোবা 1993-94 মহারাষ্ট্র
বান্ধবগড় 1993-94 মধ্যপ্রদেশ
পান্না 1994-95 মধ্যপ্রদেশ
দাম্পা 1994-95 মিজোরাম
ভদ্রা 1998-99 কর্নাটক
পেঞ্চ 1998-99 মহারাষ্ট্র
পাক্কে 1999-2000 অরুনাচল প্রদেশ
নামেরী 1999-2000 আসাম
সাতপুরা 1999-2000 মধ্যপ্রদেশ
আনামালাই 2008-09 তামিলনাড়ু
উদন্তি-সীতানাদি 2008-09 ছত্তিসগড়
সাতকোশিয়া 2008-09 উড়িষ্যা
কাজিরাঙ্গা 2008-09 আসাম
অচনকমার 2008-09 ছত্তিসগড়
কালি 2008-09 কর্নাটক
সঞ্জয় - ডুব্রি 2008-09 মধ্যপ্রদেশ
মুদুমালাই 2008-09 তামিলনাড়ু
নাগরহোল 2008-09 কর্নাটক
পারম্বিকুলাম 2008-09 কেরালা
সহ্যাদ্রি 2009-10 মহারাষ্ট্র
বিলিগিরি রঙ্গ 2010-11 কর্নাটক
কাওয়াল 2012-13 তেলেঙ্গানা
সত্যমঙ্গলম 2013-14 তামিলনাড়ু
মুকুন্দ্র হিল 2013-14 রাজস্থান
নাভেগাঁও 2013-14 মহারাষ্ট্র
নাগার্জুন সাগর 1982-83 অন্ধ্রপ্রদেশ
আমরাবাদ 2014 তেলেঙ্গানা
পিলভিট 2014 উত্তর প্রদেশ
বোর 2014 মহারাষ্ট্র
রাজাজী 2015 উত্তরাখন্ড
ওরাং 2016 আসাম
কামলাং 2016 অরুনাচল প্রদেশ

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

No comments:

Post a Comment