Breaking




Thursday, 3 August 2023

গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর PDF || Important Geography Questions Answer PDF

গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর PDF || Important Geography Questions Answer PDF

গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর PDF
গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে থাকছে পশ্চিমবঙ্গ জেল পুলিশ,কলকাতা পুলিশ,পশ্চিমবঙ্গ লেডি পুলিশ,রেল,WBCS, ফুড সাব ইন্সপেক্টর এবং আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য বাছাই করা ৪০টি ভূগোল MCQ প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও, কারন সমস্থ চাকরীর পরীক্ষা গুলির জন্য ভূগোল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
অতএব আর সময় নষ্ট নাকরে তাড়াতাড়ি আমাদের দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং যদি মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখতে পারো। 

গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর

০১. সূর্য এবং পৃথিবীর মধ্যে নূন্যতম দূরত্ব কবে হয় ?
(A) ২২ শে ডিসেম্বর
(B) ২২ শে সেপ্টেম্বর
(C) ২১ শে জুন
(D) ৩ রা জানুয়ারী 

০২. 'কর্কটক্রান্তি রেখা' ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মিজোরাম
(C) গুজরাট
(D) উত্তরপ্রদেশ 

০৩. নীল গ্রহ কাকে বলা হয় ?
(A) পৃথিবী 
(B) ইউরেনাস
(C) শনি
(D) প্লুটো

০৪. 'বন্দীপুর অভয়ারণ্য' কোথায় অবস্থিত ?
(A) গুজরাট
(B) উড়িষ্যা
(C) কর্ণাটক 
(D) রাজস্থান

০৫. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
(A) সিন্ধু
(B) হোয়াংহো
(C) ইয়াংজে 
(D) গঙ্গা

০৬. নীচের কোনটি যমজ শহর নয় ?
(A) হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
(B) দূর্গাপুর ও আসানসোল
(C) কলকাতা ও হাওড়া
(D) দিল্লি ও নিউ-দিল্লি 

০৭. কোন শহর উৎসবের শহর নামে পরিচিত ?
(A) বারাণসী
(B) নাগপুর
(C) মাদুরাই 
(D) জয়পুর

০৮. সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা কত ?
(A) ৪০০০ ডিগ্রি সেলসিয়াস
(B) ৩০০০ ডিগ্রি সেলসিয়াস
(C) ৯০০০ ডিগ্রি সেলসিয়াস
(D) ৬০০০ ডিগ্রি সেলসিয়াস 

০৯. সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে ?
(A) প্রণাল
(B) যোজক
(C) উপহ্রদ 
(D) উপসাগর

১০. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
(A) গোয়ায়
(B) কর্নাটকে 
(C) পশ্চিমবঙ্গে
(D) মিজোরামে

১১. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ?
(A) সমকালীন রেখা - সময়
(B) সমবর্ষণ রেখা – আদ্রতা 
(C) সমচাপ রেখা - চাপ
(D) সমোষ্ণ রেখা - উষ্ণতা

১২. নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম-
(A) কানাডা
(B) ভিয়েতনাম
(C) পেরু
(D) ভ্যাটিকান সিটি 

১৩.
নিম্নলিখিত কোন গ্রহদুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত ?
(A) নেপচুন ও শুক্র
(B) শুক্র ও বুধ 
(C) বৃহস্পতি ও বুধ
(D) মঙ্গল ও শনি

১৪. কোন নদী/নদ কে 'বাংলার দুঃখ' বলা হয় ?
(A) অজয়
(B) ভাগীরথী
(C) দামোদর 
(D) তিস্তা

১৫. কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত ?
(A) বাঘ
(B) হাতি
(C) সজারু
(D) একশৃঙ্গ গন্ডার 

১৬. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ?
(A) ভারত ও মায়ানমার
(B) ভারত ও মালদ্বীপ
(C) ভারত ও চীন 
(D) চীন ও রাশিয়া

১৭. আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত ?
(A) রাজস্থান 
(B) হিমাচল প্রদেশ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) গুজরাট

১৮. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে-
(A) অর্ধেক দিন পিছিয়ে যায়
(B) অর্ধেক দিন এগিয়ে যায়
(C) একদিন এগিয়ে যায়
(D) একদিন পিছিয়ে যায় 

১৯. 'গরবা' নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
(A) ছত্রিশগড়
(B) গুজরাট 
(C) উত্তর প্রদেশ
(D) রাজস্থান

২০. 'সিটি অফ প্যালেস' কাকে বলা হয় ?
(A) হায়দ্রাবাদ
(B) জয়পুর
(C) দিল্লি
(D) কলকাতা 

