কোন নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত PDF || কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত PDF
![]() |
কোন নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত |
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, ভারতের কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির আমরা ভারতের কিছু উল্লেখযোগ্য নদীর নাম এবং সেই নদী গুলি কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই সম্পর্কে একটি খুব সুন্দর তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর পাশাপাশি আমরা কিছু প্রশ্নও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে প্রশ্ন গুলি পড়ার পর তোমাদের এই পোস্টটি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি হয়।
অতএব তোমরা সময় নষ্ট না করে অবিলম্বে পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে এই সমস্থ টপিক গুলি সম্পর্কে নিজেকে অবগত রাখো। যাতে এই সমস্থ টপিক গুলি থেকে আসা প্রশ্ন গুলি খুব সহজে উত্তর দিতে পারো।
কোন নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত তালিকা
নদী | যে যে রাজ্যের উপর দিয়ে গেছে |
---|---|
গঙ্গা | উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ |
যমুনা | উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লী |
ব্রহ্মপুত্র | আসাম, অরুণাচল প্রদেশ |
গোদাবরী | মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ |
নর্মদা | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট |
তাপ্তি | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট |
সুবর্ণরেখা | ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ |
শোন | মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার |
তুঙ্গভদ্রা | কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা |
ঘর্ঘরা | হিমাচলপ্রদেশ, রাজস্থান |
বেতয়া | মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ |
কৃষ্ণা | মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ |
ইন্দ্রবতী | ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র |
সিন্ধু | জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব |
ভীমা | মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা |
শারদা | উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ |
দামোদর | ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ |
চেনাব | হিমাচল প্রদেশ, পাঞ্জাব |
রবি | হিমাচল প্রদেশ, পাঞ্জাব |
গণ্ডকী | মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার |
বেনাস | রাজস্থান, উত্তরপ্রদেশ |
পেন্না | অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক |
পেরিয়ার | কেরালা, তামিলনাড়ু |
ঝিলাম | পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর |
মহানদী | ছত্তিশগড়, ওড়িশা |
তিস্তা | সিকিম, পশ্চিমবঙ্গ |
কাবেরী | কর্ণাটক, তামিলনাড়ু |
বিপাশা | হিমাচল প্রদেশ, পাঞ্জাব |
শতদ্রু | হিমাচল প্রদেশ, পাঞ্জাব |
গোমতী | উত্তর প্রদেশ, গুজরাট |
মহানন্দা | পশ্চিমবঙ্গ, বিহার |
হুগলী | পশ্চিমবঙ্গ |
মাহী | মধ্যপ্রদেশ |
কোশী | বিহার |
ভাগীরথী | উত্তরাখণ্ড |
ব্রাহ্মণী | ওড়িশা |
ভাইগাই | তামিলনাড়ু |
অলকানন্দা | উত্তরাখণ্ড |
কোন নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত সম্পর্কিত প্রশ্ন উত্তর
▦ "গঙ্গা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
▦ "যমুনা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লী
▦ "ব্রহ্মপুত্র" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ আসাম, অরুণাচল প্রদেশ
▦ "গোদাবরী" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ
▦ "নর্মদা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট
▦ "তাপ্তি" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট
▦ "সুবর্ণরেখা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ
▦ "শোন" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার
▦ "তুঙ্গভদ্রা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা
▦ "ঘর্ঘরা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ হিমাচলপ্রদেশ, রাজস্থান
▦ "বেতয়া" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ
▦ "কৃষ্ণা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ
▦ "ইন্দ্রবতী" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র
▦ "সিন্ধু" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব
▦ "ভীমা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা
▦ "শারদা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ
▦ "দামোদর" নদ কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
▦ "চেনাব" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ হিমাচল প্রদেশ, পাঞ্জাব
▦ "রবি'' নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ হিমাচল প্রদেশ, পাঞ্জাব
▦ "গণ্ডকী" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার
▦ "বেনাস" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ রাজস্থান, উত্তরপ্রদেশ
▦ "পেন্না" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক
▦ "পেরিয়ার" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ কেরালা, তামিলনাড়ু
▦ "ঝিলাম" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর
▦ "মহানদী" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ ছত্তিশগড়, ওড়িশা
▦ "তিস্তা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ সিকিম, পশ্চিমবঙ্গ
▦ "কাবেরী" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ কর্ণাটক, তামিলনাড়ু
▦ "বিপাশা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ হিমাচল প্রদেশ, পাঞ্জাব
▦ "শতদ্রু" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ হিমাচল প্রদেশ, পাঞ্জাব
▦ "গোমতী" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ উত্তর প্রদেশ, গুজরাট
▦ "মহানন্দা" নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ পশ্চিমবঙ্গ, বিহার
▦ "হুগলী" নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ পশ্চিমবঙ্গ
▦ "মাহী" নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ মধ্যপ্রদেশ
▦ "কোশী" নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ বিহার
▦ "ভাগীরথী" নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ উত্তরাখণ্ড
▦ "ব্রাহ্মণী" নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ ওড়িশা
▦ "ভাইগাই" নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ তামিলনাড়ু
▦ "অলকানন্দা" নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
➦ উত্তরাখণ্ড
কোন নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের কোন নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত
File Format: PDF
No. of Pages: 02
File Size: 155 KB
No comments:
Post a Comment