Breaking




Saturday, 27 January 2024

2024 পদ্ম পুরস্কার বিজয়ীদের তালিকা PDF || Padma Awards 2024 Winners List PDF

2024 পদ্ম পুরস্কার বিজয়ীদের তালিকা PDF || Padma Awards 2024 Winners List PDF

পদ্ম পুরস্কার 2024 PDF
পদ্ম পুরস্কার 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি,পদ্ম পুরস্কার 2024 PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা শেয়ার করছি ২০২৪ সালে পাওয়া সমস্ত পদ্ম পুরস্কার প্রাপকদের নাম, তিনি কীসের জন্য পুরস্কার পেয়েছেন এবং তিনি কোন রাজ্য অথবা দেশার বাসিন্দা এই সকল গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে। যে তথ্য গুলি তোমাদের আগত সকল চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হিসাবে কাজে আসবে, তাই আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকা গুলি খুব মনোযোগ সহকারে দখে নাও-

পদ্ম পুরস্কার সম্পর্কিত কিছু কথা - দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে এই একটি, এই পুরস্কারটি তিনটি বিভাগে প্রদান করা হয়, যথা- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পুরস্কার দেওয়া হয়
বিভিন্ন শাখায় এবং ক্রিয়াকলাপের ক্ষেত্রে, যেমন- শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান এবং
প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা, সিভিল সার্ভিস ইত্যাদি।

একনজরে পদ্ম পুরস্কার 2024
এই বছরের তালিকা অনুসারে ২টি যুগল মামলা সহ ১৩২টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দেওয়া হোয়েছে। তালিকায় ৫টি পদ্মবিভূষণ, ১৭টি পদ্মভূষণ এবং ১১০টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে ৩০জন মহিলা এবং তালিকায় ৪জন বিদেশী / এনআরআই / পিআইও / ওসিআই এবং ৯জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। 
(বিঃ দ্রঃ - একটি যুগল ক্ষেত্রে, পুরস্কারটি একটি হিসাবে গণনা করা হয়।)

পদ্মবিভূষণ পুরস্কার

নাম ক্ষেত্র রাজ্য
বৈজয়ন্তীমালা বালি কলা তামিলনাড়ু
কোনিদেলা চিরঞ্জীবী কলা অন্ধ্রপ্রদেশ
এম ভেঙ্কাইয়া নাইডু পাবলিক অ্যাফেয়ার্স অন্ধ্রপ্রদেশ
বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) সামাজিক কাজ বিহার
পদ্মা সুব্রহ্মণ্যম কলা তামিলনাড়ু

পদ্মভূষণ পুরস্কার

নাম ক্ষেত্র দেশ/রাজ্য
এম ফাতিমা বিবি (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স কেরালা
হরমুসজি এন কামা সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা মহারাষ্ট্র
মিঠুন চক্রবর্তী কলা পশ্চিমবঙ্গ
সীতারাম জিন্দাল বাণিজ্য ও শিল্প কর্ণাটক
ইয়াং লিউ বাণিজ্য ও শিল্প তাইবান
অশ্বিন বালাচাঁদ মেহতা মেডিসিন মহারাষ্ট্র
সত্যব্রত মুখার্জি (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স পশ্চিমবঙ্গ
রাম নায়েক পাবলিক অ্যাফেয়ার্স মহারাষ্ট্র
তেজস মধুসূদন প্যাটেল মেডিসিন গুজরাট
ওলাঞ্চেরি রাজাগোপাল পাবলিক অ্যাফেয়ার্স কেরালা
দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত কলা মহারাষ্ট্র
তোগদান রিনপোচে (মরণোত্তর) অন্যান্য - অধ্যাত্মবাদ লাদাখ
পেয়ারেলাল শর্মা কলা মহারাষ্ট্র
চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর মেডিসিন বিহার
ঊষা উথুপ কলা পশ্চিমবঙ্গ
বিজয়কান্ত (মরণোত্তর) কলা তামিলনাড়ু
কুন্দন ব্যাস সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা মহারাষ্ট্র

পদ্মশ্রী পুরস্কার

নাম ক্ষেত্র দেশ/রাজ্য
খালিল আহমেদ কলা উত্তরপ্রদেশ
বদরাপ্পান এম কলা তামিলনাড়ু
কালুরাম বামানিয়া কলা মধ্যপ্রদেশ
রেজওয়ানা চৌধুরী বন্যা কলা বাংলাদেশ
নাসিম বানো কলা উত্তরপ্রদেশ
রামলাল বারেথ কলা ছত্তিশগড়
গীতা রায় বর্মণ কলা পশ্চিমবঙ্গ
পার্বতী বড়ুয়া সামাজিক কাজ আসাম
সর্বেশ্বর বসুমাতারি অন্যান্য – কৃষি আসাম
সোম দত্ত বাত্তু কলা হিমাচল প্রদেশ
তাকদিরা বেগম কলা পশ্চিমবঙ্গ
সত্যনারায়ণ বেলেরি অন্যান্য – কৃষি কেরালা
দ্রোনা ভুয়ান কলা আসাম
অশোক কুমার বিশ্বাস কলা বিহার
রোহন মাচান্দা বোপান্না ক্রীড়া কর্ণাটক
স্মৃতি রেখা চাকমা কলা ত্রিপুরা
নারায়ণ চক্রবর্তী বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং পশ্চিমবঙ্গ
এ ভেলু আনন্দ চারি কলা তেলেঙ্গানা
রাম চেত চৌধুরী বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং উত্তরপ্রদেশ
কে চেল্লাম্মাল অন্যান্য – কৃষি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
জোশনা চিনাপ্পা ক্রীড়া তামিলনাড়ু
চারলোত্তে চোপিন অন্যান্য – যোগা ফ্রান্স
রঘুবির চৌধুরী সাহিত্য ও শিক্ষা গুজরাট
জো ডি'ক্রুজ সাহিত্য ও শিক্ষা তামিলনাড়ু
গুলাম নবি দার কলা জম্ম ও কাশ্মীর
চিত্ত রঞ্জন দেববর্মা অন্যান্য - অধ্যাত্মবাদ ত্রিপুরা
উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে ক্রীড়া মহারাষ্ট্র
প্রেমা ধানরাজ মেডিসিন কর্ণাটক
রাধা কৃষ্ণান ধিমান মেডিসিন উত্তরপ্রদেশ
মনোহর কৃশানা দোলে মেডিসিন মহারাষ্ট্র
পিয়েরে সিলভাইন ফিলিওজ্যাট সাহিত্য ও শিক্ষা ফ্রান্স
মহাবীর সিং গুড্ডু কলা হরিয়ানা
অনুপমা হোস্কেরে কলা কর্ণাটক
ইয়াজদি মানেকশা ইতালিয়া মেডিসিন গুজরাট
রাজারাম জেইন সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
জানকিলাল কলা রাজস্থান
রতন কাহার কলা পশ্চিমবঙ্গ
যশবন্ত সিং কথোচ সাহিত্য ও শিক্ষা উত্তরাখণ্ড
জাহির আই কাজী সাহিত্য ও শিক্ষা মহারাষ্ট্র
গৌরব খান্না ক্রীড়া উত্তরপ্রদেশ
সুরেন্দ্র কিশোর সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা বিহার
দাসারি কোন্ডপ্পা কলা তেলেঙ্গানা
শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তি সাহিত্য ও শিক্ষা কর্ণাটক
ইয়ানুং জামোহ লেগো অন্যান্য – কৃষি অরুণাচল প্রদেশ
জর্ডান লেপচা কলা সিকিম
সতেন্দ্র সিং লোহিয়া ক্রীড়া মধ্যপ্রদেশ
বিনোদ মহারানা কলা ওড়িশা
পূর্ণিমা মাহাতো ক্রীড়া ঝাড়খণ্ড
উমা মহেশ্বরী ডি কলা অন্ধ্রপ্রদেশ
দুখু মাঝি সামাজিক কাজ পশ্চিমবঙ্গ
রাম কুমার মল্লিক কলা বিহার
হেমচাঁদ মাঁঝি মেডিসিন ছত্তিশগড়
চন্দ্রশেখর মহাদেওরাও মেশরাম মেডিসিন মহারাষ্ট্র
সুরেন্দ্র মোহন মিশ্র (মরণোত্তর) কলা উত্তরপ্রদেশ
আলী মোহাম্মদ ও গনি মোহাম্মদ কলা রাজস্থান
কল্পনা মোরপারিয়া বাণিজ্য ও শিল্প মহারাষ্ট্র
চামি মুর্মু সামাজিক কাজ ঝাড়খণ্ড
সাসিন্দ্রান মুথুভেল পাবলিক অ্যাফেয়ার্স পাপুয়া নিউগিনি
জি নাচিয়ার মেডিসিন তামিলনাড়ু
কিরণ নাদার কলা দিল্লী
পি চিত্রন নাম্বুদিরিপাদ (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা কেরালা
নারায়ণন ই পি কলা কেরালা
শৈলেশ নায়ক বিজ্ঞান ও ইঞ্জিয়ারিং দিল্লী
হরিশ নায়ক (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা গুজরাট
ফ্রেড নেগ্রিট সাহিত্য ও শিক্ষা ফ্রান্স
হরি ওম বিজ্ঞান ও ইঞ্জিয়ারিং হরিয়ানা
ভগবত প্রধান কলা ওড়িশা
সনাতন রুদ্র পাল কলা পশ্চিমবঙ্গ
শঙ্কর বাবা পুন্ডলিকরাও পাপলকর সামাজিক কাজ মহারাষ্ট্র
রাধে শ্যাম পারীক মেডিসিন উত্তরপ্রদেশ
দয়াল মাভজিভাই পারমার মেডিসিন গুজরাট
বিনোদ কুমার প্রসায়ত কলা ওড়িশা
সিলবি পাসাহ কলা মেঘালয়
শান্তি দেবী পাসওয়ান এবং শ্রী শিবান পাসওয়ান কলা বিহার
সঞ্জয় অনন্ত পাতিল অন্যান্য – কৃষি গোয়া
মুনি নারায়ণ প্রসাদ সাহিত্য ও শিক্ষা কেরালা
কে এস রাজন্না সামাজিক কাজ কর্ণাটক
শ্রী চন্দ্রশেখর চন্নাপাটনা রাজন্নাচার মেডিসিন কর্ণাটক
ভগবতীলাল রাজপুরোহিত সাহিত্য ও শিক্ষা মধ্যপ্রদেশ
রোমালো রাম কলা জম্মু ও কাশ্মীর
নবজীবন রাস্তোগী সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
নির্মল ঋষি কলা পাঞ্জাব
প্রাণ সবরওয়াল কলা পাঞ্জাব
গাদ্দাম সামমাইয়া কলা তেলেঙ্গানা
সাংথানকিমা সামাজিক কাজ মিজোরাম
মচিহান সাসা কলা মণিপুর
ওমপ্রকাশ শর্মা কলা মধ্যপ্রদেশ
একলব্য শর্মা বিজ্ঞান ও ইঞ্জিয়ারিং পশ্চিমবঙ্গ
রাম চন্দর সিহাগ বিজ্ঞান ও ইঞ্জিয়ারিং হরিয়ানা
হরবিন্দর সিং ক্রীড়া দিল্লী
গুরবিন্দর সিং সামাজিক কাজ হরিয়ানা
গোদাবরী সিং কলা উত্তরপ্রদেশ
রবি প্রকাশ সিং বিজ্ঞান ও ইঞ্জিয়ারিং মেক্সিকো
শেশামপট্টি টি শিবলিঙ্গম কলা তামিলনাড়ু
সোমান্না সামাজিক কাজ কর্ণাটক
কেথাবথ সোমলাল সাহিত্য ও শিক্ষা তেলেঙ্গানা
শশী সোনি বাণিজ্য ও শিল্প কর্ণাটক
ঊর্মিলা শ্রীবাস্তব কলা উত্তরপ্রদেশ
নেপাল চন্দ্র সূত্রধর (মরণোত্তর) কলা পশ্চিমবঙ্গ
গোপীনাথ সোয়াইন কলা ওড়িশা
লক্ষ্মণ ভট্ট তাইলাং কলা রাজস্থান
মায়া ট্যান্ডন সামাজিক কাজ রাজস্থান
অস্বতী থিরুনাল গৌরী লক্ষ্মী বেই থামপুরাট্টি সাহিত্য ও শিক্ষা কেরালা
জগদীশ লাভশঙ্কর ত্রিবেদী কলা গুজরাট
সানো ভামুজো সামাজিক কাজ নাগাল্যান্ড
বালাকৃষ্ণান সদনম পুঠিয়া ভিটিল কলা কেরালা
কুরেল্লা বিট্টলাচার্য সাহিত্য ও শিক্ষা তেলেঙ্গানা
কিরণ ব্যাস অন্যান্য – যোগা ফ্রান্স
জগেশ্বর যাদব সামাজিক কাজ ছত্তিশগড়
বাবু রাম যাদব কলা উত্তরপ্রদেশ

2024 পদ্ম পুরস্কার বিজয়ীদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment