Breaking




Wednesday, 3 April 2024

WBP কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF

WBP কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF || WBP Constable & Lady Constable Question Answers PDF

WBP কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
WBP কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
ডিয়ার কনস্টেবল পরীক্ষার্থী,
তোমরা সকলেই জানো যে এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। আমরা আশা করছি তোমরা সকলেই এই পরীক্ষায় প্রস্তুতি জোর কদমেই নিচ্ছো। আমরা আজকে তোমাদের সেই প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তোলার জন্য আমরা নিয়ে হাজির হয়েছি, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। 
যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলা, আমরা আশাকরছি তোমাদের এই প্রশ্ন গুলি দারুন ভাবে কাজে আসবে। তাই তোমরা অবিলম্বে প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং প্রচুর পরিমানে বন্ধুদের শেয়ার করবো। 

কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 

০১. কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন ?
[A] 217 
[B] 219
[C] 221
[D] 223

০২. ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কাদের উপনিবেশ ছিল ?
[A] ওলন্দাজ
[B] পর্তুগিজ
[C] ব্রিটিশ
[D] ফরাসি 

০৩. ইউরেনাস গ্রহ কে আবিষ্কার করেন ?
[A] গ্যালিলিও
[B] কোপার্নিকাস
[C] উইলিয়াম হাসচেল 
[D] টলেমি

০৪. ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস কোন দিন পালন করা হয় ?
[A] 20 জানুয়ারি
[B] 16 সেপ্টেম্বর 
[C] 27 অক্টোবর
[D] 15 জুলাই

০৫. নিচের কোন গ্যাস পৃথিবীতে পরিমাণের দিক থেকে দ্বিতীয় ?
[A] আর্গন
[B] নাইট্রোজেন
[C] কার্বন ডাই অক্সাইড
[D] অক্সিজেন 

০৬. মাউন্টব্যাটেন পরিকল্পনা কত সালে প্রকাশিত হয় ?
[A] 1945 সালে
[B] 1946 সালে
[C] 1947 সালে
[D] 1948 সালে 

০৭. জলের আপেক্ষিক তাপ কত ?
[A] এক ক্যালোরি প্রতি গ্রাম 
[B] এক জুল প্রতি গ্রাম
[C] এক ওয়াট প্রতি গ্রাম
[D] এক ব্রিটিশ থার্মাল ইউনিট

০৮. শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে ?
[A] ক্যাটাগরিজম
[B] অ্যানাবলিজম
[C] মেটাবলিজম 
[D] কোনটাই নয়

০৯. 'Seven Moons of Maali Almeida' কে লিখেছেন  ?
[A] চেতন ভগৎ
[B] সেহান করুণাতিলাকা 
[C] সালমান রুশদি
[D] অরুন্ধতী রায়

১০. কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী পায়  ?
[A] এলাহাবাদের চুক্তি 
[B] সলবাইয়ের চুক্তি
[C] ম্যাঙ্গালোরের চুক্তি
[D] গন্ডমাকের চুক্তি

১১. মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন ?
[A] বালাজি বিশ্বনাথ
[B] দ্বিতীয় বাজিরাও 
[C] ছত্রপতি শিবাজী
[D] মাধব রাও

১২. ব্যাটারীতে শক্তির কিরূপ রূপান্তর ঘটে ?
[A] যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
[B] বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি
[C] রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি 
[D] যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি

১৩. USB কি ধরনের Storage ?
[A] Secondary 
[B] Primary
[C] Tertiary
[D] Auxiliary

১৪. 'পদাতিক কবি' কাকে বলা হয় ?
[A] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[B] সুভাষ মুখোপাধ্যায় 
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] কাজী নজরুল ইসলাম

১৫. কত সালে ভারতে প্রথম ডাকটিকিট চালু হয় ?
[A] 1863 সালে
[B] 1852 সালে 
[C] 1869 সালে
[D] 1858 সালে

১৬. 'Diamond City of India' কোন শহরকে বলা হয় ?
[A] পুনে
[B] নিউ দিল্লি
[C] ম্যাঙ্গালোর
[D] সুরাট 

 ১৭. পোলো খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে ?
[A] চীন
[B] ইরান 
[C] অস্ট্রেলিয়া
[D] ইংল্যান্ড

১৮. সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার মধ্যে কত সালে আলিনগরের সন্ধি হয় ?
[A] 1752 সালে
[B] 1765 সালে
[C] 1793 সালে
[D] 1757 সালে 

১৯. default এ কোনো document কিসে প্রিন্ট হয় ?
[A] landscape
[B] print view
[C] page setup
[D] portrait 

২০. লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামীরা কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন ?
[A] অনুশীলন সমিতি
[B] যুগান্তর
[C] HSRA 
[D] অভিনব ভারত

২১. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম ?
[A] হরিয়ানা 
[B] বিহার
[C] কেরালা
[D] পাঞ্জাব

২২. পাবলিক অ্যাকাউন্স কমিটির সভাপতি কে হন ?
[A] লোকসভার স্পিকার
[B] রাষ্ট্রপতি
[C] বিরোধী দলনেতা 
[D] ক্যাবিনেট সচিব

২৩. ভোল্ট/মিটার কোন রাশিটির একক ?
[A] তড়িৎ বিভব
[B] কার্য
[C] বল
[D] তড়িৎ প্রাবল্য 

২৪. কোন সময় ভক্তি আন্দোলনের সূচনা হয় ?
[A] গুপ্ত যুগে
[B] ব্রিটিশ শাসনকালে
[C] সুলতানি যুগে 
[D] মৌর্য যুগে

২৫. কাকে 'সকল উত্তরাপথনাথ' বলা হত ?
[A] সমুদ্রগুপ্ত
[B] হর্ষবর্ধন 
[C] কনিষ্ক
[D] আশোক

২৬. DNA কোষের কোথায় থাকে ?
[A] নিউক্লিয়াসে 
[B] সেন্ট্রিওলে
[C] নিউক্লিয় প্লাজমে
[D] মাইটোকন্ড্রিয়ায়

২৭. প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
[A] আফজল খান ও শিবাজী 
[B] হুমায়ূন ও শেরশাহ
[C] মারাঠা ও ব্রিটিশ
[D] ইব্রাহিম লোদী ও বাবর

২৮. নিচের কোন খনিজটি শরীরের বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ করে ?
[A] আয়োডিন 
[B] ফসফরাস
[C] ক্যালসিয়াম
[D] উপরের সবগুলো

২৯. নিচের মধ্যে কোন ভিটামিনকে টোকোফেরোল বলা হয় ?
[A] A
[B] C
[C] B2
[D] E 

৩০. রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত ?
[A] ভলিবল
[B] ফুটবল
[C] গলফ 
[D] হকি

কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details :: 

File Name: WBP কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  279 KB   



No comments:

Post a Comment