Breaking




Tuesday, 29 August 2023

চন্দ্রযান ২ এবং ৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

চন্দ্রযান ২ এবং ৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Chandrayaan 2 and 3 Question Answers PDF

চন্দ্রযান ২ এবং ৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
চন্দ্রযান ২ এবং ৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে মিশন চন্দ্রযান - ২ অসফল হওয়ার পর, পুনরায় সঠিক ভাবে প্রস্তুতি নেবার পর গত কয়েকদিন আগে চন্দ্রযান - ৩ পারি দেয় এবং সেটি সফল ভাবে, সঠিক জায়গায়, সঠিক সময়ে ল্যান্ড করে। যেটা সমগ্র পৃথিবী এবং বিশেষ করে ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা চাইব ভারত আরও বড়ো বড়ো মিশন লঞ্চ করুক এবং সফল হোক। যাতে ভারতের নাম পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ে এর পাশাপাশি মহাকাশের অনেক গুরুত্বপূর্ণ এবং বড়ো বড়ো অজানা তথ্য উতঘাটন করুক। 
আমরা এখন তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো, চন্দ্রযান ৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এবং চন্দ্রযান ২ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যেখানে আমরা দুটি যান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। যে প্রশ্ন গুলি আগত লেডি কনস্টেবল, Food SI, অঙ্গনওয়াড়ি, WBP জেল পুলিশ গুলিতে ১১০% আসবেই। তাই তোমরা অবশ্যই চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর এর পাশাপাশি চন্দ্রযান ২ প্রশ্ন উত্তর গুলিও খুব ভালোভাবে দেখে রাখবে। 

চন্দ্রযান-৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর

 চন্দ্রযান-৩ লঞ্চ করা হয়েছে কোন তারিখে ?
Ans :: ১৪ই জুলাই ২০২৩

 কোথা থেকে চন্দ্রযান-৩ লঞ্চ করা হলো ?
Ans :: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে

 কটার সময় এই মিশন লঞ্চ করা হলো ?
Ans :: দুপুর ২.৩৫

 এই মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে ?
Ans :: LMV3-M4 বা GSLV Mark 3 রকেট, যেটি Fat Boy নামে পরিচিত

 LMV3-এর পুরো কথা কী ?
Ans :: Launch Vehicle Mark-III

 চন্দ্রযান-৩ মিশনের রকেট ইঞ্জিনটির নাম কী ?
Ans :: CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন

 চন্দ্রযান-৩ মিশনে কয়টি মডিউল ও কী কী ?
Ans :: ৩টি অংশ; যথা- ল্যান্ডার মডিউল, প্রপালসন মডিউল এবং রোভার

 ল্যান্ডারটির নাম কী ?
Ans :: বিক্রম

 বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে ?
Ans :: ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই-এর নামে

 এই ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে ?
Ans :: ৪ থ্রোটল

 রোভারটির নাম কী ?
Ans :: প্রজ্ঞান

 রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে ?
Ans :: ৬টি

 চন্দ্রযান-৩ মিশনে কোন মডিউল পাঠানো হয়নি ?
Ans :: মুন অরবিটার; কারণ চন্দ্রযান-২ মিশনে পাঠানো অরবিটারটি অলরেডি চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে

 চন্দ্রযান-৩-র মোট ওজন কত ?
Ans :: ৩৯০০ কেজি

 প্রপালসন মডিউলটির ওজন কত ?
Ans :: ২১৪৮ কেজি

 রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন কত ?
Ans :: ১৭৫২ কেজি

 চাঁদের কোন মেরুতে ল্যান্ড করানো হয়েছে চন্দ্রযান-৩ ?
Ans :: দক্ষিন মেরুতে

 চাঁদের দক্ষিন মেরুতে অবতরণ করা কততম দেশ ভারত ?
Ans :: প্রথম

 কত তারিখে চাঁদের দক্ষিন মেরুতে ল্যান্ড করলো চন্দ্রযান-৩ ?
Ans :: ২৩শে আগস্ট ২০২৩ তারিখে সন্ধ্যা  ৬টার সময় সফ্ট ল্যান্ডিং-এর মাধ্যমে

