Breaking




Sunday, 9 July 2023

বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা PDF

বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা PDF || Number of Strings in Musical Instruments

বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা
বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, জিকে বিষয়ের একটি খুবই ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে। আজকের পোস্টটিতে যে তথ্য গুলি তোমাদের সামনে তুলে ধরছি চাকরীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। আমাদের আজকের সেই ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ পোস্টটি হল, কোন বাদ্য যন্ত্রের কয়টি তার তালিকা PDF আকারে। যে পোস্টটির মধ্যে থাকছে কিছু খুবই জনপ্রিয় বাদ্যযন্ত্রের নাম এবং তার তারের সংখ্যা। 
তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তালিকা এবং প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি মনে হয় PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো। 

বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা তালিকা

বাদ্যযন্ত্র তারের সংখ্যা
একতারা ১টি
দোতারা ২-৫টি
সেতার ৩টি
তানপুরা ৪টি
বেহালা ৪টি
বীণা ৪টি
সারেঙ্গি ৪টি
এসরাজ ৪টি
ব্যাঞ্জো ৪টি
ম্যান্ডলিন ৪-৫ জোড়া
সরোদ ৬টি
অ্যাকুস্টিক গিটার ৬টি
আধুনিক সন্তুর ৭২-১০০টির বেশি
সন্তুর ১০০টি

বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর

একতারার কয়টি তার থাকে ?
➦ ১টি

দোতারার কয়টি তার থাকে ?
➦ ২-৫টি

সেতারের কয়টি তার থাকে ?
➦ ৩টি

তানপুরার কয়টি তার থাকে ?
➦ ৪টি

বেহালার কয়টি তার থাকে ?
➦ ৪টি

বীণার কয়টি তার থাকে ?
➦ ৪টি

সারেঙ্গির কয়টি তার থাকে ?
➦ ৪টি

এসরাজের কয়টি তার থাকে ?
➦ ৪টি

ব্যাঞ্জোর কয়টি তার থাকে ?
➦ ৪টি

ম্যান্ডলিনের কয়টি তার থাকে ?
➦ ৪-৫ জোড়া

সরোদের কয়টি তার থাকে ?
➦ ৬টি

অ্যাকুস্টিক গিটারের কয়টি তার থাকে ?
➦ ৬টি

আধুনিক সন্তুরের কয়টি তার থাকে ?
➦ ৭২-১০০টির বেশি

সন্তুরের কয়টি তার থাকে ?
➦ ১০০টি

বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::  

File Name: বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  136 KB


No comments:

Post a Comment