ভারতের কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF |
ডিয়ার স্টুডেন্টস,
আজ তোমাদের সঙ্গে ভারতীয় সংবিধানের একটি খুবই প্রয়োজনীয় পোস্ট সম্পর্কে শেয়ার করছি। যে পোস্টটি তোমাদের আগত সকল পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। আমাদের আজকের পোস্টটি হল - কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF যে পোস্টটিতে ভারতের কিছু গুরুত্বপূর্ণ পদ গুলি কে শপথ বাক্য পাঠ সম্পর্কে তালিকা এবং প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকাটি এবং প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও।
কে কাকে শপথ বাক্য পাঠ করান তালিকা
পদ | শপথ বাক্য পাঠ করান |
---|---|
প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
রাষ্ট্রপতি | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি |
উপরাষ্ট্রপতি | রাষ্ট্রপতি |
রাজ্যপাল | হাইকোর্টের প্রধান বিচারপতি |
মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
অন্যান্য মন্ত্রী | রাষ্ট্রপতি |
MLA | রাজ্যপাল |
লোকসভার স্পিকার | রাষ্ট্রপতি |
লোকসভার ডেপুটি স্পিকার | রাষ্ট্রপতি |
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | রাজ্যপাল |
হাইকোর্টের অন্যান্য বিচারপতি | রাজ্যপাল |
মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
কম্পট্রোলার ও অডিটর জেনারেল | রাষ্ট্রপতি |
অ্যাটর্নি জেনারেল | রাষ্ট্রপতি |
ভারতের কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের কে কাকে শপথ বাক্য পাঠ করান
File Format: PDF
No. of Pages: 01
File Size: 126 KB
ভারতের কে কাকে শপথ বাক্য পাঠ করান সম্পর্কিত প্রশ্ন উত্তর
❏ ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
❏ ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: হাইকোর্টের প্রধান বিচারপতি
❏ ভারতের মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাজ্যপাল
❏ ভারতের অন্যান্য মন্ত্রী দের কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের MLA দের কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাজ্যপাল
❏ ভারতের লোকসভার স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের লোকসভার ডেপুটি স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাজ্যপাল
❏ ভারতের হাইকোর্টের অন্যান্য বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাজ্যপাল
❏ ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
❏ ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে শপথ বাক্য পাঠ করান ?
Ans :: রাষ্ট্রপতি
No comments:
Post a Comment