Breaking




Monday, 13 January 2025

আদমশুমারি 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গ: জনসংখ্যা - জনঘনত্ব - সাক্ষরতার হার - লিঙ্গানুপাত

আদমশুমারি 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গ: জনসংখ্যা - জনঘনত্ব - সাক্ষরতার হার - লিঙ্গানুপাত

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
ডিয়ার পশ্চিমবঙ্গবাসী,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, আদমশুমারি 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্থ তথ্য গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে হাজির করছি। যে তথ্য গুলি পশ্চিমবঙ্গের সব চেয়ে বড়ো পরীক্ষা WBCS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি UPSC, Kolkata Police, Rail,WBP পরীক্ষা গুলির ক্ষেত্রেও দারুন ভাবে কাজে আসবে। তাই তোমরা সময় নষ্ট না করে অবিলম্বে নীচের দেওয়া তথ্য গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও। 

২০১১ সালের আদমশুমারি একনজরে
  • ১৮৭১ সাল থেকে ১৫ তম সেনসাস
  • স্বাধীনতার পরের ৭ম সেনসাস
  • গোটা পৃথিবীর ১৭.৫% মানুষ ভারতে বসবাস করে
  • প্রতি ৬ জনে ১ জন ভারতীয়
  • ভারতের মোট জনসখ্যার ৫০% ২৫ বছরের নিচে এবং ৬৫% ৩৫ বছরের নিচে
  • ২০১১ -এর সেনসাস কমিশনার ➦ সি. চন্দ্রমৌলি
  • ২০১১ -এর সেনসাসের স্লোগান ➦ Our Census, Our Future
  • ২০১১ -এর সেনসাসের ম্যাসকট ➦ একজন মহিলা পরিসংখ্যানকারী (A woman enumerator) 

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ 

মোট জনসংখ্যা৯১,২৭৬,১১৫ জন

 মোট পুরুষের সংখ্যা  ৪৬,৮০৯,০২৭ জন

 মোট মহিলার সংখ্যা  ৪৪,৪৬৭,০৮৮ জন

 মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতে  চতুর্থ

 জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার  ১৩.৮৪ শতাংশ

 জনঘনত্ব  ১,০২৯ জন প্রতি বর্গকিলোমিটারে (ভারতে স্থান দ্বিতীয়)

 সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা  উত্তর ২৪ পরগনা (৮৯,৩০,২৯৫ জন)

 রাজ্যের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা  কলকাতা ২৪,৭৬০ (প্রতি বর্গকিলোমিটার)

 রাজ্যের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা  পুরুলিয়া ৪০৫ (প্রতি বর্গকিলোমিটার)

 আয়তনে বৃহত্তম জেলা  দক্ষিন ২৪ পরগনা (৯৬৬০ বর্গ কিমি)

 আয়তনে ক্ষুদ্রতম জেলা  কলকাতা (১৮৫ বর্গ কিমি)

 মোট স্বাক্ষর ➦ ৬১,৫৩৮,২৮১ জন

▪ পুরুষ ➦ ৩৩,৮১৮,৮১০ জন

▪ মহিলা ➦ ২৭,৭১৯,৪৭১ জন

 সাক্ষরতার হার সামগ্রিক  ৭৬.২৬ শতাংশ।

▪ পুরুষ ➦ ৮১.৬৯ শতাংশ

▪ মহিলা ➦ ৭০.৫৪ শতাংশ

 সাক্ষরতার হারের বিচারে জেলা 

▪ প্রথম পূর্ব মেদিনীপুর ➦ ৮৭.৬৭ শতাংশ

▪ দ্বিতীয় কলকাতা ➦ ৮৭.১৪ শতাংশ

▪ সবশেষে উত্তর দিনাজপুর ➦ ৬০.১৩ শতাংশ

 রাজ্যে ১০০০ পুরুষ প্রতি নারীর সংখ্যা  ৯৪৭ জন

 ০-৬ বছরের শিশুদের প্রতি ১০০০ ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা  ৯৫০ জন

 রাজ্যে শিশু-জন্মহার (০-৬)  ১১.০৭ শতাংশ (মোট জনসংখ্যার অনুপাতে)

 প্রাথমিক বিদ্যালয়  ৫১,০১৬টি

 মাধ্যমিক বিদ্যালয়  ১০,২৩৮টি

 উচ্চমাধ্যমিক বিদ্যালয়  ১,২৭০টি

 মহাবিদ্যালয়  ৫২৩টি

 বিশ্ববিদ্যালয়  ২৬টি (প্রায়)

 সবথেকে বেশী বৃষ্টিপাত  জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে (৫০০ সেমি)

 সবচেয়ে কম লিঙ্গানুপাত  কলকাতা

 সবচেয়ে বেশী লিঙ্গানুপাত  দার্জিলিং
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  304 KB


No comments:

Post a Comment