Breaking




Monday, 26 June 2023

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি
ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি তালিকা PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে থাকছে ভারতের কিছু রাজ্যের কিছু বিখ্যাত শাড়ির নাম। তোমাদের এই টপিকটি থেকে অনেক সময় বিভিন্ন চাকরীর পরীক্ষায় প্রশ্ন আসে। তাই তোমরা একবার হলেও এই পোস্টটি খুব ভালোভাবে এই তালিকাত মনোযোগ সহকারে দেখে নাও। যাতে যদি এই টপিকটি থেকে প্রশ্ন আসে খুব সহজে উত্তর দিতে পারো।
আমরা এই পোস্টটি নীচে তালিকা আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তার নীচে ঐ তালিকাটির PDF টিও শেয়ার করলাম। প্রথমে তোমরা নীচের তালিকাটি মনোযোগ সহকারে পড়ে নেবে তারপর PDF-টি সংগ্রহ করে রেখে দেবে যদি প্রয়োজন মনে হয়। 

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ির তালিকা

রাজ্য বিখ্যাত শাড়ি
পশ্চিমবঙ্গ তাঁত, বালুচরী, টাঙ্গাইল, জামদানি
আসাম মুগা সিল্ক
গুজরাট তানচৈ, বন্ধিন, পাটোলা
রাজস্থান কোটা দরিয়া, লেহেরিয়া, ভন্দেজ
উড়িষ্যা সম্বলপুরি, বোমকাই
কর্নাটক ইলকাল, চিন্তামনি, কসৌটি
কেরালা কাসাভু শাড়ি
তেলেঙ্গানা পচামপল্লী, গাদোয়াল
ছত্তিশগড় কোসা সিল্ক
অন্ধ্রপ্রদেশ ধরমভরম, মঙ্গলগিরি
তামিলনাড়ু কাঞ্জিভরম
মধ্যপ্রদেশ চান্দেরী
মহারাষ্ট্র পৈঠানি
উত্তরপ্রদেশ বেনারসী সিল্ক, জামদানি
পাঞ্জাব ফুলকারী
বিহার তসর

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details  :: 

File Name: ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  135 KB   


No comments:

Post a Comment