Breaking




Monday, 3 July 2023

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, আগামীকাল আবেদন শেষ

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, আগামীকাল আবেদন শেষ

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, ভারতীয় রেলের একটি বড়ো চাকরীর খবর নিয়ে। গত ২৬শে জুন রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনমিক সার্ভিসেস (RITES) এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়ে। যে বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের কথা বলা হয়। তাই আমরা আজকে সেই বিজ্ঞপ্তিটির সম্পর্কেই একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধলাম। 
তাই তোমরা অবিলম্বে নীচের প্রতিবেদনটি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি আবেদন করার ইচ্ছা হয় অবশ্যই খুব তাড়াতাড়ি আবেদন করে দাও কারন তোমাদের হাতে কেবলমাত্র আজকের দিনটি আছে। 

পদের নাম ➥ Field Quality Control Engineer (ফিল্ড কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার)

মোট শূন্যপদ ➥ ৮০ টি। (UR-৩৫টি, EWS-৭টি, OBC-২১টি, SC-১১টি, ST-৬টি)

শিক্ষাগত যোগ্যতা ➥ উক্ত পদের জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সমতুল্য বিষয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মাসিক বেতন ➥ ১৭,৮৫৩ টাকা

পদের নাম ➥ Quality Assurance and Control Engineer

মোট শূন্যপদ ➥ ২০টি (UR-১১টি, EWS-১টি, OBC-৪টি, SC-২টি, ST-২টি)

শিক্ষাগত যোগ্যতা ➥ উক্ত পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইত্যাদি বিষয়ে  ডিগ্রি প্রাপকরাই আবেদন করতে পারবে।

মাসিক বেতন ➥ ৩০,০০০ টাকা

পদের নাম ➥ Drftsman

মোট শূন্যপদ ➥ ২০টি (UR-১১টি, EWS-১টি, OBC-৫টি, SC-২টি, ST-১টি)

শিক্ষাগত যোগ্যতা ➥ উক্ত পদের জন্য যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ ট্রেডম্যান সিপ, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফসম্যান, সার্ভেয়র, CAD অপারেটর ইন অটোক্যাড, সিভিল, মেকানিক্যাল, ফিটার, মেসিনিস্ট টার্নার ইত্যাদি ট্রেডে আইটিআই পাস আবেদন করতে পারবে।

মাসিক বেতন ➥ ১৪,৩১৭ টাকা

পদের নাম ➥ Supervisor cus Construction Manager

মোট শূন্যপদ ➥ ৯টি (UR-৫টি, OBC-৩টি, SC-১টি)

শিক্ষাগত যোগ্যতা ➥উক্ত পদের জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ সময়ের ব্যাচেলার ডিগ্রী প্রাপকরা আবেদন করতে পারবে।

মাসিক বেতন ➥ ২৪,০৪০ টাকা

অন্যান্য যোগ্যতা ➥ উপরিউক্ত সব গুলি পদের জন্য প্রার্থীকে পূর্ব অভিজ্ঞতা রাখতে হবে।

বয়সসীমা ➥ উপরিউক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১লা জুন ২০২৩ তারিখের মধ্যে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতি ➥ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য ➥ উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য কোন রকম আবেদন লাগবে না।

ইন্টারভিউর স্থান ➥ AB-435, Block-A, Nirman Nagar, Jaipur, Rajasthan-302019

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু ২৬শে জুন ২০২৩
আবেদন শেষ ৪ঠা জুলাই ২০২৩

▩ গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment