WBCS Exam Date 2023 :: WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করলো কমিশন, কবে হবে ফাইনাল তারিখ দেখে নিন
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা WBCS 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমরা হয়তো জানো যে এই বছর অর্থাৎ 2023 WBCS Prelims পরীক্ষা হবার কথা ছিল ৫ই নভেম্বর ২০২৩ তারিখে। কিছু সেই তারিখটি বাতিল বলে ঘোষণা করে কমিশন একটি নোটিশের মাধ্যমে, যে নোটিশটি ৩রা অক্টোবর অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছি। যে নোটিশে কেবল পরীক্ষা ৫ই নভেম্বর হচ্ছে না এই রকম উল্লেখ করা হয়েছিল, তাতে সেই তারিখের পরিবর্তে কোন তারিখে হবে তার কোন উল্লেখ থাকেনি।
যে কারণে পরীক্ষার্থীদের মধ্যে একটা চিন্তা কাজ করছিলো যে কবে হবে এই পরীক্ষা। তোমাদের চিন্তা দূর করার জন্য গতকাল অর্থাৎ ১২ই অক্টোবর একটি নোটিশ প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। যে নোটিশে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ উল্লেখ করা আছে। যেখানে উল্লেখ করা হয়, WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ই ডিসেম্বর ২০২৩ শনিবারে। অর্থাৎ দেখা যাচ্ছে ৪০ দিন পেছিয়ে দেওয়া হচ্ছে প্রিলি পরীক্ষা। যেটা পরীক্ষার্থীদের কাছে অনেকটাই কাজে আসবে।
তাই তোমরা যারা ভাবছিলে কবে পরীক্ষা হবে, কতদিন অপেক্ষা করতে হতে পারে, তোমরা এখন ফাইনাল দিন জেনে গাচ্ছো। তাই এখন তোমরা ওই দিনটিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও।
![]() |
WBCS Prelims Exam Date 2023 |
No comments:
Post a Comment