 এই মিশনের জীবনসীমা কত ?
Ans :: ১৪ পৃথিবী দিবস বা ১ চন্দ্র দিবালোক সময়

 চন্দ্রযান-৩ মিশনের জন্য মোট কত টাকা খরচ হয়েছে ?
Ans :: ৬১৫ কোটি টাকা

 চন্দ্রযান-৩ মিশনের প্রধান উদ্দেশ্য কী ?
Ans :: চাঁদের দক্ষিন মেরুতে সফ্ট ল্যান্ডিং
রোভারটিকে স্থাপন করে সেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা
চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্য অন্বেষণ

 চন্দ্রযান-৩ মিশনের থিম কী ?
Ans :: Science of the Moon

 চন্দ্রযান-৩ মিশনটির নেতৃত্ব দিয়েছেন কে ?
Ans :: রিতু শ্রীবাস্তব, তিনি মঙ্গলযান মিশনের ডেপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন

 ভারতের Rocket Woman নামে পরিচিত কে ?
Ans :: রিতু শ্রীবাস্তব

 মিশন চন্দ্রযান-৩ লঞ্চ করলো কোন সংস্থা ?
Ans :: ISRO

 চন্দ্রযান-১ মিশন কবে লঞ্চ করা হয়েছিল ?
Ans :: ২০০৮ সালের ২২শে অক্টোবর

 চন্দ্রযান-১ মিশনের সময় ISRO-এর চেয়ারম্যান কে ছিলেন ?
Ans :: জি. মাধবন

চন্দ্রযান-১ কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল ?
Ans :: PSLV XL-C11

চন্দ্রযান - ২ সম্পর্কিত প্রশ্ন উত্তর

চন্দ্রযান-২ কী ?
Ans ::  ভারতের দ্বিতীয় রোবোটিক চন্দ্র মিশন 

❐ চন্দ্রযান-২ –এর কয়টি অংশ কী কী ?
Ans ::  তিনটি অংশ। (অরবিটার,ল্যান্ডার এবং রোভার)

❐ ল্যান্ডারটির কী নাম দেওয়া হয়েছে ?
Ans ::  বিক্রম

❐ রোভারটির কী নাম দেওয়া হয়েছে ?
Ans ::  প্রজ্ঞান

❐ মিশনটি করার জন্য কোন রকেটের সাহায্য নেওয়া হয়েছে ?
Ans ::  GSLV Mk-III

❐ GSLV-এর পুরো কথা কী ?
Ans ::  Geosynchronous Satellite Launch Vehicle

❐ সমস্ত চন্দ্রযানটির ওজন কত ?
Ans ::  ৩৮৫০ কেজি

❐ অরবিটারটির ওজন কত ?
Ans ::  ২৩৭৯ কেজি

❐ রোভার সমেত ল্যান্ডারটির ওজন কত ?
Ans ::  ১৪৭১ কেজি

❐ শুধুমাত্র রোভারটির ওজন কত ?
Ans ::  ২৭কেজি

❐ রোভারটি কয় চাকা বিশিষ্ট ?
Ans ::  ৬ চাকা

❐ রোভার প্রজ্ঞানের গতি কত ?
Ans ::  ১সেমি/সেকেন্ড

❐ অরবিটারটির কয়টি অংশ ?
Ans ::  মোট ৮টি অংশ ,যারমধ্যে ৭টি ভারতের তৈরী

❐ অরবিটারের কোন অংশটি ভারতের তৈরী নয় ?
Ans ::  LRA (Laser Retroreflector Array)

❐ অরবিটারে থাকা সোলার প্যানেল কত পরিমান বিদ্যুত উৎপাদনে সমর্থ্য ?
Ans ::  ১০০০ওয়াট

❐ বিক্রম ল্যান্ডারে থাকা সোলার প্যানেল কত বিদ্যুত উৎপাদনে সক্ষম ?
Ans ::  ৬৫০ ওয়াট

❐ রোভারে থাকা সোলার প্যানেল কত বিদ্যুত উৎপাদনে সক্ষম ?
Ans ::  ৫০ ওয়াট

❐ অরবিটারের কাজ কী ?
Ans ::  চাঁদের কক্ষপথে ঘুরে ঘুরে চাঁদের ছবি তোলা

❐ চন্দ্রপৃষ্ঠ থেকে কত কিমি উপর থেকে অরবিটার প্রদক্ষিন করছে ?
Ans ::  ১০০ কিমি.

