Breaking




Monday, 29 May 2023

Kolkata Police Constable Practice Set PDF || কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-০৪

Kolkata Police Constable Practice Set PDF || কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-০৪

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট
কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট
ডিয়ার পরীক্ষার্থী,
তোমরা যারা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, আজকের পোস্টটি কেবলমাত্র তোমাদের জন্য। আমরা আজকে তোমরা জন্য নিয়ে হাজির হয়েছি এই পরীক্ষার লাস্ট মিনিটের প্রস্তুতি নিয়ে, আমরা আজকে শেয়ার করছি, কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি। আমাদের আজকের এই প্র্যাকটিস সেটটি একটি স্মল প্র্যাকটিস সেট অর্থাৎ ২০ টি জিকে, ১৫টি গণিত এবং ১৫টি রিজনিং প্রশ্ন দিয়ে ৫০ নম্বরের। 
তাই তোমরা যারা অধীর আগ্রহে আমাদের প্র্যাকটিস সেটের জন্য অপেক্ষা করে বসে ছিলে তোমরা অবিলম্বে প্র্যাকটিস করতে শুরু করে দাও কারন এই পরীক্ষা আর বেশি দিন বাকি নেই।

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 

০১. পুরগা নামক শীতল প্রকৃতির বায়ু নিম্নের কোন স্থানে বাহিত হতে দেখা যায় ?
[A] মিশর
[B] স্পেন
[C] নিউজিল্যান্ড
[D] তুন্দ্রা, রাশিয়া 

০২. সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি ছিল ?
[A] মেসোপটেমিয়া
[B] মিশর
[C] বাহরিন
[D] উপরের সবগুলি 

০৩. ভারতের সংবিধানে মৌলিক অধিকারের জন্য বিশেষ দায়িত্ব কার উপর দেওয়া থাকে ?
[A] রাজ্য বিধানসভা
[B] সুপ্রিমকোর্ট 
[C] প্রেসিডেন্ট
[D] পার্লামেন্ট

০৪. 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
[A] ইউএসএ, কানাডা এবং মেক্সিকো 
[B] অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
[C] চিলি ও আর্জেন্টিনা
[D] পর্তুগাল, স্পেন ও ইতালি

০৫. শিক্ষার অধিকার কে ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
[A] 84 তম
[B] 73 তম
[C] 86 তম 
[D] 96 তম

০৬. নিম্নের কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ ?
[A] হীরে
[B] নিস
[C] মার্বেল
[D] উপরের সবগুলি 

০৭. ভূপৃষ্ঠের শতকরা কত বিভাগ সমতল ভুমিরূপ দেখা যায় ?
[A] 33%
[B] 14%
[C] 12%
[D] 41% 

০৮. জৈনদের দ্বিতীয় তীর্থঙ্কর আজিতনাথ এর চিন্হ/প্রতীক কি ছিল ?
[A] বৃষ
[B] বানর
[C] কুমির
[D] হাতি 

০৯. মাউন্ট মেরাপি কি ধরনের পর্বত ?
[A] আগ্নেয় পর্বত 
[B] স্তুপ পর্বত
[C] ভঙ্গিল পর্বত
[D] উপরের কোনটি নয়

১০. আলাস্কা পর্বতমালা নিম্নের কোথায় দেখতে পাওয়া যায় ?
[A] পূর্ব অস্ট্রেলিয়া
[B] মার্কিন যুক্তরাষ্ট্র 
[C] ইউরোপ
[D] ভারত-পাকিস্তান

১১. ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ?
[A] 4
[B] 5 
[C] 6
[D] 10

১২. কত খ্রীষ্টপূর্বে আলেকজান্ডার ভারত আক্রমন করেন ?
[A] 90 খ্রীষ্টপূর্বে
[B] 190 খ্রীষ্টপূর্বে
[C] 426 খ্রীষ্টপূর্বে
[D] 326 খ্রীষ্টপূর্বে 

১৩. এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় ?
[A] অন্ধ্রপ্রদেশ 
[B] মহারাষ্ট্র
[C] হরিয়ানা
[D] ধানবাদ

১৪. কার থিওরি অনুযায়ী আর্যদের মূল উৎপত্তি স্থান ছিল তিব্বত ?
[A] ম্যাক্স মুলার
[B] দয়ানন্দ সরস্বতী 
[C] জে সি রোড
[D] মেয়র

১৫. শতপথ ব্রাহ্মন - কোন বেদের অংশ ?
[A] রিগবেদ
[B] সামবেদ
[C] যযুরবেদ 
[D] অথর্ব বেড

১৬. Tom & Jerry কার্টুন চরিত্রের স্রষ্টা কে ?
[A] ওয়াল্ট ডিজনি
[B] রজার সুইট
[C] উইলিয়াম হানা ও জোসেফ বারবারা 
[D] স্ট্যান লি ও জ্যাক কিরবি

১৭. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
[A] তক্ষশীলা 
[B] রাজপুর
[C] উজ্জয়িনী
[D] বৈশালী

১৮. বায়ুমন্ডলে তৃতীয় সর্বাধিক প্রাপ্ত গ্যাসটি কোনটি ?
[A] নাইট্রোজেন
[B] নিয়ন
[C] কার্বন-ডাই-অক্সাইড
[D] আর্গন 

১৯. রাজ্যপালের মনোনয়নের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
[A] ইউএস
[B] ইউকে
[C] দক্ষিণ আফ্রিকা
[D] কানাডা 

২০. নিচের মধ্যে কোনটি নানা সাহেবের আসল নাম ?
[A] পাণ্ডুরঙ্গ পান্ত
[B] রামচন্দ্র পান্ত
[C] ধন্দু পান্ত 
[D] উপরের কোনটিই নয়

২১. দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটি হল -
[A] 48 
[B] 60
[C] 72
[D] 80

২২. তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?
[A] 81
[B] 100 
[C] 121
[D] 144

২৩. একটি চৌবাচ্চার 0.8 অংশ জলপূর্ণ আছে, এ থেকে 25 লিটার জল তুলে নেওয়ার পর দেখা যায় যে চৌবাচ্চার অর্ধেক থেকে 14 লিটার জল বেশী আছে। চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা বের করো।
[A] 100 লিটার
[B] 130 লিটার 
[C] 200 লিটার
[D] 150 লিটার

২৪. 5টি ভেড়ার দাম = 8টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম = 3টি গোরুর দাম, 50টি ভেড়ার বদলে ক-টি গোরু পাওয়া যাবে ?
[A] 6
[B] 8 
[C] 10
[D] 12

২৫. 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
[A] 163
[B] 173
[C] 204 
[D] 331

২৬. একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা আছে ?
[A] 10টি
[B] 40টি 
[C] 50টি
[D] 80টি

২৭. কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত ?
[A] 30 
[B] 32
[C] 34
[D] 36

২৮. 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে। এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4:3 হবে ?
[A] 20 লিটার
[B] 24 লিটার
[C] 26 লিটার 
[D] 30 লিটার

২৯. সুনন্দ বিক্রয়মূল্যের ওপর 25% লাভ করলো, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো ?
[A] 100/3% 
[B] 20%
[C] 25%
[D] 30%

৩০. একজন কমলালেবু বিক্রেতা তিনটি কমলালেবু পাঁচ টাকায় কিনে দুটি কমলালেবু চার টাকায় বিক্রি করেন। তার শতকরা কত লাভ হয় ?
[A] 33.3%
[B] 50% 
[C] 20%
[D] 16.66%

৩১. 9 টি জিনিসের ক্রয়মূল্য 11 টি জিনিসের বিক্রয়মূল্যের সাথে সমান। ক্ষতির শতকরা হার নির্নয় করো ?
[A] 18 2/11% 
[B] 2 9/11%
[C] 15 1/2%
[D] 16 1/2%

৩২. একটি পন্যদ্রব্যের উপর করের পরিমান 15% হ্রাস পেল এবং এর খরচ 15% বৃদ্ধি পেলে। এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পেল ?
[A] 2%
[B] 2.5%
[C] 2.25% 
[D] 2.75%

৩৩. একটি লোক 100 টাকায় 20টি আপেল বিক্রি করে 20% লাভ করেন, তাহলে তিনি 100 টাকায় ক-টি আপেল কিনেছিলেন ?
[A] 20
[B] 22
[C] 24 
[D] 25

৩৪. চারটি ঘন্টা 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12 টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে ?
[A] 12 টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড 
[B] দুপুর 1 টা
[C] 1 টা বেজে 1 মিনিটে
[D] 12 তা বেজে 5 মিনিটে

৩৫. দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল সে 15000 ভোটে পরাজিত হল। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে ?
[A] 6000
[B] 10000
[C] 22500
[D] 45000 

৩৬. গতকালের আগেরদিন সোমবার হলে, আগামী কালের তিনদিন পর কি দিন ?
[A] বৃহস্পতিবার
[B] শুক্রবার
[C] শনিবার
[D] রবিবার 

৩৭. চক : ব্লাকবোর্ড :: পেন ?
[A] বই
[B] কাগজ 
[C] ক্লাস রুম
[D] লাইব্রেরি

৩৮. নিম্নের ভিন্ন শব্দ টি খুঁজে বের করো ?
[A] লোহা
[B] সোনা
[C] স্টিল 
[D] রূপা

৩৯. শূন্যস্থান পূরণ করো : G, H, J, M, __ , V ?
[A] Q 
[B] T
[C] O
[D] R

৪০. DEMOGRAPHY কে ABJLDOXMEV লেখা হলে, ECONOMICS কে কি লেখা হবে ?
[A] BANONLGAU
[B] BZLKLJFZP 
[C] DOMNRJIPE
[D] FOKMGHERP

৪১. নিম্নের ভিন্ন শব্দ টি খুঁজে বের করো ?
[A] STR 
[B] PQR
[C] MNO
[D] WXY

৪২. M যদি P এর মা হয়, N যদি O এর কন্যা হয়,O যদি P এর বাবা হয়,তবে M , P এর কে হয় ?
[A] বোন
[B] মা 
[C] বাবা
[D] কন্যা

৪৩. NOBILITY এর কোড যদি 67135389 হয়, AFFABLE এর কোড যদি 4224150, FALLIBLE এর কোড কি হবে ?
[A] 25445320
[B] 23779028
[C] 53882380
[D] 24553150 

৪৪. যদি TIGER = 2/3, BUFFALO = 3/4, CROCODILE = 4/5 হয়, তবে ELEPHANT = ?
[A] 5/6
[B] 5/8
[C] 3/5 
[D] 3/8

৪৫. 0.4 : 0.04 :: 2.0 : ?
[A] 20
[B] 0.2 
[C].02
[D].002

৪৬. 125-73+48-137+99=?
[A] 62 
[B] 237
[C] -37
[D] 25

৪৭. যদি a*b =a×a + ab + b×b তাহলে 2*3= ?
[A] 25
[B] 20
[C] 19 
[D] কোনটাই নয়

৪৮. EGIK : FILO :: FHJL : ?
[A] GJMP 
[B] GJPM
[C] HGMN
[D] GMJO

৪৯. যদি DAD কে লেখা হয় 414 তবে PAD কে কি লেখা হয় ?
[A] 1624
[B] 1914
[C] 1614 
[D] 612

৫০. গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সাথে সম্পর্কিত নিচের কোনটি সত্য নয় ?
[A] এটি একটি স্থান ভিত্তিক নেভিগেশন সিস্টেম
[B] এটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে পারেনা 
[C] এটি যানবাহনের ট্রাফিক ম্যাপ করতে ব্যবহার করা যেতে পারে
[D] এটি গাড়িতে নেভিগেশনের জন্য ব্যবহার করা যেতে পারে

কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  8

File Size:  327 KB  


No comments:

Post a Comment