Breaking




Thursday, 5 September 2024

PSC মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF | WBPSC Miscellaneous Math Question Answer PDF

PSC মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF | WB Miscellaneous Math Question Answer PDF

মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF
মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে ইতিমধ্যে ২০২৩ মিসলেনিয়াস পদে আবেদনের পর্ব গত মাসে শেষ হয়ে গেছে। আশা করছি তোমরা যারা আবেদন করেছো জোরকদমে প্রস্তুতি নিয়ে যাচ্ছো। আজকে আমরা তোমাদের সেই প্রস্তুতিকে আর একটু সাফল্য মণ্ডিত করে তোলার জন্য নিয়ে হাজির হয়েছি - WBPSC মিসলেনিয়াস গণিত প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি নিয়ে।
যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষার উপযুক্ত কিছু গণিত প্রশ্ন উত্তর দেয়া আছে, যে প্রশ্ন গুলি তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে রাখার প্রয়োজন আছে। সুতরাং আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি নীচে অঙ্ক গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও। 

মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর


প্রশ্নঃ একটি চৌবাচ্চায় দুটি ছিদ্র আছে।  প্রথম ছিদ্রটি 8 মিনিটে ও দ্বিতীয় ছিদ্রটি 12 মিনিটে ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে।  দুটি ছিদ্র একত্রে কার্যকরী হলে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে ?
[A] ⅘ মিনিটে
[B] 4⅘ মিনিটে
[C] 5 মিনিটে
[D] 4⅗ মিনিটে

উত্তর ঃঃ [B] 4⅘ মিনিটে


প্রশ্নঃ একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 2 ঘন্টায় ও স্রোতের অনুকূলে 1 কিমি যায় 20 মিনিটে।স্থির জলে 5 কিমি যেতে নৌকাটির সময় কত লাগবে ?
[A] 2 ঘন্টা 30 মিনিট
[B] 2 ঘন্টা
[C] 4 ঘন্টা
[D] 1 ঘন্টা 15 মিনিট

উত্তর ঃঃ [A] 2 ঘন্টা 30 মিনিট


প্রশ্নঃ একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে।  তাদের মূল্যের অনুপাত 5 : 3 : 2 হলে বাক্সে 50 পয়সার মুদ্রা কটি আছে ?
[A] 150 টি
[B] 250 টি
[C] 180 টি
[D] 123 টি

উত্তর ঃঃ [C] 180 টি 


প্রশ্নঃ একটি পরীক্ষায় 100 টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 বরাদ্দ রয়েছে, কিন্তু ভুল উত্তর দিলে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ⅓ নম্বর কেটে দেওয়া হবে।  একজন ছাত্র 88 টি প্রশ্নের উত্তর দিয়ে 72 নম্বর পেল। ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল ?
[A] 75 টি
[B] 78 টি
[C] 72 টি
[D] 76 টি

উত্তর ঃঃ [D] 76 টি


প্রশ্নঃ 9টি আপেলের মধ্যে একটি 120 গ্রামের আপেল সরিয়ে আরেকটি আপেল রাখলে 9টি আপেলের গড় ওজন 20 গ্রাম বাড়ল, নতুন আপেলটির ওজন কত গ্রাম ?
[A] 180 গ্রাম
[B] 200 গ্রাম
[C] 260 গ্রাম
[D] 300 গ্রাম

উত্তর ঃঃ [D] 300 গ্রাম


প্রশ্নঃ দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল সে 15000 ভোটে পরাজিত হল। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে ?
[A] 6000
[B] 10000
[C] 22500
[D] 45000

উত্তর ঃঃ [D] 45000


প্রশ্নঃ সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে ?
[A] 2520
[B] 2524
[C] 2522
[D] 2518

উত্তর ঃঃ [C] 2522


প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত 5 :6 এবং তাদের গসাগু 7 হলে, সংখ্যা দুটির গসাগু কত ?
[A] 77
[B] 78
[C] 70
[D] 76

উত্তর ঃঃ [A] 77


প্রশ্নঃ কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমান 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমান কত ?
[A] 42 %
[B] 44 %
[C] 46 %
[D] 40 %

উত্তর ঃঃ [B] 44 %


প্রশ্নঃ 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে, সংখ্যা দুটির যোগফল হবে ?
[A] 288
[B] 290
[C] 130
[D] 286

উত্তর ঃঃ [C] 130


প্রশ্নঃ তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4 : 7 : 9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত ?
[A] 16,28,36
[B] 8,14,18
[C] 20,35,45
[D] 8,20,28

উত্তর ঃঃ [A] 16,28,36


প্রশ্নঃ সুনন্দ বিক্রয়মূল্যের ওপর 25% লাভ করলো, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো ?
[A] 100/3% 
[B] 20%
[C] 25%
[D] 30%

উত্তর ঃঃ [A] 100/3%


প্রশ্নঃ চারটি ঘন্টা 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12 টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে ?
[A] 12 টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড
[B] দুপুর 1 টা
[C] 1 টা বেজে 1 মিনিটে
[D] 12 তা বেজে 5 মিনিটে

উত্তর ঃঃ [A] 12 টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড


প্রশ্নঃ কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী স্কলারশিপ পায় নি ?
[A] 72%
[B] 76%
[C] 75%
[D] 50%

উত্তর ঃঃ [B] 76%


প্রশ্নঃ A, B এর তিনগুন কর্মক্ষম, A ও B একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ A একা কতদিনে করবে ?
[A] 1
[B] 4
[C] 5
[D] 2

উত্তর ঃঃ [B] 4


প্রশ্নঃ 7 : 13 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 2 : 3 হবে ?
[A] 5
[B] 1
[C] 2
[D] 3

উত্তর ঃঃ [A] 5 


প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুনফল কত ?
[A] 114
[B] 325
[C] 315
[D] 104

উত্তর ঃঃ [A] 114


প্রশ্নঃ দুটি সংখ্যার গুনফল 12960 এবং তাদের গসাগু 36 । এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে ?
[A] 3
[B] 4
[C] 5
[D] 2

উত্তর ঃঃ [D] 2


প্রশ্নঃ একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদুরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত ?
[A] 3:2
[B] 5:3
[C] 8:3
[D] 3:1

উত্তর ঃঃ [C] 8:3


প্রশ্নঃ একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে ?
[A] 6.5
[B] 7
[C] 6.75
[D] 6.25

উত্তর ঃঃ [D] 6.25


প্রশ্নঃ কোনো সামন্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি।তারা সমকোণে সমদ্বিখণ্ডিত।সামন্তরিকের বাহুগুলির মান কত ?
[A] 3.5
[B] 2.5
[C] 3
[D] 2

উত্তর ঃঃ [B] 2.5


প্রশ্নঃ জুলির বয়স টিনার বয়সের 6গুণ।আগামী 20বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে জুলির বয়স কত ?
[A] 5
[B] 30
[C] 35
[D] 40

উত্তর ঃঃ [B] 30


 মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  236 KB      



Official Syllabus :: Download Now

No comments:

Post a Comment