Breaking




Tuesday, 30 January 2024

2024 ফিল্মফেয়ার পুরস্কার PDF || 69th Filmfare Awards 2024

2024 ফিল্মফেয়ার পুরস্কার PDF || 69th Filmfare Awards 2024

৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী তালিকা PDF
৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী তালিকা PDF এই পোস্টটি, যে পোস্টটির মধ্যে ২০২৩ সালে সেরা ভারতীয় হিন্দি চলচ্চিত্র গুলিকে সম্মানিত হয়েছে তার তালিকাটি খুব সুন্দর ভাবে শেয়ার করলাম। 

ফিল্মফেয়ার পুরস্কার ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার। ১৯৫৪ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে। ১৯৫৬ সালে এই পুরস্কারের জন্য একটি বিশেষ ভোটিং পদ্ধতি প্রবর্তন করা হয়। রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার-এ সরকার কর্তৃক নির্ধারিত একটি প্যানেল বিজয়ীদের নির্ধারণ করে কিন্তু এই পুরস্কার বিজয়ীরা জনতা এবং অভিজ্ঞ কমিটি উভয়ের ভোটেই নির্বাচিত হয়।

৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস হল একটি অনুষ্ঠান, যা টাইমস গ্রুপ দ্বারা উপস্থাপিত হয়ে ২০২৩ সালের সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রকে সম্মানিত করে। রকি অউর রানি কি প্রেম কাহিনী অনুষ্ঠানে সবচেয়ে বেশি ২০টি মনোনয়ন পেয়েছে। ২০২৪ সালের ২৭ জানুয়ারী প্রযুক্তিগত বিভাগে বিজয়ীদের ঘোষণা করা হয়েছিল এবং ২৮ জানুয়ারী গুজরাটের গিফ্ট সিটি গান্ধীনগরে মূল অনুষ্ঠানটি হয়েছিল।

৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী তালিকা

বিভাগ বিজয়ী
সেরা চলচ্চিত্র টুয়েলভথ ফেল
সেরা পরিচালক বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা চলচ্চিত্র (সমালোচক) জোরাম
সেরা অভিনেতা রণবীর কাপুর (অ্যানিম্যাল)
সেরা অভিনেতা (সমালোচক) বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহিনী)
সেরা অভিনেত্রী (সমালোচক) রানী মুখার্জী (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে) ও শেফালি শাহ (থ্রি অফ আস)
সেরা সহ-অভিনেতা ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা সহ-অভিনেত্রী শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহিনী)
সেরা ডেবিউ অভিনেতা আদিত্য রাওয়াল (ফরজ)
সেরা ডেবিউ অভিনেত্রী অলিজে অগ্নিহোত্রী (ফ্যারি)
সেরা ডেবিউ পরিচালক তরুন দুদেজা (ধাক ধাক)
সেরা সংলাপ ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহিনী)
সেরা চিত্রনাট্য বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা গল্প অমিত রাই (ওএমজি ২) ও দেবাশীষ মাখিজা (জোরাম)
সেরা মিউজিক অ্যালবাম প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল (অ্যানিম্যাল)
সেরা লিরিক্স অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে- জারা হাটকে জারা বাচকে)
সেরা প্লেব্যাক গায়ক ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি- অ্যানিম্যাল)
সেরা প্লেব্যাক গায়িকা শিল্পা রাও (বেশরম রং-পাঠান)
সেরা অ্যাকশন স্পাইরো রাজাতোস, অনল আরাসু, ক্রেগ মাক্রে, ইয়ানিক বেন, কেচা খামফাকড়ি, সুনীল রডরিগেজ (জওয়ান)
সেরা কোরিওগ্র্যাফি গণেশ আচার্য্য (হোয়াট ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহিনী)
সেরা এডিটিং বিধু বিনোদ চোপড়া এবং জাসকুনওয়ার সিং কোহলি (টুয়েলভথ ফেল)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)
সেরা সিনেমাটোগ্রাফি অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)
সেরা কস্টিউম শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (স্যাম বাহাদুর)
সেরা সাউন্ড ডিজাইন কুনাল শর্মা (স্যাম বাহাদুর) ও সিঙ্ক সিনেমা (অ্যানিমেল)
সেরা VFX রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ডেভিড ধাওয়ান

69th Filmfare Awards PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment