কলকাতা পুলিশ পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে, একটাও ভুলে গেলে চলবে না
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
তোমরা যারা এই পরীক্ষায় বসবে তোমরা অবশ্যই আমাদের দেওয়া আজকের এই পোস্টটি একবার হলেও মনোযোগ সহকারে দেখে নাও। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কলকাতা পুলিশ পরীক্ষার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি সম্পর্কে। আমরা তোমাদের এই কারনেই পোস্টটি খুব ভালোভাবে পড়তে বলছি কারন তোমরা যদি নীচে উল্লেখিত ডকুমেন্ট গুলির মধ্যে কোনো একটি ভুলে যাও বা ভুল করো তোমাদের আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না, তাই তোমরা একবার হলেও এই পোস্টটি দেখে নাও।
তোমরা সকলেই জানো যে আগামী ৪ঠা জুন রবিবার কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা হয়তো অনেকেই এই পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছো এবং এখনও অনেকে ডমিট কার্ড সংগ্রহ করতে পারনি বা সংগ্রহ করনি, তোমরা অবশ্যই www.prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in এই দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নাও এবং দেখে নাও তোমাদের কোথায় সিট পড়েছে বা তোমাদের পরীক্ষার সেন্টারটি কোথায়।
আমরা এখন তোমাদের সঙ্গে যে তালিকাটি শেয়ার করবো হয়তো তোমরা অনেকই সেই তালিকা সম্পর্কে খুব ভালোভাবে জানো তবুও তোমরা একবার হলেও দেখে নাও কি কি নিয়ে যাবার কথা বলা হয়েছে ২০২৩ সালের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু তোমরা যারা নতুন বা তোমরা যারা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে জানো না অবশ্যই খুব ভালোভাবে নীচের তালিকাটি নাও।
কলকাতা পুলিশ পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হয় ?
- QR কোড সহ সংগ্রহ করা অ্যাডমিট কার্ড।
- আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স যে কোন একটি
- কালো কালীর বল পেন।
- প্রার্থীকে সকাল ১০.৩০ মিনিটের আগে পৌছাতে হবে পরীক্ষার সেন্টারে।
- পরীক্ষা শুরু হয়ে যাবার পর কোনো প্রার্থীকে আর ঢুকতে দেওয়া হবে না।
- প্রার্থীরা পরীক্ষার হলে কোন মতে স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর,মোবাইল বা ডিজিটাল হাতের ঘড়ি ব্যাবহার করতে পারবে না, এছাড়াও মেয়েরা উচ্চ হিল যুক্ত জুতো পরে যেতে পারবে না।
- OMR সিটটি সঠিক ভাবে পূরণ করতে হবে, না হলে তোমরা উত্তর পত্রটি বাতিল হয়ে যাবে।
- পরীক্ষা শেষ হওয়ার পর যতক্ষণনা পর্যন্ত সমস্থ OMR সিট গুলি পরীক্ষক জমা নিচ্ছেন তার আগে হল ত্যাক করা যাবে না।
বিঃ দ্রঃ- তোমরা অবশ্যই মনে করে সমস্থ ডকুমেন্ট গুলি গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নেবে। আর পরীক্ষার সেন্টারে তোমাদের ব্যাগ রাখার জন্য ব্যবস্থা থাকবে।
আশা করছি আমরা আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করলাম তোমরা সকলে বুঝতে পেরেছো, যদি তাছারাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবে।
আরও পড়ুন- কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট
No comments:
Post a Comment