Breaking




Tuesday 7 May 2024

ANM & GNM Life Science MCQ Question Answer 2024 PDF

WBJEE ANM & GNM Life Science MCQ Question Answer PDF

ANM & GNM Life Science MCQ Question Answer
ANM & GNM Life Science MCQ Question Answer
ডিয়ার ANM & GNM পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, ANM & GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 PDF এই পোস্টটি নিয়ে। আমরা আজকের পোস্টটির মাধ্যমে শেয়ার করবো, এই পরীক্ষার জন্য দারুন দারুন কিছু জীবন বিজ্ঞান প্রশ্ন। যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। 
কেনোনা আমরা এই প্রশ্ন গুলি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা বেছে বেছে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্রথমে নীচের প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং পারলে মুখস্থও করে রাখতে পারো। কারন তোমাদের হাতে আর বেশিদিন সময় নেই। 

ANM & GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

হৃদপিন্ডে কি থাকার জন্য অবসন্ন হয় না ?
[A] মায়োগ্লোবিন ✓
[B] ল্যাকটিক অ্যাসিড
[C] গ্লাইকোজেন
[D] কোনোটিই না

মনোস্যাকারাইড এর উদাহরণ হল ?
[A] মলটোজ
[B] ফ্রুক্টোজ ✓
[C] সুক্রোজ
[D] ল্যাকটোজ

সারটোলির কোষ থেকে শুক্রাশয় অপসারণ কে কি বলা হয় ?
[A] স্পার্মাটোজেনেসিস
[B] স্পার্মিওজেনেসিস
[C] নিষেক
[D] স্পার্মিয়েশন ✓

BCG টিকা কোন অসুখের প্রতিষেধক ?
[A] বসন্ত
[B] টিউবারকিউলোসিস ✓
[C] জলাতঙ্ক
[D] কলেরা

নিচের কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন এর সহায়তা করে ?
[A] রাইজোবিয়াম ✓
[B] ব্যাসিলাস
[C] অ্যাসিড ব্যাসিলাস
[D] কোনোটিই নয়

গরুর দুধে কি থাকার জন্য দুধের রং হলদে হয় ?
[A] রাইবোফ্লাভিন ✓
[B] ক্যারোটিন
[C] ল্যাকটোজ
[D] রাইবুলোজ

কোয়াশিয়কর রোগ কিসের অভাবে হয় ?
[A] ভিটামিন
[B] কার্বোহাইড্রেট
[C] ফ্যাট
[D] প্রোটিন ✓

নিচের কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় ?
[A] মানুষ
[B] কেঁচো
[C] ব্যাঙ
[D] স্পঞ্জ ✓

মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয় ?
[A] জল
[B] রক্ত ✓
[C] খাদ্য
[D] লসিকা

ফোরামেন মনরো কোথায় পাওয়া যায় ?
[A] হিউমেরাস
[B] সুষমা কান্ড
[C] মস্তিষ্ক ✓
[D] হৃদপিন্ডে

কোন অঙ্গাণু কে কোষের শক্তিঘর বলা হয় ?
[A] গলগি বস্ত
[B] প্লাস্টিড
[C] মাইট্রোকন্ডিয়া ✓
[D] রাইবোজোম

কোন প্রাণীকে ডেভিল মাছ বলে ?
[A] তিমি
[B] অক্টোপাস ✓
[C] হাঙ্গর
[D] ডলফিন

ইউস্টেশিয়ান নালী কোথায় অবস্থিত ?
[A] মধ্যকর্ণ ✓
[B] ডান অলিন্দ
[C] বৃক্ষ
[D] বাম নিলয়

সালোকসংশ্লেষ প্রক্রিয়া কোন আলোতে বেশি হয় ?
[A] সবুজ
[B] লাল ✓
[C] সাদা
[D] বেগুনি

রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি রোগ হয় ?
[A] হাইপোক্সিয়া ✓
[B] ডিস্ফোনিয়া
[C] হাইপার পানিয়া
[D] কোনোটিই নয়

একজন সুস্থ পরিণত মানুষের বায়ু ধারকত্ব কত হয় ?
[A] 500 ML
[B] 2000 ML
[C] 1200 ML
[D] 4500 ML ✓

সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?
[A] মাকড়সা
[B] চ্যাপ্টা কৃমি
[C] চিংড়ি ✓
[D] আরশোলা

গুটি বসন্তের টিকা কে আবিস্কার করেন ?
[A] লুই পাস্তুর
[B] হরগোবিন্দ খোরানা
[C] এডওয়ার্ড জেনার ✓
[D] আলেকজান্ডার ফ্লেমিং

পৌষ্টিকতন্ত্রের কোন অংশে ল্যাকটিয়াল পাওয়া যায় ?
[A] মুখবিবর
[B] ক্ষুদ্রান্ত্র ✓
[C] বৃহদন্ত্র
[D] পাকস্থলী

নিচের কোনটি একটি সালফারযুক্ত অ্যামাইনো এসিড ?
[A] লাইসিন
[B] ট্রিপটোফ্যান
[C] মিথিওনিন ✓
[D] হিসটিডিন

প্যারামেসিয়াম এর গমন অঙ্গ কোনটি ?
[A] ফ্লাজেলা
[B] সীটা
[C] ক্ষণপদ
[D] সিলিয়া ✓

নিচের কোন হরমোনটি লোকাল হরমোন ?
[A] গ্যাস্ট্রিন ✓
[B] হিস্টামিন
[C] অক্সিটোসিন
[D] কোনোটিই না

কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি রোগ হয় ?
[A] ভিটামিন D
[B] ভিটামিন C ✓
[C] ভিটামিন A
[D] ভিটামিন E

আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত ?
[A] ট্রাকিয়া
[B] অগ্নাশয় ✓
[C] বৃক্ক
[D] পাকস্থলী

উদ্ভিদে দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ?
[A] জাইলেম এর মাধ্যমে ✓
[B] নালিকা বান্ডিল এর মাধ্যমে
[C] ফ্লোয়েম কলার মাধ্যমে
[D] কোনোটিই না

জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায় ?
[A] সুন্দরী
[B] গরান ✓
[C] মটর
[D] ফনিমনসা

ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?
[A] লোহা
[B] ক্যালসিয়াম
[C] ম্যাঙ্গানিজ
[D] ম্যাগনেসিয়াম ✓

মানুষের রক্তে অক্সিজেন বহন করে ?
[A] হিমোগ্লোবিন ✓
[B] হিমোসায়ানিন
[C] লোহা
[D] কোনোটিই নয়

কোন প্রাণীর চামড়ার নিচে পুরু ব্লাডারের স্তর থাকে ?
[A] সাপ
[B] ব্যাঙ
[C] তিমি ✓
[D] কচ্ছপ

মাইটোসিস শব্দটি প্রথম কে প্রবর্তন করেন ?
[A] ব্ল্যাক ম্যান
[B] ফার্মার
[C] ফ্লেমিং ✓
[D] অ্যান্ডারসন

তরুণাস্থি কোষ কি দিয়ে গঠিত ?
[A] সাইট
[B] পিনাকোসাইট
[C] কন্ড্রোসাইট ✓
[D] কোনোটিই না

সরীসৃপ ও স্তন্যপায়ী এর মধ্যে সংযোগকারী প্রাণী কোনটি ?
[A] আর্কিওপ্টেরিক্স
[B] অক্টোপাস
[C] পেরিপেটাস
[D] প্লাটিপ্লাস ✓

রক্তের প্রকৃতি কেমন ?
[A] আম্লীক
[B] নিষ্ক্রিয়
[C] ক্ষারীয় ✓
[D] কোনাটিই নয়

স্তন গ্রন্থি হল পরিবর্তিত ?
[A] অন্তক্ষরা গ্রন্থি
[B] তৈলগ্রন্থি
[C] লসিকা গ্রন্থি
[D] ঘর্মগ্রন্থি ✓

টিকা করন পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন ?
[A] এডওয়ার্ড জেনার ✓
[B] লুই পাস্তুর
[C] রোলান্ড রস
[D] আলেকজান্ডার ফ্লেমিং

লজ্জাবতী পাতার চলন কি ধরনের চলন ?
[A] নিকটি ন্যাস্টিক
[B] হাইপো ন্যাস্টিক
[C] সিসমোন্যাস্টিক ✓
[D] কোনোটিই না

নিচের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?
[A] B
[B] D ✓
[C] P
[D] C

কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় ?
[A] A
[B] AB
[C] B
[D] O ✓

শ্বসন প্রক্রিয়ায় মোট কত অনু ATP উৎপন্ন হয় ?
[A] 15 অনু
[B] 30 অনু
[C] 38 অনু ✓
[D] 10 অনু

দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা ?
[A] ল্যামার্ক
[B] চার্লস ডারউইন ✓
[C] অ্যারিস্টোটল
[D] হুগো দে ভ্রিজ

ANM GNM জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ANM GNM জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর 

File Format:  PDF

No. of Pages:  07

File Size:  294 KB   


No comments:

Post a Comment