Breaking




Thursday 4 May 2023

উচ্চ মাধ্যমিক পাশে BSF-এ হেড কনস্টেবল নিয়োগ 2023, মাসিক বেতন ৮১,১০০ টাকা

উচ্চ মাধ্যমিক পাশে BSF-এ হেড কনস্টেবল নিয়োগ 2023, মাসিক বেতন ৮১,১০০ টাকা

উচ্চ মাধ্যমিক পাশে BSF-এ হেড কনস্টেবল নিয়োগ 2023
উচ্চ মাধ্যমিক পাশে BSF-এ হেড কনস্টেবল নিয়োগ 2023
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, BSF Head Constable Recruitment 2023 এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা এই পদে আবেদনের কোন কোন নিয়মাবলী আছে সেই সমস্থ বিষয় গুলি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তোমাদের দেবো। যাতে তোমাদের এই পদে আবেদনের জন্য কোনো রকম সমস্যা না হয় এবং তোমরা খুবই সহজে এই বিজপ্তিটি সম্পর্কে বুঝতে পারো। তাই তোমরা অতি মনোযোগ সহকারে দেখে নাও কীভাবে আবেদন করতে হবে এবং কবে এই পদে আবেদনের শেষ তারিখ। 

পদের নাম ➥ Head Constable (RO/RM)

❏ মোট শূন্যপদ ➥ ২৪৭ টি

❏ শূন্যপদের বিন্যাস ➥ ◐ Radio Operator - ২১৭ টি ◐ Radio Mechanic - ৩০ টি

❏ মাসিক বেতন ➥ ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা

❏ বয়সসীমা ➥ ১২ই মে ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

❏ শিক্ষাগত যোগ্যতা ➥ 
  • আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Physics, Chemistry এবং Mathematics -এ ৬০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। 
  • অথবা Madhyamik পাস সহ ২ বছরের (ITI) Degree অর্জন করতে হবে। 
❏ আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীরা কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

❏ নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে Written Exam, Physical Efficiency and Measurement, Test (PE&MT), Skill Test (Typing, Steno, etc.), Document Verification, Medical Examination এই পাঁচটি পর্যায়ে। 

❏ আবেদন মূল্য ➥ আবেদন বাবদ UR/OBC/EWS প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবেনা।

❏ পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র ➥ কলকাতা 

❏ গুরুত্বপূর্ণ তারিখ ➥

আবেদন শুরু ২২শে এপ্রিল ২০২৩
আবেদন শেষ ১৫ই মে ২০২৩

❏ গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment