Breaking




Friday 6 October 2023

সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Solar System Planets and Stars Questions Answers PDF

সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Solar System Planets and Stars Questions Answers PDF

সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে ভূগোল বিষয়ের সৌরজগৎ হল একটি বিশাল বড়ো অধ্যায়। যে অধ্যায়ের না কোন শেষ না আছে কোন শুরু, যত সময় যাচ্ছে তত নতুন নতুন সত্য উঠে আসছে এবং ভবিষ্যতে আরও অনেক অজানা তথ্য উঠে আসবে। যে তথ্য গুলি হয়তো আমরা কল্পনাই করিনি। আমরা আজকে সেই সৌরজগতের একটি খুবই ছোটো টপিক সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে তথ্য গুলি তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। আমরা যাকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF. যে PDF-টির আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই তোমরা দেরি না করে প্রশ্ন গুলি দেখে নাও। 

 সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর

কোন গ্রহ আবর্তন এর দিক থেকে ধীরতম ?
Ans :: শুক্র 

চাঁদের মতো গহ্বরময় পৃষ্ঠ কোন গ্রহে আছে ?
Ans :: বুধ 

মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
Ans :: অলিম্পাস মনস

সূর্য থেকে বড় নক্ষত্রের নাম কি ?
Ans :: নিউটন স্টার অথবা পালসার 

চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি ?
Ans :: সেলেনোলজি 

সৌরজগৎ নিকটতম নক্ষত্রের নাম কি ? 
Ans :: প্রক্সিমা সেন্টাউরি  

সৌরজগতের বাইরে উজ্জ্বল তম নক্ষত্র কোন টি ?
Ans :: সিরিয়াস (ডগ স্টার)

পৃথিবীর যমজ গ্রহ কোনটি ?
Ans :: শুক্র 

'গ্রেড রেড স্পট' কোন গ্রহে দেখা যায় ?
Ans :: বৃহস্পতি 

কোন কোন গ্রহে বলয় দেখা যায় ?
Ans :: বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 

পৃথিবীর একমাত্র উপগ্রহ কোন টি ?
Ans :: চাঁদ 

মঙ্গলের উপগ্রহের নাম কি ?
Ans :: ফোবোস ও ডিমোস 

কোন কোন গ্রহে বরফের আচ্ছাদন আছে ?
Ans :: পৃথিবী ও মঙ্গল 

শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি ?
Ans :: টাইটান 

কোন গ্রহের বায়ুমন্ডলে অধিকাংশ কার্বন-ডাই-অক্সাইড রয়েছে ?
Ans :: শুক্র গ্রহ (96.5%)

গ্যালিলিও উপগ্রহ কি ?
Ans :: লো, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো 

কোন উপগ্রহের পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে ?
Ans :: টাইটান

কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান ?
Ans :: শুক্র 

কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান  ?
Ans :: মঙ্গল 

কোন কোন গ্রহকে অন্তঃস্থ গ্রহ বলা হয় ?
Ans :: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল

কোন কোন গ্রহকে বহিঃস্থ গ্রহ বলা হয় ?
Ans :: বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 

কোন দুটি গ্রহ কে বহিঃস্থ জমজ গ্রহ বলা হয় ?
Ans :: ইউরেনাস এবং নেপচুন 

কোন দুটি গ্রহের মধ্যে গ্রহাণু পুঞ্জো অবস্থিত ?
Ans :: মঙ্গল ও বৃহস্পতি 

সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ?
Ans :: গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)

সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
Ans :: বুধ 

কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে ?
Ans :: বৃহস্পতি (69 টি উপগ্রহ)

সবচেয়ে দ্রুত কোন গ্রহ সূর্যকে পরিক্রমণ করে ?
Ans :: বুধ

দ্রুততম আবর্তন কারি গ্রহের নাম কি ?
Ans :: বৃহস্পতি 

একমাত্র কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ?
Ans :: শুক্র 

কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় ?
Ans :: নেপচুন 

কোন গ্রহ সূর্যকে পরিক্রমণ এর ক্ষেত্রে ধীরতম ?
Ans :: নেপচুন 

সৌরজগৎ কোন ছায়াপথের (Galaxy) অন্তর্গত ?
Ans :: আকাশগঙ্গা (Milky Way)

গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Nowলেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  201 KB   


No comments:

Post a Comment