সৌরভ গাঙ্গুলির জীবনী || টেস্ট ক্রিকেট ক্যারিয়ার || টি-টোয়েন্টি ক্যারিয়ার || বিবিধ
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বাংলার একজন মহান ব্যাক্তির জীবনী নিয়ে। যার জীবনী সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা দরকার। আমরা আজকে শেয়ার করছি ভারতীয় ক্রিকেট জগতের মহারাজ সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে। আমরা বিস্তারিত ভাবে তাঁর সম্পর্কে আলোচনা করবোনা আমরা আলোচনা করবো খুবই সংক্ষিপ্ত আকারে। যে তথ্য গুলি তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার।
ভারতীয় ক্রিকেট টিমে ‘দাদা’ হিসাবে পরিচিত সৌরভ গাঙ্গুলি ক্রিকেট জগতের অন্যতম সেরা ও সফল অধিনায়কদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব। সর্বকালের সেরা ভারতীয় বাঁ হাতি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি শুধু একজন ভালোমানের ক্রিকেটার নন, তিনি একদিকে একজন সফল অধিনায়ক, ভাষ্যকার, জি-বাংলা টেলিভিশন চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায় “দাদাগিরি” রিয়েলিটি শো এর হোস্ট এবং সবথেকে বড় কথা তিনি একজন বড় মাপের মানুষ। আজ সেই মহান ব্যাক্তির ৫১তম জন্মদিন,আজ তার সেই জন্মদিন তাকে সম্মান জানেত আমাদের এই ছোট্ট প্রতিবেদন।
আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে তালিকা আকাতে তার জীবনী এবং সমস্থ ক্যারিয়ার সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম। তাই তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও সৌরভ গাঙ্গুলির সংক্ষিপ্ত জীবনী।
সৌরভ গাঙ্গুলির জীবনী
পূর্ণ নাম | সৌরভ গঙ্গোপাধ্যায় |
জন্ম | ৮ই জুলাই ১৯৭২ |
জন্মস্থান | বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ |
ডাকনাম | দাদা, মহারাজ, প্রিন্স অফ কলকাতা |
পিতা | স্বর্গীয় চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় |
মাতা | নিরুপমা গঙ্গোপাধ্যায় |
স্ত্রী | ডোনা গঙ্গোপাধ্যায় |
দাদা | স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় |
কন্যা | সানা গঙ্গোপাধ্যায় |
শিক্ষাগত যোগ্যতা | সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক |
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) |
পেশা | ক্রিকেটার ও ভারতের প্রাক্তন অধিনায়ক |
ভারতীয় ক্রিকেট দলে তার ভূমিকা | ব্যাটসম্যান এবং বলার |
ব্যাটিং স্টাইল | বাঁহাতি ব্যাটসম্যান |
বোলিং স্টাইল | ডানহাতি মিডিয়াম বলার |
টেস্ট ম্যাচে অভিষেক | ২০শে জুন ১৯৯৬ (ইংল্যান্ডের সঙ্গে) |
ওডিআই(ODI) ম্যাচে অভিষেক | ১১ই জানুয়ারি ১৯৯২ (ওয়েস্ট ইন্ডিজ-এর সাথে) |
বর্তমান সম্পত্তির পরিমাণ | ৭০০ কোটি (৩০শে মার্চ ২০২৩) |
পুরস্কার | অর্জুন পুরুস্কার ও পদ্মশ্রী পুরুস্কার |
সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী | "এ সেঞ্চুরি ইজ নট ইনাফ" (২০১৮ সাল) |
গাঙ্গুলির টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান
মোট ম্যাচ সংখ্যা | ১১৩ |
রানের সংখ্যা | ৭,২১২ |
ব্যাটিং গড় | ৪২.১৭ |
মোট সেঞ্চুরি | ১৬ |
মোট হাফ সেঞ্চুরি | ৩৫ |
সর্বোচ্চ রান | ২৩৯ |
বল | ৩,১১৭ |
উইকেট | ৩২ |
বোলিং গড় | ৫২.৫৩ |
ক্যাচ | ৭১ |
গাঙ্গুলির ODI ম্যাচের পরিসংখ্যান
মোট ম্যাচ সংখ্যা | ৩১১ |
রানের সংখ্যা | ১১,৩৬৩ |
ব্যাটিং গড় | ৪১.০২ |
মোট সেঞ্চুরি | ২২ |
মোট হাফ সেঞ্চুরি | ৭২ |
সর্বোচ্চ রান | ১৮৩ |
বল | ৪,৫৬১ |
উইকেট | ১০০ |
বোলিং গড় | ৩৮.৪৯ |
ক্যাচ | ১০০ |
গাঙ্গুলির প্রথম শ্রেণীর ম্যাচের পরিসংখ্যান
মোট ম্যাচ সংখ্যা | ২৪২ |
রানের সংখ্যা | ১৪,৯৩৩ |
ব্যাটিং গড় | ৪৩.৯২ |
মোট সেঞ্চুরি | ৩১ |
মোট হাফ সেঞ্চুরি | ৮৫ |
সর্বোচ্চ রান | ২৩৯ |
বল | ১০,৯৬৮ |
উইকেট | ১৬৪ |
বোলিং গড় | ৩৬.৮২ |
ক্যাচ | ১৬ |
গাঙ্গুলির শেষ ম্যাচ
আন্তর্জাতিক ক্রিকেট জীবন | ১৯৯৬ থেকে ২০০৮ |
শেষ টেস্ট ম্যাচ | ৬ই নভেম্বর ২০০৮ (অস্ট্রেলিয়ার সঙ্গে) |
শেষ ওডিআই ম্যাচ | ১৫ই নভেম্বর ২০০৭ (পাকিস্তানের সঙ্গে) |
আরও পড়ুন- মহেন্দ্র সিং ধোনির জীবনী
No comments:
Post a Comment