Breaking




Wednesday, 12 July 2023

প্রচুর শূন্যপদে SSC MTS ও হাবিলদার নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

প্রচুর শূন্যপদে SSC MTS ও হাবিলদার নিয়োগ 2023, যোগ্যতা মাধ্যমিক পাশ

SSC MTS And Havaldar Recruitment 2023
SSC MTS And Havaldar Recruitment 2023
ডিয়ার ছাত্রছাত্রী,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি খুবই জনপ্রিয় চাকরীর খবর নিয়ে। যে খবরটি দেখার পর তোমাদের মন খুব ভালো হয়ে যাবে। যারা অনেকদিন ধরে একটি ভালো চাকরীর খবরের অপেক্ষায় ছিলে, কেবলমাত্র আজকের পোস্টটি তাদের জন্য। আমাদের আজকের চাকরীর খবরটি হল - SSC MTS And Havaldar Recruitment 2023 তাই তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই নীচের সমস্থ তথ্য খুব ভালোভাবে পড়ে নিয়ে, উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করে দাও।

পদের নাম ➥ 
Multi-Tasking Staff (MTS)
Havaldar

মোট শূন্যপদ ➥ 
MTS পদের ক্ষেত্রে - ১১৯৮টি
Havaldar পদের ক্ষেত্রে - ৩৬০টি

মাসিক বেতন ➥ উভয় পদের ক্ষেত্রেই বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা।

বয়সসীমা ➥ ১লা আগস্ট ২০২৩ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST প্রার্থীদের দের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ➥ উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীকে যে কোন  স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই হবে।

আবেদন পদ্ধতি ➥ আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (পেপার-I) এবং বর্ণনামূলক পরীক্ষা (পেপার II) এবং নথি যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

আবীদন মূল্য ➥ আবেদন ফী দিতে হবে ১০০ টাকা। মহিলা, SC, ST, PWD, Ex-Servicemen প্রার্থীদের কোনো আবেদন ফী দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ➥ 
আবেদন শুরু ৩০শে জুন ২০২৩
আবেদন শেষ ২১শে জুলাই ২০২৩

▩ গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now

No comments:

Post a Comment