❐ অরবিটারের কার্যকাল কতদিন ?
Ans ::  সর্বনিম্ন ২ বছর

❐ রোভারটি কতটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারবে ?
Ans ::  ৫০০ মিটার

❐ রোভারের কাজ কী ?
Ans ::  চাঁদের মাটিতে ঘুরে ঘুরে সেন্সরের সাহায্যে বিভিন্ন ধাতু, মৌল, জলকণা ও বিভিন্ন পদার্থের অনুসন্ধান করা

❐ কবে চন্দ্রযান-২-কে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয় ?
Ans ::  ২২শে জুলাই ২০১৯; দুপুর ২টো বেজে ৪৩ মিনিটে

❐ চন্দ্রযান-২-এর জন্য কত টাকা খরচ করা হয়েছে ?
Ans ::  ৯৭৮ কোটি টাকা 

❐ চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ডার কবে চাঁদের মাটিতে স্পর্শ করে ?
Ans ::  ৭ই সেপ্টেম্বর ২০১৯ (বি. দ্র:- যদিও ল্যান্ড করার আগেই ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের)

❐ বিক্রমের কোন ধরনের ল্যান্ডিং-এর কথা ছিল এবং কী রকম ল্যান্ডিং সে করেছে ?
Ans ::  বিক্রমের সফ্ট ল্যান্ডিং-এর কথা ছিল কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সে হার্ড ল্যান্ডিং করেছে

❐ চন্দ্র পৃষ্ঠ থেকে কত কিমি উপরে বিক্রমের সাথে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয় ?
Ans ::  ২.১ কিমি উপরে

❐ কোথা থেকে চন্দ্রযান-২-কে লঞ্চ করা হয়েছিল ?
Ans ::  অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতিশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 

❐ চাঁদের কোন মেরুতে চন্দ্রযান-২-এর বিক্রমকে নামানো হয় ?
Ans ::  দক্ষিন মেরুতে

❐ ল্যান্ডারটিকে চাঁদের দক্ষিন মেরুর ঠিক কোন জায়গায় নামানোর কথা ছিল ?
Ans ::  ম্যানজিনস সি এবং সিম্পিলিয়াস এন নামক গর্ত দুটির মাঝখানে  (যদিও বিক্রম, ল্যান্ডিং সাইট থেকে ৫০০ মিটার দুরে ল্যান্ড করে)

❐ চাঁদে রোভার ল্যান্ড করানোয় কততম দেশ ভারত ?
Ans ::  চতুর্থ

❐ চাঁদের দক্ষিনমেরুতে রোভার ল্যান্ড করানোতে কততম দেশ ভারত ?
Ans ::  প্রথম

 চন্দ্রযান-২-এর মিশন ডিরেক্টর কে ?
Ans ::  Ritu karidhal

❐ চন্দ্রযান-২-এর প্রোজেক্ট ডিরেক্টর কে ?
Ans ::  Muthayya Vanitha

❐ রোভারের কার্যকাল কতদিন ?
Ans ::  ১৪ দিন বা ১ চন্দ্রদিন

❐ পৃথিবী থেকে চন্দ্রপৃষ্টে অবতরণ করতে কত সময় লাগে চন্দ্রযান-২-এর ?
Ans ::  ৪৮ দিন

চন্দ্রযান ২ এবং ৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::  

File Name: চন্দ্রযান ২ এবং ৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  254 KB


No comments:

Post a Comment