কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF || Kolkata Police Constable Syllabus in Bengali 2024 PDF
নমস্কার বন্ধুরা,
ইতিমধ্যে ২০২৪-এর কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে সিট সংখ্যা ভালোই রয়েছে, যেহেতু ১লা মার্চ থেকে আবেদন পর্ব শুরু হয়ে যাবে সেহেতু আবেদন করার পূর্বে অবশ্যই সিলেবাসটি খুব ভালোভাবে দেখে রাখা দরকার।
তার জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা পরীক্ষার পদ্ধতি, নম্বর বিভাজন এবং সিলেবাসের বিষয়বস্তু এই সকল উল্লেখযোগ্য তথ্য গুলি খুব সুন্দর এবং সহজ ভাবে দেওয়া আছে।
সুতরাং দেরি না করে নীচে দেওয়া সিলেবাসটি মনোযোগ সহকারে দেখে তারপর আবেদন করে দাও উক্ত পদে।
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস
❐ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাটি প্রধানত ৫টি নিয়োগ পদ্ধতিতে হবে, সেই ৫টি নিয়োগ পদ্ধতি হল নিম্নরূপ -
০১. প্রিলিমিনারি পরীক্ষা
০২. PMT & PET
০৩. মেন পরীক্ষা
০৪. ইন্টারভিউ
০৫. ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষা
❐ মোট নম্বর - ১০০
❐ সময় - ১ ঘণ্টা
❐ প্রশ্নের ধরন - MCQ
❐ প্রতিটি প্রশ্নের মান - ১
- জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস - ৪০
- গণিত (মাধ্যমিক) - ৩০
- রিজনিং - ৩০
(বিঃ দ্রঃ – ১ প্রশ্ন ভুলের জন্য -০.২৫ অর্থাৎ চারটি প্রশ্ন ভুলের জন্য ১ নম্বর কাটা হবে)
Physical Measurement Test (PMT)
পুরুষ প্রার্থী | উচ্চতা | ওজন | ছাতি |
---|---|---|---|
অন্যান্য | ১৬৭ সেমি | ৫৭ কেজি | ৭৮ সেমি |
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST | ১৬০ সেমি | ৫৩ কেজি | ৭৬ সেমি |
মহিলা প্রার্থী | উচ্চতা | ওজন |
---|---|---|
অন্যান্য | ১৬০ সেমি | ৪৯ কেজি |
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST | ১৫২ সেমি | ৪৫ কেজি |
Physical Efficiency Test (PET)
প্রার্থী | দৌড় | সময় |
---|---|---|
পুরুষ | ১৬০০ মিটার | ৬ মিনিট ৩০ সেকেন্ড |
মহিলা | ৮০০ মিটার | ৪ মিনিট ৩০ সেকেন্ড |
মেন পরীক্ষা
❐ মোট নম্বর - ৮৫
❐ সময় - ১ ঘণ্টা
❐ প্রশ্নের ধরন - MCQ
❐ প্রতিটি প্রশ্নের মান - ১
- জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস - ২৫
- ইংরাজি - ১০
- গণিত (মাধ্যমিক) - ২৫
- রিজনিং - ২৫
(বিঃ দ্রঃ - ১ প্রশ্ন ভুলের জন্য -০.২৫ অর্থাৎ চারটি প্রশ্ন ভুলের জন্য ১ নম্বর কাটা হবে)
ইন্টারভিউ
❐ ইন্টারভিউটি হবে ১৫ নম্বরের এবং আগের ধাপের প্রিলিমিনারি পরীক্ষা, PMT & PET এবং মেন পরীক্ষায় উর্ত্তীণ যোগ্য পরীক্ষার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।
সিলেবাসের বিষয়বস্তু
০১. জেনারেল নলেজ
● সাধারণ জ্ঞান
● কারেন্ট অ্যাফেয়ার্স
● ভারতের অর্থনীতি
● ভারতের ইতিহাস
● ভারতীয় সংস্কৃতি
● ভারতীয় সাহিত্য
● জীবন বিজ্ঞান
● ভৌত বিজ্ঞান
● ভারতীয় সংবিধান
● খেলাধুলা
● পুরস্কার
● চলচ্চিত্র
● কম্পিউটার
০২. ইংরেজি
● Grammar
● Unseen Passages
● Error Correction
● Idioms & Phrases
● Comprehension
● Fill in the Blanks
● Sentence Rearrangement
● Subject-Verb Agreement
● Synonyms
● Articles
● Adverb
● Vocabulary
● Tenses
● Antonyms
● Verb
০৩. গণিত
● অনুপাত ও সমানুপাত
● অংশীদারি কারবার
● গড়
● সময় ও কার্য
● নল ও চৌবাচ্চা
● সময় ও দূরত্ব
● ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব
● নৌকা ও স্রোত
● শতকরা
● লাভ ও ক্ষতি
● সরল সুদ
● চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস
● মিশ্রণ
● ইত্যাদি
০৪. রিজনিং
● সংখ্যা শ্রেনি
● বর্ণ শ্রেনি
● শ্রেনিবিভাজন
● সাদৃশ্য
● সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
● দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
● ভেনচিত্র
● লুপ্ত সংখ্যা নির্ণয়
● ম্যাট্রিক্স কোডিং
● বর্ণমালা সংক্রান্ত সমস্যা
● সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
● গাণিতিক ক্রিয়া
● যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
● রক্তের সম্পর্ক
● আসন বিন্যাস
● বিবৃতি ও অনুমান
● চিত্রদল গঠন
● জ্যামিতিক চিত্র গণনা
কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF টি পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস
File Format: PDF
No. of Pages: 04
File Size: 545 KB
No comments:
Post a Comment