Breaking




Friday 27 October 2023

WB Madhyamik Life Science Syllabus 2024 PDF || মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন 2024

WB Madhyamik Life Science Syllabus 2024 PDF || মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস 2024 PDF
মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস 2024 PDF
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমরা হাজির হয়েছি, মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস 2024 PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা সমস্ত সিলেবাস এবং নম্বর বিভাজন গুলি খুব সুন্দর ভাবে গুছিয়ে দেওয়া আছে। তোমরা অনেকেই আছো যারা কোন অধ্যায় থেকে কত নম্বর থাকে এবং কত নম্বর বড়ো প্রশ্ন এবং কত নম্বর শর্ট প্রশ্ন থাকে সেই সম্পর্কে কোন রকম ধারনা নেই। তাই আমরা তোমাদের অনুরধে সমস্ত বিষয়ের সিলেবাস এবং নম্বর বিভাজন গুলি শেয়ার করছি।

 মাধ্যমিক ২০২৪ এর জীবন বিজ্ঞান পরীক্ষা ৫টি অধ্যায় এবং একাধিক উপধ্যায়ের মধ্যে অনুষ্ঠিত হবে।  আমরা নীচে সিলেবাস এবং নম্বর বিভাজন গুলি আলোচনা করলাম। 

মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস 2024

প্রথম অধ্যায় :: জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  1. উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান
  2. উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন
  3. প্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন
  4. প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয় - স্নায়ুতন্ত্র
  5. প্রাণীদের সাড়াপ্রদান একটি প্রকার হিসাবে গমন
দ্বিতীয় অধ্যায় :: জীবনের প্রবাহমানতা
  1. কোশবিভাজন ও কোশচক্র
  2. জনন
  3. সপুস্পক উদ্ভিদের যৌন জনন
  4. বৃদ্ধি ও বিকাশ
তৃতীয় অধ্যায় :: বংশগতি ও কয়েকটি সাধারণ  জিনগত রোগ
  1. বংশগতি
  2. কয়েকটি সাধারণ জিনগত রোগ
চতুর্থ অধ্যায় :: অভিব্যক্তি ও অভিযোজন
  1. অভিব্যক্তি
  2. অভিযোজন
পঞ্চম অধ্যায় :: পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
  1. নাইট্রোজেন চক্র
  2. পরিবেশ দূষণ
  3. পরিবেশ এবং মানব জনসমষ্টি
  4. জীববৈচিত্র এবং সংরক্ষণ
মাধ্যমিক জীবন বিজ্ঞান নম্বর বিভাজন 2024 - 

বিষয় MCQ SAQ-1 SAQ-2 Descriptive Type মোট
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (1×3)=3 (1×5)=5 (2×3)=6 (5×1)=5 19
জীবনের প্রবাহমানতা (1×3)=3 (1×5)=5 (2×2)=4 (5×1)=5 17
বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ (1×3)=3 (1×3)=3 (2×2)=4 (5×1)=5 15
অভিব্যক্তি ও অভিযোজন (1×3)=3 (1×3)=3 (2×2)=4 (5×1)=5 15
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (1×3)=3 (1×5)=5 (2×3)=6 (5×2)=10 24
মোট 15 21 24 30 90

মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস 2024 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  239 KB   



No comments:

Post a Comment