Breaking




Thursday, 21 December 2023

বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক তালিকা PDF || List of Founder of Religious Doctrine

বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক তালিকা PDF || List of Founder of Religious Doctrine

বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক
বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক
বন্ধুরা,
আজ আমরা বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রতিষ্ঠাতা তালিক PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে পোস্টটি ইতিহাস বিষয়ের খুবই উল্লেখযোগ্য একটি টপিক। আমরা এই টপিকটির মধ্যে  ভারতের বিভিন্ন ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রতিষ্ঠাতা বা প্রবর্তকের নাম গুলি খুব সুন্দর ভাবে তালিকা এবং প্রশ্ন উত্তর আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 
তাই আর দেরি না করে বন্ধুরা তোমরা নীচের তালিকা এবং প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি মনে হয় PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো। 

বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক তালিকা

ধর্ম/ মতবাদ প্রতিষ্ঠাতা
বৈষ্ণব ধর্ম চৈতন্যদেব
শিখ ধর্ম গুরুনানক
জৈন ধর্ম ঋষভনাথ
বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ
আজিবক ধর্ম মংখলি পুত্ত
কালবাদ অঘমর্ষণ
অজ্ঞেয়তাবাদ দীর্ঘতমা
সর্বেশ্বরবাদ বাধ্বর
পঞ্চ মহোদ্বয় মহাবীর
প্রতিত্যসমুৎ পাদবাদ গৌতম বুদ্ধ
কর্মবাদ গৌতম বুদ্ধ
দীন-ই-ইলাহী আকবর
দ্বৈতবাদ বল্লভাচার্য
অদ্বৈতবাদ শঙ্করাচার্য
প্রজ্ঞাত্মনবাদ প্রতর্দন
অবিনশ্বরবাদ গার্গ্যায়ন
চতুর্যাম সম্বর পার্শ্বনাথ

বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক প্রশ্ন উত্তর

প্রশ্নঃ বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ গৌতম বুদ্ধ

প্রশ্নঃ জৈন ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ ঋষভনাথ

প্রশ্নঃ বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ চৈতন্যদেব

প্রশ্নঃ শিখ ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ গুরুনানক

প্রশ্নঃ আজিবক ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ মংখলি পুত্ত

প্রশ্নঃ কালবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ অঘমর্ষণ

প্রশ্নঃ অজ্ঞেয়তাবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ দীর্ঘতমা

প্রশ্নঃ সর্বেশ্বরবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ বাধ্বর

প্রশ্নঃ পঞ্চ মহোদ্বয় এর প্রবর্তক কে ?
উত্তরঃ মহাবীর

প্রশ্নঃ প্রতিত্যসমুৎ পাদবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ গৌতম বুদ্ধ

প্রশ্নঃ কর্মবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ গৌতম বুদ্ধ

প্রশ্নঃ চতুর্যাম সম্বর এর প্রবর্তক কে ?
উত্তরঃ পার্শ্বনাথ

প্রশ্নঃ অবিনশ্বরবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ গার্গ্যায়ন

প্রশ্নঃ প্রজ্ঞাত্মনবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ প্রতর্দন

প্রশ্নঃ অদ্বৈতবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ শঙ্করাচার্য

প্রশ্নঃ দ্বৈতবাদ এর প্রবর্তক কে ?
উত্তরঃ বল্লভাচার্য

প্রশ্নঃ দীন-ই-ইলাহী এর প্রবর্তক কে ?
উত্তরঃ আকবর

বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা 

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  111 KB  


No comments:

Post a Comment