Breaking




Thursday, 12 October 2023

কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্ন উত্তর 2023 PDF || Kolkata Police Constable Main Question Answer 2023 PDF

কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্ন উত্তর 2023 PDF || Kolkata Police Constable Main Question Answer 2023 PDF

কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্ন উত্তর 2023
কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্ন উত্তর 2023
নমস্কার বন্ধুরা,
গত কাল কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি ২০২৩ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রথমে যারা মেন পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছো তোমাদের সকলকে অনেকে অনেক শুভেচ্ছা রইলো। যারা পাশ করতে পারোনি, মনখারাপ করে লাভ নেই পরের বারের জন্য চেষ্টা করো। যারা মেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, মেন পরীক্ষার সিলেবাস অনুযায়ী কলকাতা পুলিশ কনস্টেবল জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। আজকের প্রশ্ন গুলি একদম সিলেবাস অনুযায়ী বানানো। তাই তোমরা সকলে অবিলম্বে প্রশ্ন গুলি দেখে নাও।
কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্ন উত্তর

উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তরঃঃ হাইড্রোজেন

"দক্ষিণ ভারতের কাশী" কোন স্থানটিকে বলা হয় ?
উত্তরঃঃ মাদুরাই

হরিষেন কার সভাকবি ছিলেন ?
উত্তরঃঃ সমুদ্রগুপ্ত

ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম কি ?
উত্তরঃঃ জামনগর

নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয় ?
উত্তরঃঃ নিম্ন বা সমভূমি

দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী ?
উত্তরঃঃ রূপনারায়ণ

কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিভার হয় ?
উত্তরঃঃ ক্যালসিয়াম

সম্মিলিত জাতিপুঞ্জের সদরদপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃঃ নিউইয়র্ক

ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয় ? 
উত্তরঃঃ ৫ বছর

দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কোন শিলা দেখা যায় ?
উত্তরঃঃ ব্যাসল্ট

১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল ?
উত্তরঃঃ নিউ দিল্লি

"চিপকো আন্দোলন" -এর "চিপকো" কথার অর্থ কি ?
উত্তরঃঃ জড়িয়ে ধরা

কবে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয় ?
উত্তরঃঃ ১৯৫১ সালের জুন মাসে।

নাগরিকতা বিষয় সমূহ ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্ণিত ?
উত্তরঃঃ ৫-১১ নং ধারা

নীহারিকার মধ্যে কি থাকে ?
উত্তরঃঃ হাইড্রোজেন, হিলিয়াম, ধূলিকণা

মায়োটম পেশী কোন প্রাণীর মধ্যে দেখা যায় ?
উত্তরঃঃ মাছ

দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃঃ আলাউদ্দিন খলজি

কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ?
উত্তরঃঃ কোশী

পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তপশিলি উপজাতি বাস করে ?
উত্তরঃঃ পুরুলিয়া

স্নায়ুকলার গঠনগত কার্যগত একককে কি বলে ?
উত্তরঃঃ নিউরোন

ভারতীয় মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তরঃঃ দেরাদুন

ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম GST চালু হয় ?
উত্তরঃঃ আসাম

ভারতে "গ্রান্ড ওল্ড ম্যান" বলা হয় ?
উত্তরঃঃ দাদাভাই নৌরজী

শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না ?
উত্তরঃঃ শূন্য মাধ্যম

ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ?
উত্তরঃঃ জাকির হোসেন

পশ্চিমবঙ্গের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃঃ সবর গ্রাম

"ঘনাদা" কার লেখা ?
উত্তরঃঃ প্রেমেন্দ্র মিত্র

সাঁওতাল বিদ্রোহের অপর নাম কি ?
উত্তরঃঃ উলগুলান

পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি ?
উত্তরঃঃ ১৮১ টি

কার সময়ে ইবন বতুতা ভারতে আসেন ?
উত্তরঃঃ মহম্মদ বিন তুঘলক

কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তরঃঃ দিব্য

বায়ো গ্যাসের প্রধান উপাদান কী ?
উত্তরঃঃ মিথেন

কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি ?
উত্তরঃঃ অ্যানথ্রাসাইট

পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃঃ গ্রেট ব্যারিয়ার রিফ

ক্যালামাইন কোন ধাতুর আকরিক ?
উত্তরঃঃ দস্তা

পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা ?
উত্তরঃঃ বরাহমিহির

আরব সাগরের রানী নামে পরিচিত -
উত্তরঃঃ কোচি

সেন বংশের শেষ রাজা কে ?
উত্তরঃঃ বল্লাল সেন

কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  224 KB 



No comments:

Post a Comment