দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীদের তালিকা PDF (1969-2024) | List of Dadasaheb Phalke Award Winners
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক তালিকা PDF এই পোস্টটি। যে তালিকাটি আমরা শুরু থেকে আজ পর্যন্ত যতবার এই পুরস্কার দেওয়া হয়েছে তাদের নাম, স্থান, সাল, কোন চলচ্চিত্র থেকে পেয়েছে এই সকল গুরুত্বপূর্ণ তথ্য গুলি দেওয়া আছে। যাতে তোমাদের এই টপিকটি থেকে সমস্ত রকম প্রশ্নের উত্তর পেয়ে যাতে পারো। তাই তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে বিষয়ের পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখে নাও, যাতে এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলির উত্তর খুব তাড়াতাড়ি দিতে পারো।
ভারতীয় চলচ্চিত্রে দাদাসাহেব ফালকের অবদানের স্বীকৃতিতে ভারত সরকার ১৯৬৯ খ্রিষ্টাব্দে প্রথম এই পুরস্কার প্রচলন করে। ভারতীয় চলচ্চিত্রের জনক বলে পরিচিত ফালকে একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি ১৯১৩ খ্রিষ্টাব্দে রাজা হরিশচন্দ্র নামক ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।
দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত একটি কমিটি পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, নগদ ₹ ১০,০০,০০০ ও একটি শাল প্রদান করা হয়।
বিঃ দ্রঃ- ১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে চলচ্চিত্র অভিনেত্রী দেবিকা রাণীকে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। যেহেতু অভিনেত্রী দেবিকা রাণী প্রথম এই পুরস্কার পান সেহেতু তাঁর স্থান অনুযায়ী আজকের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী-
প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী ৮ই অক্টোবর, ২০২৪-এ ৫৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হবেন। এই পুরস্কার, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি, শিল্পে তার অসামান্য অবদান উদযাপন করে। মিঠুন, যিনি ১৯৭৬ সালে মৃণাল সেনের মৃগায়া চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন, তিনি তার অপ্রতিরোধ্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, এই সম্মানটিকে একটি স্বপ্ন সত্য বলে অভিহিত করেন।
মিঠুন চক্রবর্তীর বর্ণাঢ্য কর্মজীবন চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত, যে সময়ে তিনি ডিস্কো ড্যান্সার এবং নিরাপত্তার মতো চলচ্চিত্রের মাধ্যমে একজন সাংস্কৃতিক আইকন হয়েছিলেন এবং তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি বলিউড এবং আঞ্চলিক সিনেমায় একজন ট্রেলব্লেজার ছিলেন, টেলিভিশন এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে তার চিহ্ন তৈরি করেছেন।
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক তালিকা
সাল | পুরস্কার প্রাপক | চলচ্চিত্র |
---|---|---|
১৯৬৯ | দেবিকা রাণী | হিন্দি |
১৯৭০ | বীরেন্দ্রনাথ সরকার | বাংলা |
১৯৭১ | পৃথ্বীরাজ কাপুর (মরণোত্তর) | হিন্দি |
১৯৭২ | পঙ্কজ মল্লিক | বাংলা, হিন্দি |
১৯৭৩ | রুবি মায়ের্স | হিন্দি |
১৯৭৪ | বি. এন. রেড্ডি | তেলেগু |
১৯৭৫ | ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি | বাংলা |
১৯৭৬ | কানন দেবী | বাংলা |
১৯৭৭ | নীতিন বোস | বাংলা, হিন্দি |
