2023 বিশ্বকাপে ইডেন গার্ডেনের টিকিট মূল্য, জানলে অবাক হয়ে যাবেন
ডিয়ার ক্রিকেট প্রেমি বন্ধুরা,
তোমরা যারা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের খেলা গুলি ইডেন গার্ডেনে দেখবে বলে অপেক্ষায় আছো। কেবলমাত্র তোমাদের জন্য আজকের পোস্টটি। আমরা আজকে তোমাদের জন্য শেয়ার করছি, ২০২৩ বিশ্বকাপের কয়টি খেলা ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে এবং তাদের টিকিট মূল্য কত করে রাখা হয়ছে সেই সমস্থ তথ্য গুলি নিয়ে। তাই তোমরা যারা ক্রিকেট প্রেমি আছো অবশ্যই আজকের পোস্টটি দেখে নাও একবার।
গত ২৭শে জুন ঘোষণা করে হয়ে ২০২৩ বিশ্বকাপের ভারতের প্রস্তুতি ম্যাচের দিন।এইবারের প্রস্তুতিমূলক ম্যাচগুলি ২৯শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচ শেষ হবার পরই ৫ই অক্টোবর ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে যাবে 2023 বিশ্বকাপ। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে,আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
সাধারণ ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেনে হতে চলা ম্যাচগুলির টিকিটের দাম ঘোষণা করেছেন। ২০২৩ বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে, যার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমি ফাইনাল এই দুটি ম্যাচের টিকিট মূল্য সব থেকে বেশি ধার্য করা হয়েছে। বাকি ম্যাচ গুলির টিকিট মূল্য কম করেই ধার্য করে হয়েছে।
2023 বিশ্বকাপে ইডেন গার্ডেনের টিকিট মূল্য
বাংলাদেশ Vs নেদারল্যান্ডস (২৮শে অক্টোবর ২০২৩)
- আপার টিয়ার - ৬৫০ টাকা,
- D ও H ব্লক - ১০০০ টাকা,
- B,C,K ও L ব্লক - ১৫০০ টাকা
বাংলাদেশ Vs পাকিস্তান (৩১শে অক্টোবর ২০২৩)
- আপার টিয়ার - ৮০০ টাকা
- D ও H ব্লক - ১২০০ টাকা
- C ও K ব্লক - ২০০০ টাকা
- B ও L ব্লক - ২২০০ টাকা
ভারত Vs দক্ষিণ আফ্রিকা (৫ই নভেম্বর ২০২৩)
- আপার টিয়ার - ৯০০ টাকা
- D ও H ব্লক - ১৫০০ টাকা
- C ও K ব্লক - ২৫০০ টাকা
- B ও L ব্লক - ৩০০০ টাকা
ইংল্যান্ড Vs পাকিস্তান (১২ই নভেম্বর ২০২৩)
- আপার টিয়ার - ৮০০ টাকা
- D ও H ব্লক - ১২০০ টাকা
- C ও K ব্লক - ২০০০ টাকা
- B ও L ব্লক - ২২০০ টাকা
সেমি-ফাইনাল ম্যাচ (১৬ই নভেম্বর ২০২৩)
- আপার টিয়ার - ৯০০ টাকা
- D ও H ব্লক - ১৫০০ টাকা
- C ও K ব্লক - ২৫০০ টাকা
- B ও L ব্লক - ৩০০০ টাকা
No comments:
Post a Comment