WBCS Exam Date 2023 || 2022 Main পরীক্ষার তারিখ || 2023 Prelims পরীক্ষার তারিখ - দেখে নিন
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা ২০২২ সালে WBCS Preliminary পরীক্ষা দিয়েছো এবং যারা ২০২৩ সালের WBCS Preliminary পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য আমরা উক্ত পরীক্ষা গুলির কবে হবে তার দিনক্ষণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো WBCS Main 2022 এবং WBCS Preliminary 2023 পরীক্ষার তারিখ গুলি যে তারিখ গুলি গত ৭ই জুলাই WBPSC পক্ষ থেকে ঘোষণা করা হয়।
WBCS Main 2022 Exam Date-
আমরা সকলেই জানি যে, WBCS Preliminary Exam 2022 পরীক্ষাটি হয়েছিল গত ১৯শে জুন, ২০২২ নাগাদ। এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো তারাই কেবলমাত্র WBCS Main 2022 পরীক্ষায় বসতে পারবে।
ইতিমধ্যে WBPSC পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে WBCS Main 2022 পরীক্ষা গুলি হবে আগামী ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার), ৩০শে সেপ্টেম্বর (শনিবার), ১লা অক্টোবর (রবিবার ) এবং ৩রা অক্টোবর (মঙ্গলবার) ২০২৩ তারিখ গুলিতে।
WBCS Preliminary 2023 Exam Date-
WBPSC পক্ষ থেকে যে নোটিশটি ঘোষণা করা হয়েছে সেই নোটিশটিতে WBCS Preliminary 2023 পরীক্ষার তারিখও ঘোষণা করে দেওয়া হয়। এই প্রিলি পরীক্ষাটি হবে চলতি বছরের ৫ই নভেম্বর ২০২৩ (রবিবার)
অতএব তোমরা যারা মেন এবং প্রিলিমিনারি পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই তোমরা আর কোন রকম ফাঁকি না দিয়ে মন দিয়ে সিরিয়াস ভাবে উক্ত পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিয়ে যাও। কেনোনা তোমাদের হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে যে মাস গুলি দেখতে দেখতে কেটে যাবে। তাই নিজের লক্ষ্য পূরণে নিজেকে একেবারে নিমজ্জিত করে দাও। কারন-
প্রস্তুতি এখন থেকেই নিতে হবে,
যদি ভাবো পরীক্ষার কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেবে।
তাহলে আবার পরের বছরের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।
![]() |
WBCS Exam Date 2023 |
আরও পড়ুন - WBCS Syllabus 2023 in Bengali
আরও পড়ুন - 2014 to 2021 WBCS Main Question Papers PDF
No comments:
Post a Comment