২১. ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
(A) আরবসাগর
(B) হিমালয়
(C) আন্টার্কটিকা 
(D) ভারত মহাসাগর

২২. ৩৮ তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশ কে ?
(A) ভারত ও নেপাল
(B) ভারত ও পাকিস্তান
(C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 
(D) ভিয়েতনাম ও কাম্পুচিয়া

২৩. 'রোহিঙ্গারা' কোথাকার অধিবাসী ?
(A) ভুটান
(B) ফিলিপিন্স
(C) তিব্বত
(D) মায়ানমার 

২৪. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি ?
(A) আরাবল্লী 
(B) নীলগিরি
(C) বিন্ধ
(D) হিমালয়

২৫. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
(A) প্লুটো
(B) বুধ
(C) বৃহস্পতি
(D) নেপচুন 

২৬. পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে ?
(A) বাঁকুড়া
(B) বীরভূম
(C) পশ্চিম মেদিনীপুর
(D) পুরুলিয়া 

২৭. কেরালার উপকূলভাগ কি নামে পরিচিত ?
(A) মালাবার 
(B) করমন্ডল
(C) উৎকল
(D) কোঙ্কন

২৮. 'ডোকলাম' বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল ?
(A) ভারত ও নেপাল
(B) ভারত ও চীন 
(C) ভারত ও ভুটান
(D) ভারত ও পাকিস্তান

২৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায় ?
(A) কেরালা 
(B) আসাম
(C) অন্ধ্রপ্রদেশ
(D) তামিলনাড়ু

৩০. সবচেয়ে বেশী জনঘনত্বপূর্ন রাজ্য কোনটি ?
(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার 
(C) উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র

৩১. 'ঝুম' কথাটি কি বোঝাতে ব্যবহৃত হয় ?
(A) রাজনৈতিক আন্দোলন
(B) প্রচলিত নৃত্য
(C) পরিবেশ আন্দোলন
(D) কৃষি কাজ 

৩২. নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোন জায়গাটি অন্যদের থেকে আলাদা-
(A) কলকাতা
(B) পারাদ্বীপ
(C) হলদিয়া
(D) রাঁচি 

৩৩. কর্কটক্রান্তি রেখা নিচের কোন জেলার উপর দিয়ে গেছে ?
(A) কোচবিহার
(B) নদীয়া 
(C) মালদহ
(D) দক্ষিণ ২৪ পরগনা

৩৪. নিম্নলিখিত কোন অঞ্চলটি পশ্চিমবঙ্গের অংশ নয় ?
(A) সুন্দরবন
(B) সাঁওতাল পরগনা 
(C) জঙ্গলমহল
(D) ডুয়ার্স

৩৫. নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মস্থান বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ?
(A) ওড়িশা 
(B) বিহার
(C) পশ্চিমবঙ্গ
(D) অসম

৩৬. ফারাক্কা ব্যারেজ প্রকল্পের বিপরীত দিকে কোন জেলা দুটি অবস্থিত ?
(A) নদীয়া ও মালদহ
(B) মালদহ ও মুর্শিদাবাদ 
(C) মালদহ ও বীরভূম
(D) কোনোটিই নয়

৩৭. কোন খনিজ পদার্থকে/শস্যকে কালো হীরে বলে ?
(A) লোহা
(B) কফি
(C) কয়লা 
(D) চা

৩৮. সৌরজগতের সব থেকে বড় গ্রহ হল-
(A) শনি
(B) পৃথিবী
(C) বৃহস্পতি 
(D) মঙ্গল

৩৯. পুরী শহর কোন রাজ্যে অবস্থিত ?
(A) বিহার
(B) কর্ণাটক
(C) ওড়িশা 
(D) পশ্চিমবঙ্গ

৪০. জলপাইগুড়ি সাথে আন্তর্জাতিক সীমান্ত আছে-
(A) নেপাল ও ভুটানের
(B) ভুটানের
(C) নেপাল ও বাংলাদেশের
(D) ভুটান ও বাংলাদেশের 

৪১. ভারতের জনগণনা হয় কত বছর অন্তর ?
(A) ৫ বছর
(B) ৮ বছর
(C) ১০ বছর 
(D) ৩ বছর

৪২. নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন সীমানা নেই-
(A) ঝাড়খন্ড
(B) অন্ধ্রপ্রদেশ 
(C) ওড়িশা
(D) অসম


গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর 

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  212 KB 


No comments:

Post a Comment