ভারতের বিভিন্ন নদ নদীর ডাকনাম তালিকা PDF ||
Hello Friends
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, ভারতের বিভিন্ন নদীর ডাকনাম তালিকা PDF এই পোস্টটি নিয়ে। যে তালিকাটির মধ্যে আমরা শেয়ার করছি ভারতের উল্লেখযোগ্য কিছু নদীর ডাকনাম যে নাম গুলি তোমাদের আগত সমস্থ চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন কাজে আসবে বলে আশা করা যায়।
তাই তোমরা আমাদের দেওয়া তালিকাটি এই নদীর ডাকনাম সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও।
ভারতের বিভিন্ন নদ নদীর ডাকনাম তালিকা
নদ/নদী | ডাকনাম |
---|---|
দামোদর | বাংলার দুঃখ |
তিস্তা | ত্রাসের নদী |
ব্রহ্মপুত্র | আসামের জীবনরেখা |
গোদাবরী | অন্ধ্রপ্রদেশের জীবনরেখা |
মান্ডবী | গোয়ার জীবনরেখা |
বিপাশা নদী | হিমাচলপ্রদেশের জীবনরেখা |
মহানদী | ওড়িশার দুঃখ |
পেরিয়ার | কেরালার জীবনরেখা |
তিস্তা | সিকিমের জীবনরেখা |
গোদাবরী | দক্ষিণা গঙ্গা |
ব্রহ্মপুত্র | লোহিত নদী |
কোশী | বিহারের দুঃখ |
কাবেরী | দক্ষিন ভারতের জীবনরেখা |
নর্মদা | মধ্যপ্রদেশের জীবনরেখা |
কাবেরী | অর্ধ গঙ্গা |
ইনদাস রিভার | সিন্ধু |
যমুনা | সূর্যের কন্যা |
গোদাবরী | বৃদ্ধ গঙ্গা |
উমঙ্গট | স্বচ্ছ নদী |
লুনি | লবনাবতী (Salt River) |
ঘগ্গর | মৃত নদী |
ভারতের বিভিন্ন নদ নদীর ডাকনাম সম্পর্কিত প্রশ্ন উত্তর
☯ "বাংলার দুঃখ" কোন নদীকে বলে ?
Ans :: দামোদর
☯ "ত্রাসের নদী" কোন নদীকে বলে ?
Ans :: তিস্তা
☯ "আসামের জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: ব্রহ্মপুত্র
☯ "অন্ধ্রপ্রদেশের জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: গোদাবরী
☯ "গোয়ার জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: মান্ডবী
☯ "হিমাচলপ্রদেশের জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: বিপাশা নদী
☯ "ওড়িশার দুঃখ" কোন নদীকে বলে ?
Ans :: মহানদী
☯ "কেরালার জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: পেরিয়ার
☯ "সিকিমের জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: তিস্তা
☯ "দক্ষিণা গঙ্গা" কোন নদীকে বলে ?
Ans :: গোদাবরী
☯ "লোহিত নদী" কোন নদীকে বলে ?
Ans :: ব্রহ্মপুত্র
☯ "বিহারের দুঃখ" কোন নদীকে বলে ?
Ans :: কোশী
☯ "দক্ষিন ভারতের জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: কাবেরী
☯ "মধ্যপ্রদেশের জীবনরেখা" কোন নদীকে বলে ?
Ans :: নর্মদা
☯ "অর্ধ গঙ্গা" কোন নদীকে বলে ?
Ans :: কাবেরী
☯ "সিন্ধু" কোন নদীকে বলে ?
Ans :: ইনদাস রিভার
☯ "সূর্যের কন্যা" কোন নদীকে বলে ?
Ans :: যমুনা
☯ "বৃদ্ধ গঙ্গা" কোন নদীকে বলে ?
Ans :: গোদাবরী
☯ "স্বচ্ছ নদী" কোন নদীকে বলে ?
Ans :: উমঙ্গট
☯ "লবনাবতী (Salt River)" কোন নদীকে বলে ?
Ans :: লুনি
☯ "মৃত নদী" কোন নদীকে বলে ?
Ans :: ঘগ্গর
ভারতের বিভিন্ন নদ নদীর ডাকনাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন নদ নদীর ডাকনাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 166 KB
No comments:
Post a Comment