Breaking




Tuesday, 8 August 2023

গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সদস্যরা কে কত টাকা ভাতা পান ?

গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সদস্যরা কে কত টাকা ভাতা পান ?

গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সদস্যরা কে কত টাকা ভাতা পান
গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সদস্যরা কে কত টাকা ভাতা পান
নমস্কার বন্ধুরা,
গত কয়েক সপ্তাহ আগে বহু উত্তেজনার সাথে,বহু খুনখুনি, ব্যাপক কারচুপি এবং অনিয়মের মাধ্যমে রাজ্যে ২০২৩ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হল, যার ফলপ্রকাশ ও হয়ে গেছে যেখানে বাংলার সবকটি জেলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের জয় জয় কার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিরোধী দল গুলি পঞ্চায়েত স্তরের কিছু কিছু জায়গায় অল্প সংখ্যক সিট পেলাও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে কোন রকম ছাপ ফেলতে পারেনি। 

যেহেতু বহু উত্তেজনা, বহু খুনখুনি, ব্যাপক কারচুপি এবং অনিয়মের মাধ্যমে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেহেতু অনেক মামলা এবং অভিযোগ নিয়ে অনেকে হাইকোর্টে দ্বারস্থ হয়। সেই সমস্থ মামলার ভিত্তিতে হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছে। ২০১৮ সালের পর এই বছরের পঞ্চায়েত নির্বাচনে তিনটি স্তর মিলিয়ে প্রায় ৭০ হাজার সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা এখন শেয়ার করবো এই ৭০ হাজার সদস্যের মধ্যে কে কত টাকা ভাতা পান। 

তোমাদের এখনকার সদস্যদের বেতন ভাতা সম্পর্কে বলার আগে এই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা কে কত টাকা ভাতা পেতেন তার সম্পর্কে কিছু তথ্য শেরা করছি। বাম আমলের হাত ধরে বাংলায় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সুসংহতভাবে গড়ে উঠলেও সেই সময় প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতিদের খুব সামান্য টাকা ভাতা দেওয়া হতো। আর সাধারণ সদস্যরা প্রায় কিছুই পেতেন না। তাঁরা কোন‌ও বৈঠকে যোগ দিলে মাত্র ১৫০ টাকা করে গাড়ি ভাড়া পেতেন।

তারপর ২০১১ সালে মমতার সরকার ক্ষমতায় আশার আগে অর্থাৎ বাম আমলের একদম শেষের দিকে পঞ্চায়েত প্রধানদের ভাতা ছিল মাসে ২,০০০ টাকা। পঞ্চায়েত সমিতির সভাপতিরা ভাতা পেতেন ২,৮০০ টাকা। জেলা পরিষদের সভাধিপতিদের ভাতা ছিল ৩,৫০০ টাকা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের দেওয়া হতো ৩,০০০ টাকা

২০১৭ সালে রাজ্যের পঞ্চায়েত স্তরে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু'বার পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাতা বৃদ্ধি করেছেন। বর্তমানে রাজ্যের পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাতার পরিমাণ- 

পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাতার তালিকা 

জেলা পরিষদ স্তর

সভাধিপতি ৯,০০০ টাকা
কর্মাধ্যক্ষ ৭,০০০ টাকা
সাধারণ সদস্য ৫,০০০ টাকা

পঞ্চায়েত সমিতি স্তর 

সভাপতি ৬,০০০ টাকা
কর্মাধ্যক্ষ ৫,০০০ টাকা
সাধারণ সদস্য ৩,৫০০ টাকা

গ্রাম পঞ্চায়েত স্তরে

প্রধান ৫,০০০ টাকা
সাধারণ সদস্য ৩,০০০ টাকা

ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের এই ভাতা বৃদ্ধির বিষয়টি তোমাদের কীরকম লেগেছে একটু নিজস্ব মতামত কমেন্ট করে জানাবে। 


No comments:

Post a Comment