Breaking




Sunday, 6 August 2023

SSC-র মাধ্যমে প্রচুর শূন্যপদে স্টেনোগ্রাফার পদে নিয়োগ,১২০৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

SSC-র মাধ্যমে প্রচুর শূন্যপদে স্টেনোগ্রাফার পদে নিয়োগ, ১২০৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

SSC-র মাধ্যমে প্রচুর শূন্যপদে স্টেনোগ্রাফার পদে নিয়োগ
SSC-র মাধ্যমে প্রচুর শূন্যপদে স্টেনোগ্রাফার পদে নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে। তাই তোমরা যারা এই স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ সম্পর্কে আগ্রহী আছো তাহলে নীচে দেয়া যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে খুব ভালো ভাবে পড়ে নাও এবং নির্দিষ্ট সময়ের আবেদন করে দাও। 

পদের নাম ➥ Stenographer (Grade- C, Grade- D)

মোট শূন্যপদ ➥ ১২০৭ টি।

শূন্যপদের বিন্যাসUR- ৫৪৮ টি, EWS- ৯৬ টি, OBC- ২৯৪ টি, SC- ১৭৮ টি, ST- ৯১ টি

শিক্ষাগত যোগ্যতা ➥ এই স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে আবেদন করার ক্ষেত্রে স্টেনোগ্রাফিতে নির্দিষ্ট ডিগ্রী অথবা কাজের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা ➥ উভয় পদের জন্য প্রার্থীর বয়স ১লা আগস্ট ২০২৩ তারিখের মধ্যে। 
  • Grade- C পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • Grade- D পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন ➥ 
  • Grade- C পদের ক্ষেত্রে  ৪,২০০ টাকা অথবা ৪,৪০০ টাকা এবং অন্যান্য ভাতা উপলব্ধ আছে।
  • Grade- D পদের ক্ষেত্রে ২,৪০০ টাকা এবং অন্যান্য ভাতা উপলব্ধ আছে।

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের স্টেনোগ্রাফার পদে আবেদনের করতে হবে অনলাইনের মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি ➥ স্টেনোগ্রাফার Grade- C, Grade- D পদে নিয়োগের জন্য ৫টি ধাপে নিয়োগ করা হবে। 
  1. কম্পিউটার বেসড পরীক্ষা
  2. স্কিল টেস্ট
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. মেডিকেল টেস্ট
  5. ইন্টারভিউর 

আবেদন মূল্য ➥ 
  • GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০ টাকা।
  • SC, ST, Women, Ex-servicemen এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ➥ 

আবেদন শুরু ২রা আগস্ট ২০২৩
আবেদন শেষ ২৩শে আগস্ট ২০২৩

✐ গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment