অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নউত্তর PDF | Anganwadi Exam Question Answer PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে গতকাল অর্থাৎ ৪ঠা সেপ্টেম্বর হুগলী জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের পর্ব শেষ হল। তাই তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়ে গেলাম ICDS জিকে প্রশ্নউত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে থাকছে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর এখন তোমরা অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোল।
অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নউত্তর
01. শ্রীচৈতন্যের দীক্ষাগুরুর নাম কী ?
Ans - ঈশ্বরপুরী/কেশব ভারত
02. কোষ কে আবিষ্কার করেন ?
Ans - রবার্ট হুক
03. 1831 খ্রীষ্টাব্দে রঞ্জিৎ সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন ?
Ans - লর্ড উইলিয়ম বেন্টিক
04. ভারতীয় বনভূমি রক্ষা আইন কত সালে পাশ হয় ?
Ans - 1980 সালে
05. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?
Ans - মীর কাশিম
06. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
Ans - ক্ষনপদ
07. কলকাতা বন্দরের সহযোগী বন্দর হল-
Ans - হলদিয়া
08. ভারতীয় পরিবেশ রক্ষা আইন কত সালে পাশ হয় ?
Ans - 1986 সালে
09. মানব দেহের কোন অংশে টিবিয়া নামক হাড় থাকে ?
Ans - পা
10. দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পায় কবে ?
Ans - 1956 সালে
11. কোন রাস্ট্রের জনসংখ্যা সর্বাধিক ?
Ans - চিন
12. ব্রাজিলের রাজধানী শহরের নাম কি ?
Ans - ব্রাসিলিয়া
13. বাংলাদেশে প্রচলিত মুদ্রার নাম কি ?
Ans - টাকা
14. গ্রেট ব্যারিয়ার রিফ হলো –
Ans - প্রবাল সংগঠন
15. PAN CARD এ PAN এর পুরো কথাটি কী ?
Ans - Permanent Account Number
16. পৃথিবীর সবচেয়ে পুরোনো এবং গভীরতম স্বাদু জলের হ্রদ ?
Ans - বৈকাল
17. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ?
Ans - অরুনিমা সিনহা
18. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন ?
Ans - পুদুচেরি
19. প্রথম কোন মহিলা সাহিত্য অকাদেমি পুরস্কার পান ?
Ans - অমৃতা প্রীতম
20. প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন ?
Ans - হরভজন সিং
অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নউত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নউত্তর
File Format: PDF
No. of Pages: 01
File Size: 186 KB
No comments:
Post a Comment