১৯৭৮ | রাইচাঁদ বোড়াল | বাংলা, হিন্দি |
১৯৭৯ | সোহরাব মোদী | হিন্দি |
১৯৮০ | পৈডি জয়রাজ | হিন্দি, তেলেগু |
১৯৮১ | নৌসাদ আলী | হিন্দি |
১৯৮২ | এল. ভি. প্রসাদ | তেলেগু, তামিল, হিন্দি |
১৯৮৩ | দূর্গা খোটে | মারাঠি, হিন্দি |
১৯৮৪ | সত্যজিৎ রায় | বাংলা |
১৯৮৫ | ভি. শান্তারাম | মারাঠি, হিন্দি |
১৯৮৬ | বি. নাগি রেড্ডি | তেলেগু |
১৯৮৭ | রাজ কাপুর | হিন্দি |
১৯৮৮ | অশোক কুমার | হিন্দি |
১৯৮৯ | লতা মঙ্গেশকর | মারাঠি, হিন্দি |
১৯৯০ | আক্কিনেনি নাগেশ্বর রাও | তেলেগু |
১৯৯১ | ভালজি পেনধারকর | মারাঠি |
১৯৯২ | ভূপেন হাজারিকা | অসমীয়া |
১৯৯৩ | মাজরূহ সুলতানপুরী | হিন্দি |
১৯৯৪ | দিলীপ কুমার | হিন্দি |
১৯৯৫ | রাজকুমার | কন্নড় |
১৯৯৬ | শিবাজী গণেশান | তামিল |
১৯৯৭ | কবি প্রদীপ | হিন্দি |
১৯৯৮ | বি. আর চোপড়া | হিন্দি |
১৯৯৯ | হৃষিকেশ মূখার্জি | হিন্দি |
২০০০ | আশা ভোসলে | মারাঠি, হিন্দি |
২০০১ | যশ চোপড়া | হিন্দি |
২০০২ | দেব আনন্দ | হিন্দি |
২০০৩ | মৃনাল সেন | বাংলা |
২০০৪ | অদূর গোপালকৃষ্ণণ | মালায়ালম |
২০০৫ | শ্যাম বেনেগাল | হিন্দি |
২০০৬ | তপন সিনহা | হিন্দি, বাংলা |
২০০৭ | মান্না দে | বাংলা, হিন্দি |
২০০৮ | ভি. কে. মূর্তি | হিন্দি |
২০০৯ | ডি. রামানাইডু | তেলেগু |
২০১০ | কে. বালাচানদের | তামিল |
২০১১ | সৌমিত্র চ্যাটার্জি | বাংলা |
২০১২ | প্রাণ | হিন্দি |
২০১৩ | গুলজার | হিন্দি |
২০১৪ | শশী কাপুর | হিন্দি |
২০১৫ | মনোজ কুমার | হিন্দি |
২০১৬ | কে. বিশ্বনাথ | তেলেগু |
২০১৭ | বিনোদ খান্না | হিন্দি |
২০১৮ | অমিতাভ বচ্চন | হিন্দি |
২০১৯ | রজনীকান্ত | তামিল |
২০২০ | আশা পারেখ | হিন্দি |
২০২১ | ওয়াহিদা রহমান | হিন্দি |
২০২২ | মিঠুন চক্রবর্তী | হিন্দি |
উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর
❏ দাদাসাহেব ফালকে পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯৬৯ সাল থেকে।
❏ প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান ?
উত্তরঃ দেবিকা রাণী।
❏ কে মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন ?
উত্তরঃ পৃথ্বীরাজ কপূর (১৯৭১ সালে) (একমাত্র)
❏ দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় ?
উত্তরঃ চলচ্চিত্র।
❏ দাদা সাহেব ফালকে পুরস্কার কেন দেওয়া হয় ?
উত্তরঃ ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
❏ ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ দাদাসাহেব ফালকে।
❏ ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কোনটি ?
উত্তরঃ দাদাসাহেব ফালকে পুরস্কার।
❏ ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে ?
উত্তরঃ মেগাস্টার রজনীকান্ত।
❏ ৫২তম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান ?
উত্তরঃ আশা পারেখ।
❏ ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হচ্ছে ?
উত্তরঃ ওয়াহিদা রহমানকে।
❏ ৫৪তম দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হচ্ছে ?
উত্তরঃ মিঠুন চক্রবর্তী।
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক
File Details ::
File Name: দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক
File Format: PDF
No. of Pages: 02
File Size: 178 KB
No comments:
Post a Comment