Breaking




Sunday, 8 October 2023

ডঃ রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

ডঃ রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Dr. Rajendra Prasad Question Answers PDF

ডঃ রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
ডঃ রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আমরা এই পোস্টটির মধ্যে যে সমস্ত প্রশ্ন গুলি তোমাদের জন্য হাজির হয়েছি সেই প্রশ্ন গুলি বিভিন্ন রকম চাকরীর পরীক্ষার জন্য এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি প্রশ্ন গুলি দেখে নাও। 

ডঃ রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন ?
Ans: রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন 

 রাজেন্দ্র প্রসাদ এর জন্ম কোথায় হয় ?
Ans: বিহারে 

 রাজেন্দ্র প্রসাদ এর জন্ম কবে হয় ?
Ans: ৩ ডিসেম্বর ১৮৮৪ সালে 

 রাজেন্দ্র প্রসাদ এর পিতার নাম কী ?
Ans: মহাদেব সহাই

 রাজেন্দ্র প্রসাদ এর মাতার নাম কী ?
Ans: কমলেশ্বরী দেবী

 কোন বয়সে তাকে ফারসি, হিন্দি এবং পাটিগণিত শেখার জন্য একজন মৌলভীর নির্দেশনায় রাখা হয়েছিল ? 
Ans: ৫ বছর

 রাজেন্দ্র প্রসাদ কার সাথে বিয়ে করেছিলেন ?
Ans: রাজবংশী দেবীর

 রাজেন্দ্র প্রসাদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন ? 
Ans: কলকাতা বিশ্ববিদ্যালয়

 রাজেন্দ্র প্রসাদ কোন সালে আইন বিষয়ে মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন ?
Ans: ১৯১৫ সালে

 রাজেন্দ্র প্রসাদ মাস্টার্স পরীক্ষায় কোন পদ জিতে ছিলেন ?
Ans: স্বর্ণপদক

 রাজেন্দ্র প্রসাদ এর দলের নাম কী ?
Ans: ভারতীয় জাতীয় কংগ্রেস

 রাজেন্দ্র প্রসাদ কবে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ? 
Ans: ১৯৩৪ সালে

 ডঃ রাজেন্দ্র প্রসাদ ভারতে কততম রাষ্ট্রপতি ছিলেন ? 
Ans: প্রথম

 রাজেন্দ্র প্রসাদের লিখে বইটির নাম কি ? 
Ans: ভারত বিভক্ত (India Divided)

 রাজেন্দ্র প্রসাদ কবে ভারতের রাষ্ট্রপতি হোন ?
Ans: ১৯৫০ সালে

 ডঃ রাজেন্দ্র প্রসাদ কোন সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ?
Ans: ১৯৫০ থেকে ১৯৬২

 ডঃ রাজেন্দ্র প্রসাদের রাষ্ট্রপতিত্ব কালে কে উপ- রাষ্ট্রপতি ছিলেন ? 
Ans: এইচ সি মুখার্জি

 ডঃ রাজেন্দ্র প্রসাদ পেশায় কি ছিলেন ? 
Ans: আইনজীবী

 রাজেন্দ্র প্রসাদ কবে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন ? 
Ans: ১১ই ডিসেম্বর ১৯৪৬

 ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি হিসাব কতদিন স্থায়ী ছিলেন ? 
Ans: ১৯৪৮ থেকে ১৯৫০ সাল

 রাজেন্দ্র প্রসাদ কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন ? 
Ans: ১৯১১ সালে

 রাজেন্দ্র প্রসাদ কবে খাদ্য ও কৃষি মন্ত্রী হন ? 
Ans: ১৯৪৬ সালে

 রাজেন্দ্র প্রসাদ কবে মারা যান ?
Ans: ২৮ ফেব্রুয়ারি ১৯৬৩ সালে

রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক

File Details :: 

File Name: ডঃ রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  171 KB   



No comments:

Post a Comment