মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি, ভারতীয় ডাক বিভাগের তরফে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমরা যারা এই পদে আবেদনের জন্য আগ্রহ আছো অবশ্যই তোমরা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবিলম্বে আবেদন করে দাও কারন তোমাদের হাতে বেশিদিন সময় নেই। তাই আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাও পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 নিয়ে।
◩ পদের নাম ➥ গ্রামীণ ডাক সেবক
◩ মোট শূন্যপদ ➥ ১২,৮২৮ টি
◩ পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ➥ ৪৫ টি
◩ মাসিক বেতন ➥
- BPM Category -১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা
- ABPM Category - ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা
◩ বয়সসীমা ➥ ১১ই জুন ২০২৩ তারিখের মধ্যে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
◩ শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে
◩ অন্যান্য যোগ্যতা ➥
- কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
- সাইকেল চালানো জানতে হবে।
◩ আবেদন পদ্ধতি ➥ প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে।
◩ নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নির্বাচন করা হবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে।
◩ আবেদন মূল্য ➥Gen/OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা, তবে মহিলা/ SC/ ST/ PWD/ Transwomen প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
◩ গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ২১শে মে ২০২৩ |
আবেদন শেষ | ১১ই জুন ২০২৩ |
◩ গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
Circlewise Posts Notified | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment