Breaking




Thursday 14 September 2023

G20 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || G20 Questions Answers In Bengali PDF

G20 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || G20 Questions Answers In Bengali PDF

G20 সম্মেলন সম্পর্কিত প্রশ্ন উত্তর
G20 সম্মেলন সম্পর্কিত প্রশ্ন উত্তর 
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে ২০২৩ সালের G20 সম্মেলনের নেতৃত্ব ভারতে প্রধান মন্ত্রী করেছেন, যেটা আমরা সকলেই বিভিন্ন মাধ্যমের দ্বারা দেখিছি। আমরা অনেকেই আছি যারা এই G20 সম্মেলন সম্পর্কে কিছুই জানিনা এবং অনেকেই আছি যারা সামান্ন কিছু জানি, তাই আজকে আমরা তোমাদের সেই ধারনাকে পরিপূর্ণতা দিয়ে নিয়ে হাজির হয়েছি জি ২০ সম্মেলন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। 
আমরা এই পোস্টটির মধ্যে G20 সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে গুলি তোমাদের আগত সকল পরীক্ষা গুলির কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের উল্লেখযোগ্য প্রশ্ন। 
তাই তোমরা এর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং পারে মুখস্ত করে নিতে পারো। 

জি ২০ সম্মেলন সম্পর্কিত প্রশ্ন উত্তর

G6-এর প্রথম অফিশিয়াল মিটিং কবে হয় ? 
Ans :: ১৯৭৫ সালে

G6-এর কোন কোন দেশ গুলি যুক্ত ছিল ?
Ans :: আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি এবং জাপান।

G7 কবে গঠিত হয় ?
Ans :: ১৯৭৬ সালে 

G7-এর কোন কোন দেশ গুলি যুক্ত ছিল ?
Ans :: আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, জাপান এবং কানাডা

G8 কবে গঠিত হয় ?
Ans :: ১৯৯৮ সালে

G8 -এর কোন কোন দেশ গুলি যুক্ত ছিল ?
Ans :: আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, জাপান, কানাডা এবং রাশিয়া 

রাশিয়া কে কবে G8 গ্রুপ থেকে বাদ দেওয়া হয় ?
Ans :: ২০১৪ সালে 

G20 কবে গঠিত হয় ?
Ans :: ২৬শে সেপ্টেম্বর ১৯৯৯

G20 গ্রুপ কাদের দ্বারা গঠিত হয় ?
Ans :: G7-এর ফাইনান্স মিনিস্টারদের দ্বারা

G20 গ্রুপে কয়টি দেশ যুক্ত আছে ?
Ans :: ১৯টি দেশ এবং একটি ইউরোপীয় উনিয়ন

G20 গ্রুপের মিটিং কাদের দ্বারা অনুষ্ঠিত হত ?
Ans :: দেশ গুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর দের সঙ্গে।

G20 গ্রুপের অফিশিয়াল সাবমিট কবে হয় ?
Ans :: ২০০৮ সালে 

G20 গ্রুপের প্রথম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Ans :: ২০০৮ সালে

G20 গ্রুপের মিটিং কোন সিস্টেমে পরিচালিত হয় ?
Ans :: Troika System

ত্রইকা সিস্টেম কী ?
Ans :: ত্রইকা সিস্টেমে তিনটি দেশ এক সঙ্গে কাজ করে, যেখানে বর্তমান G20 প্রেসিডেন্ট, গত বছরের G20 প্রেসিডেন্ট এবং আগত G20 প্রেসিডেন্ট। 

G20 গ্রুপের মূল লক্ষ্য কি ? 
Ans :: বিশ্বে আর্থিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন প্রচার করা।

G20 এর পুরো নাম কি ?
Ans :: Group Of Twenty

ভারত কত সালে G20 গ্ৰুপের সদস্য হয় ?
Ans :: ১৯৯৯ সালে

G20 শীর্ষ সম্মেলন কোন দেশ প্রথম আয়েজন করেছিল ?
Ans :: আমেরিকা

কোন দেশ এখনও পর্যন্ত দুবার G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ?
Ans :: আমেরিকা

2022 G20 সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল ?
Ans :: ইন্দনেশিয়া

2022 G20 সম্মেলন কত তম সম্মেলন ?
Ans :: ১৭ তম

2023 G20 সম্মেলন কত তম সম্মেলন ?
Ans :: ১৮ তম

2023 সালে G20 সম্মেলন কোন দেশ আয়োজন করেছে ?
Ans :: ভারত

ভারতের কোথায় 2023 G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ?
Ans :: নিউ দিল্লি

2023  G20 সম্মেলন কবে আয়োজিত হয়েছে ?
Ans :: ৯ই এবং ১০ই সেপ্টেম্বর

2024 সালে G20 সম্মেলন কোন দেশ আয়োজন করবে ? 
Ans :: ব্রাজিল

2024 সালে G20 সম্মেলন কত তম সম্মেলন ?
Ans :: ১৯ তম

2025 সালে G20 সম্মেলন কোন দেশ আয়োজন করবে ? 
Ans :: দক্ষিণ আফ্রিকা

2023 সালের G20 সম্মেলনের থিম কি ?
Ans :: "বসুধৈব কুটুম্বকম" বা One Earth One Family One Future (এক পৃথিবী-এক পরিবার-এক ভবিষ্যত)

❒ 2023 G20-এর থিম "বসুধৈব কুটুম্বকম" কোন গ্রন্থ থেকে নেওয়া ?
Ans :: প্রাচীন সংস্কৃত গ্রন্থ মহাউপনিষদ।

2023 G20 সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন ?
Ans :: নরেন্দ্র মোদী

2023 G20 সম্মেলনের অফিসিয়াল ভাষা কি ছিল ?
Ans :: ইংরেজি, ফ্রেচ, স্প্যানিশ।

সম্প্রতি G20 এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হল ?
Ans :: আফ্রিকান ইউনিয়ন

বর্তমানে G20-এর সদস্য দেশ কয়টি ?
Ans :: ১৯টি দেশ এবং দুটি সংস্থা (ইউরোপীয় উনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন)

G20 সম্মেলনে ভারত মণ্ডপে কার 28 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে ?
Ans :: নটরাজ

G-20 গ্রুপে কয়টি মহাদেশ অন্তর্ভুক্ত আছে ?
Ans :: তিনটি (এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার)

G20 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: G20 সম্মেলন সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  237 KB



No comments:

Post a Comment